সারা গায়ে চুলকানি ঔষধ

আমাদের বাংলাদেশের অনেকেরই গায়ে চুলকানি সমস্যা রয়েছে এটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি। বিভিন্ন কারণে একটি মানুষের শরীরে চুলকানি হতে পারে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, ঠিকমতো খাওয়া-দাওয়া না করলে, অসত্যকর খাবার খেলে আরও বিভিন্ন কারণে সারা গায়ে চুলকানি সমস্যা দেখা দিতে পারে। আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে আজ সারা গায়ে চুলকানি সমস্যা দূর করতে যে ওষুধগুলো আমাদের ব্যবহার করা উচিত বা খাওয়া উচিত সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।

কোন কারণগুলোর কারণে সারা শরীরে চুলকানি হয়

আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে আজ আপনাদের জানাবো যে কারণগুলো কারণে আমাদের শরীরে এলার্জি বা চুলকানির মত সমস্যাগুলো হতে পারে এ বিষয়ে আগে জেনে নেয়া যাক তারপরে আমরা জানবো এগুলো নিরাময়ে আমরা কোন ওষুধ বা ক্রিম গুলো ব্যবহার করতে পারি।

1. এলার্জি যুক্ত খাবার: ত্বকের এলার্জি বাড়াই বেশ কিছু খাবার, যে খাবারগুলো আমাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন আম বেগুন কচু চিংড়ি মাছ সহ আরো অনেক কিছু রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরে চুলকানি শুরু হতে পারে তাই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে।

2. মশার কামড়: আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের দেশে বিভিন্ন সময় মশা উপদ্রব্য বেড়ে যায় অতিরিক্ত মশা যদি আমাদের আমল দিয়ে থাকে তাহলে আমাদের শরীরের চুলকানি হতে পারে তাই আমাদের মশা নিরাময়ে কয়েল বা মশারি ব্যবহার করতে হবে।

3. একজিমা: যাদের একজিমা সমস্যা রয়েছে তারা হয়তো জানেন যে চুলকানি কতটা খারাপ জিনিস তাই একজিমা সমস্যা থাকলে এটা সমাধান করতে আপনাদের ওষুধ গ্রহণ করতে হবে!

4.চর্মরোগ: যাদের চর্ম রোগের সমস্যা রয়েছে তারা চাইলে তাদের ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত চুলকানিগুলো হয়ে থাকে সেগুলো থেকে রক্ষা পেতে পারে আর এই চুলকানি থেকে রক্ষা পেতে পারে হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে।

চুলকানি ওষুধের নাম স্কয়ার, এ ওষুধটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় তাদের সারা শরীরে চুলকানি সমস্যা রয়েছে তাদের কাছে। এ ওষুধের কার্যকারিতা অনেক বেশি ভালো তার জন্য চুলকানি রোগের সমস্যা নিরাময়ে স্কয়ার নামের এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বাচ্চাদের চাঁদের এলার্জিক চর্ম রোগ রয়েছে বা অনেক ছোট জিনিস বা বাচ্চাদেরও দেখা যায় ঘামের কারণে শরীরে চুলকানি হয়ে থাকে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন।

চুলকানির ঔষধের নাম স্কয়ার (ট্যাবলেট)

চর্মরোগ যা প্রদাহ, লালভাব, ফোলাভাব সৃষ্টি করে, টিস্যু তরল নির্গমন, এবং ত্বকের স্কেলিং এগুলিকে একজিমা বলা হয়। চুলকানি উপশম করার জন্য, কখনও কখনও নিজের অজান্তেই হাত আঁচড়াবে, আর এতে ত্বকের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হতে পারে। তাই আপনার চুলকানি নিরাময় করার জন্য আপনাকে স্কয়ার ঔষধ সেবন করতে হবে।

1. Tebast 10 mg

2. Flugal 50mg

3. Fexo 120 mg

4. Rupatrol 10 mg

5. Bilista 20 mg

চুলকানির মলমের নাম স্কয়ার (ক্রিম)

বর্তমানে ঋতু পরিবর্তনের সময় মেঘলা বা রোজার জল আবার কারণে আমাদের দেশের অনেকেরই চুলকানির বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে ওষুধের পাশাপাশি এই মুহূর্তে আমরা চুলকানি মলম সম্পর্কে বা টিম সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব আপনাদের। আপনার শরীরে যদি চুলকানি সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। নিচে দেওয়া নামগুলো ক্রিম আপনি ব্যবহার করবেন আশা করি আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে।

1. Ezex Cream

2. Fungidal HC Cream

3. Togent Cream

উপরিক্ত এই ক্রিম গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার শরীরের চুলকানি দূর করতে পারেন।একটি মানুষের চুলকানি হলে তার শরীর অনেক খারাপ হয়ে যায় মেজাজ হয়ে যায়।অতিরিক্ত কষ্টদায়ক এই চুলকানি এটা ছোট বড় বয়স্ক সব ধরনের বয়সের মানুষেরই হতে পারে তাই এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।

Leave a Comment