দলিল নাম্বার কোথায় থাকে

বিশেষ করে দলিল বলতে আমরা যে বিষয়টি বুঝি তা হল জমির কাগজ বা জমি ক্রয় বিক্রয়ের মালিকানা সংক্রান্ত যে কাগজগুলো থাকে সেটিকেই দলিল বলা হয়। তবে দলিল শব্দের অর্থ শুধু ওই একটি জায়গায় আটকে আছে এমন নয়। দলিল অর্থাৎ যে কোন বিষয়ের সঠিক তথ্য যেখানে থাকে সেখানেই বা সেটিকেই দলিল বলে উল্লেখ করা হয়। তবে এখানে আপনারা যে বিষয়টি দলিল সম্পর্কে বলেছেন বা দলিল বলে বিবেচনা করছেন তা হল অবশ্যই জমি সংক্রান্ত কাগজপত্র। জমির ক্রয় করার সময় অথবা পৈতৃক সূত্রে পাওয়া কেনা সেই সকল নানান বিষয়গুলো উল্লেখ থাকে দলিলে।

এবং এই দলিল অবশ্যই সরকার কর্তৃক নিবন্ধিত হয়ে থাকে আর এজন্যই দলিল এর অবশ্যই মূল্য রয়েছে দলিল বলে একটি জমির আপনি মালিক হতে পারেন। কিন্তু আজকের বিষয় হল এই দলিল নম্বর কোথায় থাকে দলিলে সে বিষয়টি জানার জন্য আপনারা এসেছেন। আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে এখন বিস্তারিতভাবে জানাবো যে একটি দলিলের দলিল নম্বর আসলে কোথায় থাকে। কারণ প্রত্যেকটি দলিল রাখা হয় এবং এই দলিল খুঁজতে হলে আমাদের দলিল নম্বর দেখতে হয়। দলিল নম্বর দেওয়া হয় সরকারের তরফ থেকে। অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনে জমিতে রেজিস্ট্রি হয় এবং সেই জমিটির মালিকানা সংক্রান্ত সকল তথ্য যেহেতু দলিলে থাকে তাই এই দলিলের নম্বর দেখে খুঁজে বের করতে হয়।

দলিল নম্বর

দলিল নম্বর দেওয়া হয় যখন একটি দলিল অর্থাৎ জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়টি যখন সরকারের কাছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি অফিসে নিবন্ধিত হয় তখন অবশ্যই সেই একটি নিবন্ধন নম্বর থাকে। এই নিবন্ধন নম্বর টিকে সাধারণত আমরা দলিল নম্বর বলে থাকি। অফিসে যদি আমরা সেই জমিটি সংক্রান্ত যাবতীয় কিছু জানতে চাই তাহলে অবশ্যই সেই নম্বরটি ধরে আমাদেরকে সেখানে যেতে হবে। এবং এই দলিল নম্বরগুলো অবশ্যই মৌজা ভিত্তিক হয়ে থাকে। জমি জমা সংক্রান্ত সকল তথ্যগুলো যে ক্ষুদ্রাংশ ভাবে ভাগ করা হয়েছে তার

একটি অংশ হলো মৌজা। মৌজা সবচাইতে ভূমি সংক্রান্ত ছোট এলাকা। এই মৌজাতে প্রত্যেকটি জমির জন্য আলাদা আলাদা দলিল নম্বর থাকে। অর্থাৎ যতবার জমি ক্রয় বিক্রয় হয়েছে তখন তার জন্য অবশ্যই আলাদা আলাদা জমির দলিল নম্বর দেওয়া হয়েছে। এবং সেই নম্বরগুলো অবশ্যই মৌজা নম্বরের ওখানে সংরক্ষিত রয়েছে বা সরকারিভাবে সেটি নিবন্ধিত হয়েছে। তাই জমির জন্য অবশ্যই দলিল নম্বর 1 টি গুরুত্বপূর্ণ নম্বর। এই নম্বর দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন জমির মালিকানা কে এবং কিভাবে জমিটি তার দখলে গেছে কিভাবে তিনি সেই জমিটির মালিক হলেন এ ধরনের যাবতীয় তথ্য থাকে সেই নম্বরের মধ্যে প্রবেশ করলে।

দলিল নম্বর কোথায় থাকে

যেহেতু সরকারিভাবে জমি রেজিস্ট্রি করতে হয় তখন সরকারিভাবে জমি রেজিস্ট্রি করা পূর্বে অবশ্যই একটি নিবন্ধন নম্বর বা দলিল নম্বর দিতে হয়। দলিল নম্বর দিলে সরকারের সেই ভলিউম বইগুলোকে অথবা যেখানে জমিজমা সংক্রান্ত যাবতীয় তথ্য মৌজা আকারে তারা লিখেছে অবশ্যই জমিতে মৌজার সেই মৌজার দলিল নম্বর হিসেবে সেটি উল্লেখ করা হয়েছে। তাই প্রত্যেকটি জমির যেহেতু একটি করে দলিল রয়েছে এবং সেই দলিলের নম্বর থাকা আবশ্যক। এখন আমাদের আজকে দেখে নিতে হবে সেই দলিল নম্বর কোথায় থাকে। সাধারণত

একটি জমির দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান দিকের কোনায় দলিল নম্বর থাকে। অর্থাৎ বলা হয় যে দলিল নম্বর দিয়েই দলিল রাখা শুরু করতে হয়। তবে উপরের দিকে ডানদিকের কোনায় এই নম্বরটি থাকে। আপনারা দলিল নম্বর খুঁজে বের করতে হলে অবশ্যই দেখতে হবে যে দলিলের শুরুতে অর্থাৎ দলিলের প্রথম পাতায় উপরের দিকে ডান দিকের কোনায় যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি একক দশক শতক এভাবে সংখ্যায় লেখা হয়েছে সেই নম্বরটি কি আপনি দলিল নম্বর বলে মনে করতে পারেন।

Leave a Comment