আক্কেল দাঁত ব্যথার ঔষধ

আমাদের গ্রাম্য রীতিতে প্রচলিত আছে যে প্রত্যেকটি ব্যক্তির জীবনে কোন না কোন একটি সময়ে আক্কেল মাড়ির দাঁত উঠবে এবং সেই দাত মূলত দেখা যায় না তবে ব্যথা অনুভব করা যায়। আক্কেল দাঁত ব্যথার কারণ সম্পর্কে এমন কোন তথ্য জানা যায়নি। যেটা থেকে বলা যায় যে আক্কেল দাঁতে ব্যথা

কেন করে তবে আমরা আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু বিশিষ্ট ডাক্তারগণের মন্তব্য নিয়ে একটি প্রবন্ধ সাজিয়েছি যে প্রবন্ধটি যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন যে আক্কেল দাঁতে ব্যথা হবার কারণ এবং এই তাতে যদি ব্যথা হয় তাহলে সেটা নির্মূলের জন্য কি করা যায় সম্পর্কে আপনারা অতি সহজে জেনে নিতে পারবেন।

নিয়মিত পাঠকগণ অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আক্কেল মাড়ির দাঁত কেন ওঠে এ বিষয়ে জানতে চেয়েছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আক্কেল মাড়ির দাঁত কেন ওঠে এ বিষয়ে জানতে হলে আপনাদেরকে নিয়মিত আমাদের প্রবন্ধে আসতে হবে।এখানে যে সকল তথ্যগুলো উল্লেখ করা হবে সে সকল তথ্যগুলো নিয়মিত পড়তে

হবে তাহলে আপনারা আপনাদের প্রশ্নের সঠিক জবাবগুলো সময় মত জেনে নিতে পারবেন। আজকে আপনাদের প্রশ্নের জবাবে এই প্রবন্ধটি সাজানো হচ্ছে আক্কেল মাড়ির দাঁত কেন ওঠে এবং এই দাঁতের ব্যথার সঠিক ঔষধ আপনাদের জন্যই আমরা জানানোর চেষ্টা করছি। আপনার আমাদের সাথে থাকুন তাহলে এই দাঁত ব্যথার সঠিক ঔষধ আপনারা জেনে নিতে পারবেন।

আক্কেল দাঁত ব্যথার কারণ

অনেক সময় দেখা যায় যে অল্প বয়সী শিশুদের আক্কেল মাড়ির দাঁত ওঠে আক্কেল দাঁতগুলো তাদের অনেক বেশি ব্যথা হয় তখন ঠিক সকল কর্মকান্ড এই ধারা বাধাগ্রস্ত হয়। আক্কেল দাঁত ব্যথা হলে তারা অনেক কষ্ট পায় ছোট বাচ্চাদের আক্কেল দাঁত ব্যথা শুরু হলে অনেক বেশি কষ্ট হয়। এলোভেরা ব্যবহার করলে আক্কেল দাঁত ব্যথা থেকে উপশম পাওয়া সম্ভব। আক্কেল দাঁতে অসহ্য যন্ত্রণা সৃষ্টি হলে আপনি সহজে এখান থেকে নিস্তার পাবেন না।

আপনাকে অনেক বেশি সময় অতিক্রম করতে হবে আস্তে আস্তে বৃদ্ধি পাইয়া আস্তে আস্তে কমে যায়। আক্কেল দাঁতে ব্যথা যেমন কষ্টদায়ক ঠিক তেমনি এর চিকিৎসাও তেমনি কষ্টদায়ক আক্কেল দাঁত যত অল্প বয়সে সম্ভব তুলে ফেরার পরামর্শ দেন ডেন্টিস্টার থেকে তুলে ফেলার কথা বলেন। কেননা বড় হয়ে গেলে এ তাত্তি অনেক বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এজন্য অল্প বয়সে তাতে তুলে ফেলা উচিত।

আক্কেল দাঁতের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়

সম্মানিত পাঠকমণ্ডলী আমরা আক্কেল দাঁতের ব্যাথা থেকে পরিচয় পাওয়ার সহজ কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যদি মনোযোগ সহকারে প্রবন্ধটি পড়েন তাহলে আক্কেল দাঁত থেকে উপায় গুলো আপনাদের অনেক কাজে আসবে।

নুন জল দিয়ে কুলি করা

যখন আপনার দাঁতে ব্যথা শুরু হয় তখন আপনি নুন জল দিয়ে কুলি করতে পারেন এটা অনেক উপকারী। একটি কাজ হালকা গরম জলে সোডিয়াম ক্লোরাইড যোগ করে কুলি করে ফেলুন এতে করে আপনার দাঁতে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে মারীকে সুস্থ রাখা হয়। কখনো কখনো অন্য দাগগুলোতেও ব্যথা শুরু হয় অথবা সিস্ট হয় নুন জল

ধুয়ে ফেললে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এই পরামর্শ অনেক চিকিৎসা কি প্রদান করেন। আর তাই আমরাও এই পরামর্শ আপনাদেরকে প্রদান করছি। একটি গ্লাসে হালকা গরম পানিতে এক চা চামচ নুন মিশিয়ে নিন ভালো মতো মিশিয়ে সেই নুন জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিন গড়গড়া করুন এবং ভালোমতো মুখমন্ডলের মধ্যে পানিটা নাড়াচাড়া করুন এতে করে যে কোন ইনফেকশন সেরে যাবে।

এলোভেরা

এলোভেরা ব্যবহারে আক্কেল দাঁত ও আশেপাশের দাঁত থেকে সহজে ব্যথা উপশম পাওয়া যায়। তাতে যদি ফোলা ভাব দেখা যায় তাহলে আপনি সেখানে এলোভেরা ব্যবহার করতে পারেন। দাঁতের গোড়ায় এলোভেরা জেল লাগাতে পারেন। আপনি যে জায়গায় এলোভেরা জেল লাগাচ্ছেন সেই জায়গাটি শীতল এবং হালকা রেখে সেখান থেকে ব্যথা উপশম করতে সহায়তা করে অ্যালোভেরা জেল।

Leave a Comment