যখন আপনার আশেপাশে অনেক ফর্সা বান্ধবী থাকবে অথবা আপনার গায়ের রং কালো হওয়ার কারণে যখন হীনমন্যতায় ভুগবেন তখন এটা মনে রাখতে হবে যে আপনার গায়ের রং নিয়ে কখনোই ছোট মনে করা যাবে না। কারণ সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছেন এবং যেভাবে তৈরি করেছেন তার জন্য আপনি পারফেক্ট। তবে বর্তমান সময়ে যারা গায়ের কালার দেখে একজন মানুষকে বিবেচনা করে অথবা তার সৌন্দর্যের বিষয়গুলো উপস্থাপন করে তারা আসলে সৌন্দর্য কি জিনিস তা বোঝেনা। তাই গায়ের কালো রং নিয়ে চিন্তিত না হয়ে খুব সুন্দর সুন্দর রঙের পোশাক ব্যবহার করার মাধ্যমে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন।
অনেকেই প্রশ্ন করে থাকেন কালো মেয়েদের গায়ে কোন রঙের পোশাক সবচাইতে বেশি মানাবে। আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমরা এখানে এ বিষয়গুলো আলোচনা করতে চলেছি। সাধারণত যাদের গায়ের রং শ্যাম বর্ণ অথবা কালো তারা হয়তো মনে করে থাকেন যে আপনার এই গায়ের রং এর কারনে প্রতিটা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন। ছোটবেলায় যখন আশেপাশের কোন মানুষ এ বিষয়ে কথা বলে অথবা এ বিষয়ে কেউ যদি টিটকিরি করতে থাকে তাহলে আপনাদের ভেতরে এক ধরনের মানসিকতা তৈরি হয়ে যায় যে আপনার গায়ের রঙের জন্য আপনি পিছিয়ে গেছেন।
তবে আপনি যদি আপনার কর্ম অথবা মেধার মাধ্যমে এগিয়ে যেতে চান তাহলে গায়ের রং কোন বিষয় নয়। অন্য মানুষের গায়ের রং ফর্সা অথবা বিদেশীরা ফর্সা হওয়ার কারণে তাদের জীবন ব্যবস্থা উন্নত এবং তারা অনেক উন্নতি লাভ করছে এমনটা না ভেবে নিজেরা নিজেদের অবস্থান থেকে সফলতা আনতে পারেন। তাই গায়ের রং কালো বলে যদি আপনার গায়ে কোন পোশাক না মানায় তাহলে হয়তো মনের মধ্যে আফসোস জাগতে পারে যে গায়ের রং যদি একটু উজ্জ্বল হতো তাহলে যে কোন পোশাকে মানাত।
আবার খুব পছন্দের একটা ড্রেস যখন আপনার সামনে চলে আসবে এবং সেটার ড্রেসের রং যদি আপনার গায়ের সঙ্গে মানানসই না হয় তাহলে হয়তো মনের ভেতরে আক্ষেপ জানাতে পারে যে যদি ফর্সা হতেন তাহলে খুব ভালো হতো। তবে এটা বলব যে সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন তার জন্য আপনাকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আপনি কালো বলে যে মন খারাপ করবেন এটা খুবই বোকামি হবে। তবে আপনার গায়ের রং কালো বলে কেউ যদি পছন্দ না করে অথবা বিয়ের সময় যদি আপনার গায়ের রং তুলে খোটা দেয় তাহলে সেরকম জায়গাতে বিয়ে না করাই উচিত ।
এই পৃথিবীতে বাহ্যিক সৌন্দর্যের দাম থাকলেও তা খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে। খুব ভালো একটা জায়গা থেকে আপনার সম্বন্ধে এসেছে এবং সেই ক্ষেত্রে যদি কালো হওয়ার কারণে আপনার মন না দেখেই সরাসরি বাহ্যিক দিক থেকে বারণ করে দিল তাহলে ভাববেন যে তারা আসলে ভালো মানসিকতার ভিতরে পড়ে না। কারণ আপনি আপনার মনের দিক থেকে সংসারে কতটা স্বাবলম্বী হতে পারবেন অথবা বাস্তবিক জীবনে আপনি কতটা ভালো মেয়ে তা আপনার কর্মের মধ্যে দিয়ে ফুটে উঠবে।
তাই বর্তমান সময়ে আপনারা এ সকল বিষয়ে মন খারাপ না করে যদি সঠিকভাবে বিভিন্ন রঙের ড্রেস নির্বাচন করতে চান তাহলে নিচের উল্লেখিত রং গুলো অনুযায়ী ড্রেস সংগ্রহ করুন। বিশেষ করে যাদের গায়ের রং কালো তারা গারো গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি হলুদ অথবা মেরুন কালার ব্যবহার করেন তাতেও আপনাদের অনেক সুন্দর মানাবে। কেউ যদি মেজেন্ডা কালার ব্যবহার করতে চাই তাহলে আশা করে যে আপনাদের এই কালারটিতে অনেক সুন্দর ভালো দেখাবে।
তাই কালো মানুষ হয়ে থাকলে মন খারাপ না করে বাজারে পাওয়া যায় এমন কিছু রংয়ের ড্রেস সংগ্রহ করে যদি ব্যবহার করতে পারেন এবং আয়নার সামনে দাঁড়াতে পারেন তাহলে দেখবেন যে সেই রং আপনার গায়ে কতটা সুন্দর ফুটে উঠেছে। যারা কালো মানুষ তারা মনের দিক থেকে সুন্দর হয়ে থাকেন এবং যারা ফর্সা মানুষ তার অধিকাংশ ক্ষেত্রে মনের দিক থেকে তাদের গায়ের রঙের জন্য অহংকারী হয়ে থাকেন। তাই সেই দৃষ্টিকোণ থেকে একটা মানুষের মন সুন্দর হলে তাকে প্রকৃত সুন্দর বলা যায়।