পানির পাম্প কোনটা ভালো

পানির উৎস প্রাকৃতিকভাবে অনেক রয়েছে। প্রাকৃতিকভাবে পানির উৎসগুলো বলতে পারি যে নদ-নদী সমুদ্র খাল বিল ঝরনা ইত্যাদি। মানুষ একটা সময় অবশ্যই এ সকল খাল বিল নদী নালা ঝরনা ইত্যাদি থেকে পানি নিত এবং পানি পান করত। মানুষের বসবাস ছিল পশু পাখির মত তাই পশু পাখির মত তারাও নদ নদীর খাল বিল থেকে পানি নিত এবং পানির চাহিদা পূরণ করতো। পরবর্তীকালে মানুষ যখন আস্তে আস্তে সভ্য জগতে পদার্পণ করে সভ্য হতে থাকে তখন অবশ্যই পানির এই কষ্ট দূর করার জন্য তারা নিজ নিজ এলাকায় পুকুরপা ড় দিকে খনন করার বিষয়টি মাথায় এল। তবে দিঘী বা পুকুর খনন করা অবশ্যই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ছিল না।

সাধারণ মানুষ সাধারণত নদী-নালা থেকে পানি নিত কিন্তু পরবর্তীতে বেশ সরি ব্যক্তি অথবা জমিদার রাজারা জনগণের এই দুঃখ কষ্ট দুর্দশা লাখন করার জন্য বিভিন্ন গ্রামে বড় বড় পুকুর বা দিঘী খনন করে দিতে লাগলো। আরো পরবর্তীতে এসে প্রায় প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কুয়া খনন হতে থাকলো এবং যারা একটু সামর্থ্যবান মানুষ তারা অবশ্যই পাতকুয়া থেকে পানি সংগ্রহ করতে শিখলে পাথর তৈরি করা শিখলো। কিন্তু একেবারে আধুনিক যুগে এসে টিউবওয়েল টিউবয়েলের পর এখন যন্ত্র চালিত পানির পাম গুলো বেশি ব্যবহার করা হয়। পানি তোলার কাজে যে পাম্প ব্যবহার করা হয় সেটাই পানির পাম্প নামে পরিচিত। এ বিষয় নিয়ে আজকে দেখব আমরা।

পানির পাম্প কোনটা ভালো

আপনারা দেখেছেন প্রতিযোগিতার যুগে প্রত্যেকটি পণ্য ক্রয় বিক্রয় করার জন্য একক ভাবে কেউ নেই। তাই বর্তমানে বিভিন্ন কোম্পানি পানি উত্তোলনের বিভিন্ন ধরনের বিভিন্ন শক্তির পাম্প বের করেছেন। প্রথম দিকে দেখেছি আমরা যে ফসলের মাঠে পানি তোলার জন্য এবং সেই পানি ফসলে দেওয়ার জন্য অনেক শক্তিশালী বিভিন্ন পাম্প মেশিন বা গভীর এবং অগভীর নলকূপ ব্যবহৃত হয়েছে। এবং সেগুলো অনেক বড় বড় এবং চালু করা এবং বন্ধ করার ক্ষেত্রেও এটি অনেক ঝামেলা পূর্ণ। কিন্তু বর্তমানে অ্যাক্সিসে আপনি পানি পাবেন এরকম অনেক পাম্প রয়েছে যেগুলো সব মাসে পাম্প এবং অন্যান্য সাধারণ পাম্প রয়েছে।

দামের দিক থেকে হয়তো আগের চাইতে অনেক কম পড়বে তবে ভালো মানের পণ্য নিতে হলে আপনাকে অবশ্যই একটু দাম দিয়ে কিনতে হবে। আর আপনি স্বাভাবিক মানুষ যে কোন পাম নিতে চান তাহলে মোটামুটি ১৫ হাজার টাকা দিলে আপনি আপনার বাসার জন্য পৌনে এক হর্স শক্তির বিভিন্ন ধরনের প্রাণ রয়েছে। এছাড়াও এক ঘোড়াশক্তি বা দের থেকে দুই ঘরা শক্তি সম্পন্ন পামগুলো বাসা বাড়ির পানি উত্তোলনের ব্যবহৃত হয়। তবে শীতল ভবন গুলোতে আপনি এত সামান্য শক্তি সম্পন্ন পামগুলো না নিয়ে অবশ্যই আরো বেশি শক্তি সম্পন্ন পাম্প আপনাকে ব্যবহার করতে হবে।

বর্তমানে শহরগুলোতে সরকার থেকে পানি সাপ্লাই করে থাকেন কিন্তু গ্রামাঞ্চলে এখনো পানীয় জলের জন্য নিজেদের বসানো অঘোষের নলকূপের উপর নির্ভর করে থাকেন। তথ্য প্রযুক্তির উন্নতির কারণে অনেকেই এই পাম্প বসিয়ে তারা তাদের পানির অভাব পূরণ করছে। তাই আজকে আমরা দেখব যে সবচাইতে ভালো মানসম্পন্ন পানির পাম্প কোনটি। বাংলাদেশে অনেকগুলো পাম্প রয়েছে একই মানের এবং সেগুলো অবশ্যই ভালো মানের পাম্প বললেই বলা চলে। যেমন ধরুন আরএফএল পানির পাম্প পেট্রোলো পানির পাম ্প গাজী পানির পাম্প।

এছাড়া বাংলাদেশের মোটামুটি ভালো মানের একটি পানির পাম্প হল সেন্ট্রিফিউগাল পাম্প। এই পানের পাম্পটি যদি আপনি ক্রয় করে আপনার বাসা বাড়িতে লাগার অথবা আরো বেশি শক্তি সম্পন্ন নিয়ে আপনি যদি আপনার ফসলের ক্ষেতে স্থাপন করেন তাহলে অবশ্যই সেটি থেকে আপনি ভালো সার্ভিস পাবেন বলে আশা করি। আর এ ধরনের যে কোন তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করি।

Leave a Comment