মুখে ঘা হওয়ার কারণ কোন ভিটামিন

মানব শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যার কারণ খুঁজতে গিয়ে আমরা অনেক সময় অবাক হতে পারি। ভিটামিনের কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সেটা মানব শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান এবং সেই ভিটামিনের ঘাটতিতে আমাদের শরীরে ছোট বড় বহু রোগ হতে পারে। মানব শরীরের মুখে যদি হঠাৎ করে কোন ঘা বা এই ধরনের কিছু বের হয় তাহলে সেই ক্ষেত্রে কোন ভিটামিন এর জন্য দায়ী হতে পারে সেই বিষয়ে আমরা জানব। আপনাদের একটি বিষয় পরিস্কার ভাবে বোঝাতে চাই মানব শরীরের মুখে বলতে আমরা মুখের ভেতরের অংশটাকে বুঝিয়েছি।

সাধারণত মুখের উপরের অংশ বলতে গেলে যেটাকে বোঝানো হয় সেটাকে চেহারা বলা হয় সেক্ষেত্রে চেহারার উপর না আমরা মুখের ভেতরে যে ঘা গুলো হয়ে থাকে সেই বিষয়ে আমরা আজকে জানবো। চিকিৎসা বিজ্ঞানের মতে ভিটামিন বি ১২ মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এই ভিটামিনের অভাবে সাধারণত আমাদের শরীরে যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মুখের মধ্যে ঘা বা মুখে ফোলা ভাব। আমরা মনে হয় ঘটনার খুব কাছাকাছি চলে এসেছে যেখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ভিটামিন বি ১২ এর অভাবে আমাদের মুখে ঘা হতে পারে।

এছাড়াও এই ভিটামিনের অভাবে যিহবাতে লাল লাল ভাব বা গালে বিভিন্ন জায়গাতে ঘা বের হওয়া জিহবার উপরের অংশ সাদা হয়ে যাওয়া এবং ফুসকুড়ির মতন বের হওয়া এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখন ভিটামিন বি ১২ এর অভাবে এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে যে এটার অভাব হলে শরীরের লোহিত রক্তকণিকা তৈরি হয় না যার কারণে এই সমস্যা তৈরি হয়।

মুখে ও জিহভাতে ঘা হয় কোন ভিটামিনের অভাবে

আমরা পরিষ্কারভাবে আপনাদের জানিয়েছি মুখে এবং যিহাতে ঘা হওয়ার পেছনে যে ভিটামিন কে বার বার দায়ী করা হয় সেটা হচ্ছে ভিটামিন B-12। সাধারণত এই ভিটামিন এর প্রভাবে অ্যানিমিয়া অর্থাৎ রক্তে লোহিত রক্তকণিকা উৎপাদন হওয়া কমতে শুরু করে যার কারণেই মূলত এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে দীর্ঘদিন মানব শরীরে ভিটামিন B-12 এর অভাব কখনোই কাম্য নয় এর কারণে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পরিষ্কারভাবে আরেকবার বলি ভিটামিন B-12 এর অভাবে সাধারণত মানব শরীরের মুখে ঠোঁটে জিহবাতে মুখের ভেতরে গালে বিভিন্ন ধরনের ঘা বিভিন্ন ধরনের ফুসকুড়ি জ্বালাপোড়া এই ধরনের সমস্যা তৈরি হয়।

মুখে ঘা হলে কোন ঔষধ

হঠাৎ করে যদি কেউ অনুভব করে তার মুখে বা ঠোঁটে বা গালের মধ্যে ঘা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কোন ঔষধ সে ব্যবহার করবে এই বিষয়ে জানানোর চেষ্টা করব। অবশ্যই ছোট ছোট রোগ থেকেই বড় রোগ তৈরি হয় তাই প্রথমে আপনাকে এটা নিশ্চিত হতে হবে সাধারণ কোনো কারণে আপনার মুখের মধ্যে ঘা হয়েছে কিনা। বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ পাওয়া যায় যে ওষুধের ব্যবহার এখানে অবশ্যই করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে। যে ওষুধে ভিটামিন বি আছে সেই ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে আপনি পুরোপুরি সুস্থ হবেন।

তবে এর পাশাপাশি বর্তমানে খুব সুন্দর একটি চিকিৎসা আছে সেটা হচ্ছে এক ধরনের জেল ব্যবহার করা যেটা মুখের মধ্যে আপনাকে লাগাতে হবে। myCoral gel এটি বাংলাদেশের ব্যবহৃত জেলগুলোর মধ্যে সবথেকে ভাল জেল আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনি ভালো অনুভব করছেন এবং আপনার মুখের মধ্যে ঘা গুলো কমতে শুরু করেছে।

তবে সাধারণ চিকিৎসাতে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ মেডিসিন চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয় করার চেষ্টা করতে হবে তার কারণ হচ্ছে সেটা বড় রোগের কোন লক্ষণ।

 

 

 

 

Leave a Comment