ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো

অধিকাংশ ছেলেরাই মুখে সাবান ব্যবহার করে। এজন্য অনেকে জানতে চাই যে ছেলেদের মুখের জন্য কোন সাবান ভালো হবে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সাবান ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা সব কিছু সম্পর্কে। ছেলেদের স্কিনের জন্য অর্থাৎ ছেলেদের মুখের জন্য ডাব সাবান ব্যবহার করা ভালো। কারণ ডাব সাবানের ক্ষারের পরিমাণ কম থাকে। এছাড়া টারমারিক সাবান এবং নিম শোফ গুলো মুখের জন্য ভালো।

সাবান ব্যবহারে ত্বকের কোন উপকার না হলেও এটি ত্বকের কোন ক্ষতি করে না। ত্বক জীবন মুক্ত রাখতে সাবান ব্যবহার করা হয়। কিন্তু মুখের চামড়া শরীরের থেকে পাতলা হয় এজন্য মুখে সাবান ব্যবহার করার চেযে ফেস ওয়াশ ব্যবহার করাই উত্তম।গ্রামের মানুষ বিশেষ করে সাবান ব্যবহারে বেশি অভ্যস্ত। তারা ফেসওয়াশ এবং বডি ওয়াশ ব্যবহার করেনা সবাই সারা শরীরে সাবান লাগায়।

সব সাবান সব শরীর ও ত্বকের জন্য উপকারী নয়, আবার সব সাবান সব ত্বকের জন্য ক্ষতিকরও নয়। মূলত সাবানের উপকারিতা এবং অপকারিতা এটা সম্পূর্ণ নির্ভর করবে, সাবান ব্যবহারকারীর সাবান নির্বাচনের ক্ষেত্রে। কেননা কোন সাবান আপনার ত্বককে সুরক্ষা প্রদান করছে এটা শুধুমাত্র আপনি ব্যবহার করার মাধ্যমে বুঝতে পারবেন।তবে সপ্তাহে কয়বার সাবান ব্যবহার করা উচিত।সাবান ত্বককে সমৃদ্ধ করে অর্থাৎ ত্বকের রসায়ন ক্রিয়াকে সমৃদ্ধ করে ভেতর থেকে করে তোলে নরম ও স্মুথ।

সাবান ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুকে ধ্বংস করে যা আমাদের সুস্থ জীবন কামনায় সহায়ক এছাড়াও সাবান শরীরের দুর্গন্ধ দূর করে।আর তাই সাবান আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা প্রসাধনী। তবে প্রতিদিন গোসলের সাবান ব্যবহার না করা উত্তম। এখন কথা হচ্ছে আপনি তাহলে সপ্তাহে কয়দিন সাবান ব্যবহার করবেন? তাদেরকে বলব যারা একটু ঘর কুনো স্বভাবের। সুতরাং যারা বাড়িতে বেশি থাকেন বাইরে বের হন না তারা সপ্তাহে মাত্র ২ দিন সাবান ব্যবহার করবেন।

সাবান মুখকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে ছেলেদের ত্বক অনেক দূষিত হয়। কারণ ছেলেরা সারাদিন পরিশ্রম করে।
আর যারা বাইরে কাজ করেন অতিরিক্ত পরিশ্রম করেন তাদের মূলত সপ্তাহে তিন দিন সাবান দিয়ে গোসল করা জরুরী। আর এর বেশি ব্যবহার না করাটাই ভালো। আর হ্যাঁ সাবান ব্যবহার করার পরবর্তীতে অবশ্যই বডি লোশন প্রয়োগ করা প্রয়োজন। যদি আপনি আপনার শরীরের ত্বক ভালো রাখতে চান।

সাবান ব্যবহার করায় ত্বকের কিছু ক্ষতি হতে পারে কারণ সবানে উচ্চমাত্রার ঘাড় রয়েছে। সাবানে মুখের অতিরিক্ত ওয়েল বের হয়ে যায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া।ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধ হওয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াগুলোও ধ্বংস হয়ে যাওয়া
শরীরের যে ন্যাচারাল অয়েল থাকে তা নষ্ট হয়ে যাওয়া ত্বক বুরিয়ে যাওয়া সহ প্রভৃতি।

যেহেতু প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুইটা দিক রয়েছে তাই অবশ্যই আপনি যদি সাবান ব্যবহার করতে চান তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসুন জেনে নেই কোন সাবান মুখের জন্য ভালো এবং ব্রণের জন্য কোন সাবান অধীক বেশি কার্যকরী। কিছু কিছু সাবান রয়েছে যেগুলো বিশেষভাবে ফেসওয়াশ করার জন্য তৈরি হয়েছে। এমনগুলো মুখে ব্যবহার করা যায়। কেমন মুখ ওয়াশ করার জন্য ডাভ সাবান ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন মিল্ক সমৃদ্ধ সাবান গুলো ফেসওয়াশ এর জন্য কার্যকরী।

তবে হ্যাঁ যেকোনো সাবান ব্যবহার করার জন্য সঠিক নিয়ম ও বিধি নিষেধ মেনে চলাটা খুবই জরুরী। অতএব আপনি আপনার ব্রণের সমস্যা দূর করতে চাইলে সেই সাবানটি বাছাই করুন যেটা আপনার ত্বকের জন্য কার্যকরী। তবে ব্রনের সমস্যাটা যদি অধিক হয়ে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অধিক বেশি জরুরী। ছেলেদের মুখের জন্য বাজারে কিছু সাবান পাওয়া যায় সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির নামিদামি সাবান রয়েছে যেগুলো ত্বকের কোন ক্ষতি করে না এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। সাবান ব্যবহার করলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই সাবান আপনার ফেস এর কোন ক্ষতি করবে না।

Leave a Comment