১০০ টাকার স্ট্যাম্প ছবি ডাউনলোড

১০০ টাকার স্ট্যাম্প ছবি ব্যাংকে আমরা অনেকেই দেখে থাকি। কিন্তু আমাদের কাছে ট্রাম্প ছবি থাকে না তাই আমরা অনেকেই স্ট্যাম্প ছবি দেখিনি বা স্ট্যাম্প ছবি কি এটা সম্পর্কে জানি না। যেহেতু আমরা সকলেই ফোন ব্যবহার করি তাই গুগল ব্যবহার করে আমরা যেকোনো ছবি দেখে নিতে পারি এবং প্রয়োজনে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। আজকে আমাদের এই উপস্থাপনায় আমরা টাকার স্ট্যাম্প ছবি এর পিকচার আপনাদের সামনে তুলে ধরব এবং স্টাম্প ছবি কি এবং কি কাজে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আপনাদের জানাবো। তাহলে চলুন স্টাম্প ছবি অর্থাৎ টাকার স্ট্যাম্প ছবি সম্পর্কিত আলোচনা শুরু করা যাক।

মূলত বিভিন্ন প্রকার দলিল, চুক্তিপত্র, সেল ডিড, হলফনামা, প্রমিসরি নোট, বিনিময় বিল, আমদানি রপ্তানি সংশ্লিষ্ট দলিলসহ নানা ধরনের দলিলের আইনগত স্বীকৃতির জন্য স্ট্যাম্প ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরনের স্ট্যাম্প পাওয়ার যায় যেমন- ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ ইত্যাদি। ভবিষ্যতে আইনগতভাবে স্বীকৃতির জন্য আবশ্যক এ রকম সব ধরনের দলিলেই স্ট্যাম্প যুক্ত করতে হয়। তবে কোন দলিলের জন্য আপনি কত টাকার স্ট্যাম্প কিনবেন তাও স্ট্যাম্প আইন ১৮৯৯-এর তফসিল দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেই দলিলের জন্য যত টাকার স্ট্যাম্প যুক্ত করার কথা বলা হয়েছে ঠিক সেই স্ট্যাম্পই আপনাকে যুক্ত করতে হবে।

জরুরি কাগজ ও দলিলকে আইনগতভাবে বৈধ করার জন্য স্ট্যাম্প করা হয়। তাই নিজেদের মতো করে স্ট্যাম্প লেখা যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী স্ট্যাম্প লিখলেই কেবল এটি বৈধতা পাবে। চলুন জেনে নেই স্ট্যাম্প লেখার নিয়ম –
প্রথমেই দলিলের একদম শুরুতেই কালারফুল জায়গাটাতে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা থাকবে। ঠিক মাঝ বরাবর। একদম পুরো পৃষ্ঠাজুড়ে যে মার্জিন থাকে সেই উপরের ভার্টিক্যাল মার্জিন বরাবর মাঝে লেখাটি থাকবে।

তার নিচে হাতের বামে করে যে বিষয়ের দলিলের জন্য যত টাকা স্ট্যাম্প লাগবে সে টাকার পরিমাণ লেখা থাকবে। মাঝে কয়েনের প্রথম পিঠের ধানের শীষ, শাপলা ফুল সম্বলিত লোগো আঁকা থাকবে। ডানেও ঠিক একইভাবে একই টাকার পরিমাণ লেখা থাকবে।

কালারফুল চার কোণা বক্সের নিচে লোগো সংবলিত মুদ্রার নিচ বরাবর স্ট্যাম্পের টাকার সমমানের লিখতে হবে। পুরো কাজটাই থাকবে দলিলের প্রথম পৃষ্ঠার শুরুতেই মার্জিনের সর্ব প্রথমে। এরপরে দলিলের যাবতীয় সব কিছু লিখতে হবে। টাকার পরিমান পরিবর্তন ব্যতীত সকল স্ট্যাম্প লেখার নিয়ম এক রকম।

আমাদের দৈনন্দিন জীবনের জরুরি অনেক কাজেই দলিল করতে হয়। এ জন্য দলিলের গুরুত্ব এবং তাৎপর্য অনুযায়ী নির্ধারিত হয় দলিল সম্পর্কিত সব কিছু। সেই সঙ্গে দলিলের বিষয়ের ওপর নির্ভর করেও স্ট্যাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। স্ট্যাম্প আইন ১৮৯৯ এর তফসিলটি সর্বশেষ ২০১২-২০১৩ অর্থবছর পর্যন্ত সংশোধন করা হয়েছে এবং বর্তমানে কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে সেটি এই সংশোধনের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়ে থাকে।

১০০ টাকার স্ট্যাম্প ছবি এর পিকচার গুলো এবার আপনারা দেখে নিন। এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং একে অন্যকে ফরওয়ার্ড করতে পারেন। ২০২৩ সালের নতুন স্ট্যাম্প ছবি পেতে আমাদের এই আর্টিকেলটি ফলো করতে পারবেন। শুধু ১০০ টাকার নয় যে কোন টাকার স্ট্যাম্প ছবি দেখতে চাইলে আপনারা সেই সকল পিকচার পেয়ে যাবেন আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে।

আশা করি টাকা স্ট্যাম্প ছবিগুলো আপনারা দেখতে পেয়েছেন এবং যারা কোনদিন বাস্তবে টাকার স্ট্যাম্প ছবি দেখেনি তারাও মোবাইলের মাধ্যমে একদম সত্যিকারের স্ট্যাম্প ছবিগুলো দেখতে কেমন হয় সেটা দেখে নিতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক রীতিনীতি এবং বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানতে পারেন এবং ১০০ টাকার প্রাইজবন্ড সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আমাদের অন্য আর্টিকেলটি ফলো করতে পারেন।

১০০ টাকার স্ট্যাম্প ছবি কোন কোন কাজে ব্যবহৃত হয় আমরা সব যাবতীয় তথ্য আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি আমাদের এই উপস্থাপনার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন।

Leave a Comment