বন্ধুর মন ভালো করার মেসেজ

প্রতিটি বিষয়ে ভালো মন্দ দুটোই দিক রয়েছে। আর মনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমাদের মন কখনো ভালো থাকে আবার কখনো খারাপ থাকে। তবে আমাদের মন যখন খারাপ থাকে তখন পৃথিবীর কোন কিছুই আমাদের ভালো লাগেনা এই পৃথিবী টা পুরো অর্থহীন মনে হয়। তবে পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যে কিনা আমাদের মন ভালো করার জন্য অনেক চেষ্টা করে আর সেই ব্যক্তিটি হল আমাদের কাছের বন্ধু। বন্ধু এমন একজন ব্যক্তি যে খারাপ সময় বন্ধুর পাশে থাকবেই।

একজন মানুষের মন খারাপ থাকার জন্য অনেক গুলো কারণ থাকতে পারে। তবে যে কারণে একজন মানুষের মন খারাপ থাকুক না কেন সেটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই অনেকে তার বন্ধুর মন খারাপ দেখলে মন ভাল করতে চান তবে যারা বন্ধুর থেকে অনেক দূরে থাকে তবে বুঝতে পারে বন্ধুর মন খারাপ তখন মেসেজ এর মাধ্যমে বন্ধুর মন ভালো করার চেষ্টা করে। তাই অনেকেই অনলাইনে সার্চ করে জেনে নিতে চাই বন্ধুর মন ভালো করার মেসেজ সম্পর্কে। তাই আমরা আজকের আলোচনার মাধ্যমে বন্ধুর মন ভালো করার কিছু মেসেজ সম্পর্কে জানিয়ে দেব।

মন খারাপ থাকলে সাধারণত কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা। তাই জোর করে কারো সাথে কথা বলার চেষ্টাও করবেন না। জোর করে কারো সাথে কথা বলতে গেলে হয়তো মনের অজান্তেই তার সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন। তাই মন খারাপ থাকলে কারো সাথে কথা বলার চেষ্টা না করাই উত্তম। আপনার মন খারাপ দেখে পাশের যে কোনো বন্ধু হয়তো অনেক কায়দা করবে আপনার মন ভালো করার জন্য। সে যদি তার চেষ্টায় সফল হয় তাহলে তো খুবই ভালো অন্যথায় আপনার ভেতরে আরো বিরক্তি ধরিয়ে দেবে সে।

বন্ধুর মন ভালো করার মেসেজ

তবে আপনি পাশে থেকে যদি আপনার বন্ধুর মন ভাল করতে না পারেন তাহলে একটি উপায় রয়েছে বন্ধুর মন ভালো করার সেটা হলো মেসেজ। আপনি মেসেজের মাধ্যমে আপনার বন্ধুর মন ভালো করতে পারেন। এছাড়া আপনি যদি আপনার বন্ধুর থেকে অনেক দূরে থাকেন এবং তার কাছাকাছি যাওয়া সম্ভব না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন। এরপর মেসেজের মাধ্যমে তার মন ভালো করার চেষ্টা করবেন। তাই চলুন জানা যাক বন্ধুর মন ভালো করার মেসেজ কি হতে পারে।

একজন মানুষের মন যদি খারাপ থাকে তাহলে সে মন ভালো করার বিষয়টি অনেক কঠিন একটি কাজ অনেকে অনেক চেষ্টা করার পরেও অনেক মানুষের মন ভালো করতে পারে না তবে আপনি যদি মেসেজের মাধ্যমে আপনার বন্ধুর মন ভালো করতে চান তাহলে প্রথমে আপনাকে দুই একটি হাসির ঘটনা তার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এরপর তার প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। যদি দেখেন এতে সে মজা পেয়েছে তবে স্বাভাবিক ভাবে মেসেজের মাধ্যমে কথা বলা শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন সে আপনার কথায় বিরক্ত হচ্ছে তবে কিছুক্ষণ কথা বন্ধ রাখবেন। পুনরায় আবার ট্রাই করুন।

একজন বন্ধুই জানতে পারে একজন বন্ধুর মন খারাপ থাকার কারণ আবার একজন বন্ধুই পারে সেই মন ভালো করার জন্য। তবে প্রকৃত বন্ধু সেই যে আপনার খারাপ সময় সব সময় ছায়ার মত পাশে থাকবে। ভালো বন্ধু সেই যে আপনার খারাপ সময় গুলোকে সবসময় আপনাকে সাপোর্ট দিবে। কোন সময় কোন বিষয় নিয়ে আপনাকে মন খারাপ করতে দিবে না আর মন খারাপ হলেও প্রতিনিয়ত মন ভালো করার চেষ্টা করবে। তবে এ ধরনের বন্ধু যদি আপনার কাছ থেকে দূরে থাকে তবুও মেসেজের মাধ্যমে আপনাকে কনভেন্স করার চেষ্টা করবে আপনার মন যেন দ্রুত ভাল হয়।

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?

বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!

 

বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।

রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।

প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।

একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।

ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,
ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় ,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।

বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের অনেক বিষয় নিয়ে মন খারাপ থাকে। আমরা দীর্ঘ সময় ধরে বেশ আপসেট থাকি। তাই আমাদের যখন খারাপ সময় কাটে তখন একটি ব্যক্তি সবসময় আমাদের পাশে থাকে আমাদের বন্ধু। তবে যারা নিজেদের কর্মব্যস্ততার কারণে বন্ধুদের পাশে থাকতে পারে না এই খারাপ সময় গুলোতে পাশে থাকার জন্য তারা প্রতিনিয়ত বন্ধুদেরকে মেসেজ করে কিভাবে বন্ধুর মন ভালো করবে। কারণ বন্ধু খারাপ থাকলে তারাও খারাপ থাকে। তাই আমরা আজকের আলোচনাতে বন্ধুর মন ভালো করার জন্য বেশ কিছু মেসেজ জানিয়ে দিলাম।

Leave a Comment