নকশা বলতে আমরা সাধারণত কোন চিত্র কে বুঝে থাকি। আমাদের এই জীবনে কত ধরনের নকশার প্রয়োজন হয় তার কোন ইয়ত্তা নেই। বাড়ি তৈরি করতে হলে নকশা যেকোনো বাগান অথবা জমির নকশা অথবা আরো অনেক কাজ করতে হলে নকশা অবশ্যই জরুরি প্রয়োজন। তাই নকশা বলতে সাধারণত ছবি বা চিত্রকে বুঝিয়ে থাকে। তবে নকশার আভিধানিক অর্থ কি সে বিষয়টি সম্পর্কে এখন আপনাদেরকে বলবো। কোন বস্তু বা ব্যবস্থা নির্মাণের জন্য এবং কোন প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য কোন নমুনা চিত্র তুলে ধরার বিষয়টি বলা হয় নকশা। অর্থাৎ নকশা বলতে সাধারণত কোন পরিকল্পনার ডিজাইন এটিও হতে পারে।
আমরা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি এইসব কাজকর্মের পরিকল্পনা বা ডিজাইন যদি আগে করে নিতে হয় তাহলে সেটিকেই বলা হয় নকশা। নকশা আমাদের জীবনে বার সভ্যতার ইতিহাসে বড় একটি ভূমিকা পালন করেছে। মানুষের জীবন যাত্রার মান কেমন ছিল পূর্বে কেমন ছিল বা পূর্বের আরো ইতিহাস জানতে হলে বিভিন্ন ধরনের নকশা দেখে আমরা সেই ইতিহাস গুলি উদ্ধার করার চেষ্টা করেছি। আমরা দেখেছি বিভিন্ন ধরনের গুপ্তধনের নকশা বিভিন্ন ধরনের নগর পরিকল্পনার নকশা। তবে আজকের চিন্তাভাবনা এ সকল কোন নকশা নয় আজকের বিষয় হল জমির নকশা।
জমির নকশা
সাধারণত নকশা বলতে বর্তমান সময়ে যে বিষয়টি মানুষের চোখের সামনে ফুটে ওঠে আর তা হলো জমির নকশা। জমির নকশাকেই এখনো নকশা বলে অভিহিত করা হয়। আর অন্যান্য নকশাগুলোকে এখন ডিজাইন ছবি চিত্র ইত্যাদি বলা হয়ে থাকে। তাই নকশা বলতে যে জিনিসটি সবার আগে মনে পড়ে আর সেই জিনিসটিই হলো জমির নকশা বা জমি কোথায় কিভাবে রয়েছে তার ডিজাইন। জমির নকশা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা।
যাদের জমি আছে তাদের অবশ্যই এই নকশার প্রয়োজন হয় বিভিন্ন সময়। এই নকশাতে দাগ নম্বর সহ কোন জমি কার পাশে অবস্থিত এইসকল বিষয়গুলি থাকে। নকশাতে আপনার জমির অবস্থান কোথায় সে সকল নানান দিকগুলো আপনি বুঝে নিতে পারবেন আপনার সাথে যদি একটি নকশা থাকে। তাই নকশা কি এ বিষয়টি যদি আপনি জেনে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই জমির চিত্র বা জমির নকশা দেখে নিতে হবে। তাহলে আপনি নকশা কি সে বিষয়টি অবশ্যই আমাদের এখান থেকে বুঝে নিতে পারবেন।
জমির নকশা কোথায় পাওয়া যায়
আপনি যদি জমির নকশা ক্রয় করতে চান বা আপনার কাছে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের যে থানা পর্যায়ের বা ইউনিয়ন পর্যায়ের অফিস গুলো আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার এলাকার অর্থাৎ আপনার মৌজার নকশা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভূমি অফিস সেটি ইউনিয়ন ভূমি অফিস বরাবর আবেদন করলে অবশ্যই আপনার নিকট নির্ধারিত মূল্যে নকশা তারা আপনাকে জোগাড় করে দিতে পারবে। যেহেতু নকশা মানুষের জন্য অর্থাৎ যাদের জমি রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বস্তু তাই নকশা পাওয়া উচিত হলেই মনে করি।
এই নকশা হয়তো সব সময় আমাদের কাজে লাগে না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ যখন জমির পরিমাপ নির্ণয় করা হয় বা জমি মাপা মাপি হয় তখন অবশ্যই নকশা প্রয়োজন পড়ে। তাই আপনারা জানতে চেয়েছেন জমির নকশা কোথায় পাওয়া যায় এই বিষয়টি। আসলে জমির নকশা যেহেতু ভূমি মন্ত্রণালয়ের অন্তর্গত এই কারণে আপনি এই নকশা চাইতে হলে বা এটি সরকারিভাবে তৈরি করা হয় এই কারণে জমির নকশা পেতে হলে অবশ্যই আপনাকে ভুমি মন্ত্রণালয়ের অফিস গুলোতেই
খোঁজ নিতে হবে। হয়তো আপনারা অনেকেই মনে করছেন জমির নকশা ফটোকপি করে নিলেই তো হয় কিন্তু এটি ঠিক হয় না। কারণ জমির পরিমাপের বিষয়ে নকশা তে সব কিছু তথ্য উল্লেখ করা রয়েছে। আপনি যদি ফটোকপি করে জমির নকশা নিয়ে থাকেন তাহলে সেই নকশাতে ছোট বড় বা কম বেশি হয়ে থাকে দাগগুলো। এজন্য পরিমাপ করার জন্য সঠিক পরিমাণ পাওয়া যায় না এখান থেকে।