Amodis কিসের ঔষধ আমোডিস ট্যাবলেট

শরীর এর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে। বিশেষ করে আমরা যখন অতি ব্যস্ত হয়ে যায় তখন আমাদের শরীরের প্রতি নজর রাখার সময় আমাদের থাকে না। ঠিক তখনই আমাদের বিভিন্ন ধরনের ঔষধ সেবনের প্রয়োজন পড়ে। আজকে যে ওষুধের কথা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে এক ধরনের এমন ওষুধ যেটা সাধারণত পেটের নানাবিধ সমস্যার জন্য বেশি কার্যকরী।

তবে যদি শুধু বলা হয় পেটের নানাবিধ সমস্যার জন্য বেশি কার্যকরী এই ঔষধ তাহলে হয়তো ভুল হবে তার কারণ হচ্ছে এই ঔষধ ১ এর অধিক কাজ করতে পারে। মূলত Amodis ট্যাবলেট টি পাতলা পায়খানা ভালো করতে ব্যবহৃত হয়। তাই অবশ্যই আপনাকে এই ওষুধের সঠিক গুনাগুন সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। চলুন আজকে জানার চেষ্টা করি এমোডিস ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা সম্পর্কে।

আমোডিস ট্যাবলেট / Amodis Tablet পেট সংক্রমণ, Amoebiasis, আঠা ও ডেন্টাল গহ্বর সংক্রমণ, এন্টিবায়োটিক যুক্ত কোলাইটিস, রক্তের সংক্রমণ, অন্ত্রে সংক্রমণ, মস্তিষ্ক সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ, পাকস্থলীর ক্ষত রোগ, জেনিটাল নালীর সংক্রমণ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার হয়।

চিকিৎসায় ব্যবহৃত আমোডিস ট্যাবলেট / Amodis Tablet নিম্নলিখিত রোগের উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে:

পেট সংক্রমণ

Amoebiasis

আঠা ও ডেন্টাল গহ্বর সংক্রমণ

এন্টিবায়োটিক যুক্ত কোলাইটিস

রক্তের সংক্রমণ

অন্ত্রে সংক্রমণ

মস্তিষ্ক সংক্রমণ

ফুসফুসের সংক্রমণ

পাকস্থলীর ক্ষত রোগ

নিম্নলিখিত আমোডিস ট্যাবলেট / Amodis Tablet এর কম্পোজিশনের ফলে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার একটি তালিকা। এটি একটি সম্পূর্ণ তালিকা নয়। এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সবসময় না। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু বিরল। নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। যেমন:-
জ্বর, বমি বমি ভাব, মাথা ব্যাথা, ঝাপসা বা ডবল দৃষ্টি, অসাড় অবস্থা, বমি, পেট খারাপ,অসুস্থ এবং দুর্বল,ক্ষুধামান্দ্য এইসব কোন ধরনের প্রবলেম যে অনুভব করেন তাহলে নিশ্চয় ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

ভয় পাওয়ার কোন কারণ নেই। Amodis ওষুধটি খুবই ভালো একটি। অনেকেই এই ওষুধ টার সঙ্গে পরিচিত। Amodis এই ট্যাবলেটটি খুবই কার্যকরী। কোন ধরনের পেটের সমস্যা খুব সহজে ভালো হয়ে যায় Amodis ট্যাবলেট টি সেবনের মাধ্যমে। খুব সামান্য দামে যে কোন ঔষধের দোকানে পেয়ে যাবেন। এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এটি সেবনে কোন রকমের খারাপ লক্ষণ দেখা দেয় না। কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।

আপনি যদি উপরে তালিকার বাইরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনি আপনার স্থানীয় খাদ্য ও ড্রাগ প্রশাসন কর্তৃপক্ষকে পার্শ্বপ্রতিক্রিয়া ঘটনার কথা রিপোর্ট করতে পারেন
এই ড্রাগ ব্যবহারের আগে, আপনার ডাক্তার কে আপনার বর্তমান ঔষধের তালিকার সম্পর্কে বলুন (যেমন ভিটামিন, ভেষজ ঔষধ ইত্যাদি), এলার্জি, বিদ্যমান রোগ, এবং বর্তমান স্বাস্থ্য অবস্থার (যেমন গর্ভাবস্থা, আসন্ন সার্জারি ইত্যাদি)। কিছু স্বাস্থ্য অবস্থার জন্য আপনার বেশি পার্শ্বপ্রতিক্রিয়ার হতে পারে। ডাক্তারের নির্দেশ মেনে চলুন বা পণ্যের উপর মুদ্রিত নির্দেশ অনুসরণ করুন। ডোজ আপনার অবস্থার উপর ভিত্তি করে হয়। আপনার ডাক্তার কে বলুন আপনার অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। গুরুত্বপূর্ণ কাউন্সেলিং পয়েন্ট নীচে তালিকাভুক্ত করা হয়ছে।

ওষুধ সব সময় সঠিক নিয়মে সংরক্ষণ করতে হবে। বলবো তোমার নষ্ট হয়ে যায় এবং নষ্ট ওষুধ সেবনে শারীরিক মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সব সময় সতর্ক হতে হবে। কিছু ওষুধ কক্ষ তাপমাত্রায় সরাসরি আলো এবং তাপ থেকে দুরে রেখে সংরক্ষণ করুন। ওষুধ বরফে পরিণত করবেন না যদি না প্যাকেজে নির্দেশ দেওয়া থাকে। ওষুধ শিশু ও পোষা প্রাণী থেকে দূরে রাখুন। ঔষধ টয়লেটে ফ্লাশ করবেন না বা ড্রেনে ঢালবেন না যদি না তা করতে বলা হয়। এই পদ্ধতিতে প্রত্যাখ্যাত ঔষধ পরিবেশ সংক্রমণ ছড়াতে পারে।

Amodis নিরাপদ একটি ট্যাবলেট। খুব সহজে ক্রয় করা যায় এবং এই ঔষধটি অনেক বেশি এফেক্টিভ।
Amodis ট্যাবলেটটি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হতে পেরেছেন। ধন্যবাদ আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য।

Leave a Comment