বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ২০২৪

সকলকে স্বাগতম জান আছে আমাদের আজকের এই আর্টিকেলে। বরিশাল থেকে লঞ্চে যাতায়াত করা যায় এই কথা হয়তো আমরা ইতিপূর্বে বহুবার শুনেছি কিন্তু এই বরিশালের লঞ্চ ঘাট সম্পর্কে আমরা কতটা জানি। ঢাকাতে যেমন সদরঘাটের লঞ্চ টার্মিনাল অবস্থিত কিন্তু সেখানে কোন না কোন কাজে কোন না কোন সময় অনেকের যাওয়া হয়। এবং সদরঘাটের এই লঞ্চ টার্মিনাল সম্পর্কে অনেক তথ্য অনেক জায়গাতে পাওয়া যায় তাই সে তথ্যগুলো আমাদের সকলেরই জানা।

যাদের বরিশাল লঞ্চ ঘাট সম্পর্কে কোন তথ্য জানা নেই এবং যারা বরিশাল লঞ্চ ঘাট সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন তারা মূলত আমাদের এই আর্টিকেল পড়তে পারবেন। এখানে কিছু বেসিক জিনিস জানানো হবে যেমন বরিশাল লঞ্চ ঘাট এর অবস্থান সম্পর্কে। কত সালে বরিশালের এই লঞ্চঘাট প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই লঞ্চঘাট থেকে তারা কি কি সেবা প্রদান করছে। এছাড়াও আমরা বিভিন্ন রোড থেকে বরিশালের লঞ্চঘাট সম্পর্কে আপনাদের কি কি তথ্য আছে সেগুলো জানানোর চেষ্টা করব।

বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী

আপনারা যারা জানেন না বরিশাল লঞ্চঘাট কোথায় অবস্থিত তাদের বলব প্রধানত বরিশালের সদরে কোতোয়ালিতে যে লঞ্চঘাট অবস্থিত সেটাকে বলা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। এছাড়াও বরিশাল জেলাতে বেশ কয়েকটি আরো লঞ্চ ঘাট রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদের পড়ে ধারণা দিচ্ছি।

এই লঞ্চঘাটের লোকেশন যদি আপনারা জানতে চান তাহলে গুগল ম্যাপে সার্চ করলে সেখানে আপনারা পেয়ে যাবেন। এখানে এটাকে বলা হচ্ছে লঞ্চঘাট বরিশাল সদর কোতোয়ালি।

প্রধান লঞ্চঘাটের পাশাপাশি বরিশালে বনারি পাড়া লঞ্চ টার্মিনাল নামক একটি লঞ্চ রয়েছে। এখানেও বরিশাল থেকে এবং ঢাকা থেকে আসা বিভিন্ন লঞ্চ থামে এবং যাত্রী ওঠা নামানোর কাজ করে। এটাকে অনেকে জনতা বাজার নামে বেশি চেনে।

বরিশালে আরো একটি লঞ্চ ঘাটের হয়েছে সেই লঞ্চঘাটকে সকলে বেশিরভাগ চেনেন নান্দুহার লঞ্চঘাট নামে। এই লঞ্চ ঘাটটির অবস্থান মূলত নাসিরাবাদে স্বরূপকাঠিতে। আপনারা যারা এটা সম্পর্কে জানতেন না তারা আজকে হয়তো কিছু হলেও ধারণা পেলেন।

বরিশালের বানারী পাড়াতে আরও একটি লঞ্চ ঘাট রয়েছে যে লঞ্চঘাটকে সকলের উদয় কাঠি বাজারে নামেই চেনে এর পাশাপাশি জনতা লঞ্চঘাট যেটা বানারি বাড়াতে অবস্থিত সেটাও সকলে জানে।

বরিশাল লঞ্চঘাট হতে চালিত লঞ্চ সমূহ

বরিশাল লঞ্চ ঘাট থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচল করে বেশ কয়েকটি লঞ্চ। সবথেকে বেশি চলাচল করে বরিশাল ঢাকা এবং ঢাকা বরিশাল এই রুটে। এর পাশাপাশি বরিশাল থেকে ভোলা এবং বরিশাল থেকে বোরহান উদ্দিন এলাকায় চলাচল করে বেশ কয়েকটি লঞ্চ। আমি আপনাদের একটি প্রাথমিক ধারণা দিতে চাই বরিশাল থেকে কি পরিমাণ লঞ্চ প্রতিদিন যাতায়াত করছে দেশের বিভিন্ন জায়গাতে।

সবার প্রথমে আসি বরিশাল থেকে ঢাকায় এই রুটে চলাচল করে দেশের নামিদামি সব লঞ্চ কোম্পানির ভালো ভালো উন্নত মানের লঞ্চগুলো। সর্বমোট ২২টি লঞ্চ চলাচল করে এই রুটে। এমভি সুরভী,এম ভি সুন্দরবন, এম ভি পারাবত, এমভি কামাল, এডভেঞ্চার , এমভি গ্রীন লাইন নামক বেশ কয়েকটি কোম্পানির মোট ২২ টি লঞ্চ চলাচল করছেন নিয়মিত।

এর পরে কথা বলতে হয় বরিশাল থেকে ভোলা এই রুটে চলাচল করে লঞ্চ সম্পর্কে। সর্বমোট 15 টি লঞ্চ চলাচল করছে এই রুটে । এই রুটে চলাচলকারী লঞ্চের কোম্পানিগুলোর মধ্যে এম ভি সুপারসনিক, এমভি মিলন এক্সপ্রেস, এমবি মেঘদূত, এমএল সাইপ্রাস এক্স, এম এল তাজ, এমবি আওলাদ এক্সপ্রেস নামক আরো নামে দামি লঞ্চ কোম্পানিগুলো রয়েছে।

এছাড়াও বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বোরহান উদ্দিন পর্যন্ত এমভি ধানসিঁড়ি নামক লঞ্চ নিয়মিত চলাচল করে। এছাড়াও বরিশাল থেকে লালমোহন পর্যন্ত দুইটি লঞ্চ রয়েছে যে লঞ্চ গুলো তাদের সেবা প্রদান করে আসছে বহু বছর ধরে।

বরিশাল থেকে চরকলমি নামক এই স্থানে প্রতিদিন দুইটি লঞ্চ চলাচল করে এবং এই লঞ্চের মাধ্যমে আপনি এই স্থানগুলোতে যেতে পারবেন। এছাড়াও বরিশাল থেকে বরগুনায় প্রতিদিন এমভি রাজপাখি নামক একটি লঞ্চ চলাচল করছে।

Leave a Comment