একজন মানুষ ভালো কি মন্দ সারাংশ

একজন মানুষ ভালো অথবা মন্দ দুই হতে পারে। এখন ভালো মন্দ মানুষ আপনি কিভাবে চিনবেন সেই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরী। কারণ হলো আমরা সমাজে অনেক মানুষের সঙ্গে বসবাস করে থাকি। সে সকল মানুষগুলো আমাদের সাথে সমাজে থাকে এবং বিভিন্ন কারণে তাদেরকে আমাদের প্রয়োজন হয়। এখন একজন মানুষ ভালো কি মন্দ সে ব্যাপারে আপনি অতি তাড়াতাড়ি হয়তো মতামত দিতে পারবেন না। কারণ দূর থেকে আপনি যে মানুষকে ভাল মনে

করছেন সেই মানুষটিকে হয়তো কাছে গিয়ে পর্যবেক্ষণ করার পর খারাপ বলে অভিহিত করতে পারেন। তাই দূর থেকে অনেক বস্তু যেমন অনেক সুন্দর দেখায় সেই বস্তুকে যখন আপনি কাছে গিয়ে নেড়েচেড়ে দেখবেন তখন অবশ্য সেটির আরত সৌন্দর্য ধরা নাও দিতে পারে। তেমনি একজন মানুষের ক্ষেত্রেও তাই, হয়তো একটি মানুষকে দূর থেকে দেখে আপনার অনেক সুন্দর লাগলো কিন্তু সেই মানুষটির সঙ্গে আপনি কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে এবং তার গুণ কীর্তন শুনে বুঝে নিতে পারলেন সে মানুষটি কতটা সুন্দর অথবা কতটা সুন্দর।

তাই দূর থেকে একটি মানুষকে দেখে কখনো ভালো-মন্দ সেইটি বিচার করা সম্ভব নয়। আবার মানুষের উপরের বর্ণ বা চেহারা বা সৌন্দর্য দেখে আপনি ভালো-মন্দ বিচার করতে পারেন না। একজন মানুষ ভালো অথবা মন্দ যদি বিচার করতে হয় তাহলে অবশ্যই তার বিভিন্ন ধরনের কাজের বা তার আচার ব্যবহার অথবা তার গুণাবলী বিচার-বিশ্লেষণ করেই আপনি সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারেন। এই কারণে একটি মানুষকে দূর থেকে দেখামাত্রই আপনি বলে দিতে পারেন না যে মানুষটি ভালো অথবা মন্দ।

ভালো-মন্দ বিচার করার জন্য আপনাকে অবশ্যই সেই মানুষটির গুণ বিচার বিশ্লেষণ করতে হবে। তবে সব সময় খেয়াল রাখতে হবে একজন মানুষ 10 গুণ ২ বিষয়েই থাকবে তবে দোষের চাইতে যদি গুণ বেশি ভালো হয় বা গুণ বেশি হয় তাহলে আপনি তাকে ভালো মানুষ বলে অভিহিত করতে পারবেন। তারপরেও কিছু কিছু বিষয় দেখা যায় যে ভালো এবং মন্দ সাদা চোখে দেখা নাও যেতে পারে। সাদা চোখে আমরা যে জিনিসগুলি দেখে থাকি কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে বিচার-বিশ্লেষণ করে দেখতে পারেন যে সেই বিষয়টি খারাপ অথবা ভালো যে কোনটি হতে পারে।

কারণ আপনি দেখছেন লোকটি খারাপ কাজ করছে বা খারাপ কাজগুলোকে সমর্থন করছে এখন আসলে তার সঙ্গে বসে কথা কে জিজ্ঞাসা করে জানতে পারবেন হয়তো এই খারাপ কাজ করা বা খারাপ কাজকে সমর্থন দেওয়া মত তার কাছে অবশ্যই যথেষ্ট কারণ রয়েছে। ওই কারণগুলি সম্পর্কে অবগত হয়ে আপনিও বুঝে নিতে পারবেন যে বিষয়টি খারাপ ছিল, না ভালো ছিল। তাই অল্প সময়ের মধ্যে অল্প কিছু গুণ বা দোষ বিচার করে একজন মানুষকে কখনোই খারাপ বা ভালো বলে দেওয়া সম্ভব নয়।

একজন মানুষকে খারাপ বা ভালো বিচার করার জন্য আমাদেরকে সুদূরপ্রসারী কিছু বিষয়গুলির ওপর নজর দিতে হবে। সে বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জানার পর আপনি অবশ্যই মানুষকে খারাপ অথবা ভালো অথবা মন্দ বলে দিতে পারবেন। তবে আরেকটি বিষয় হলো যে একজন মানুষ সব সময় সবার কাছে ভালো থাকতে পারে না। অর্থাৎ সবার কাছে যে মানুষ ভালো হতে চায় বা ভালো হয় সে মানুষটির আসলে কিসের বা ভেতরের খবর নিয়ে দেখেন অবশ্যই কোন না কোন খারাপ গুণাবলী বা খারাপ বিষয় তার মধ্যেও রয়েছে।

তাই বেশিরভাগ মানুষের কাছে যে মানুষটি ভালো আসলে সেই মানুষকেই আমরা ভালো বলে চালিয়ে দিতে পারি বা ভালো বলতে পারি। অতএব এ ধরনের যে কোন বিষয় বা তথ্য জানার জন্য আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে যে ধরনের তথ্য উপাত্ত ছবি বা অন্যান্য কোন বিষয় কাজে আসে তাহলে অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইট থেকে সেগুলি নিতে পারবেন।

Leave a Comment