বাইক নিয়ে ক্যাপশন

একটি ছেলের একটি বাইক তার কাছে স্বপ্ন, কিন্তু এই বাইক যতটা না ভালো লাগার ততটা খারাপ লাগারও বিষয়। কারণ আজকাল এই বাইকের কারনে মানুষের জীবন অনেক দুঃখ কষ্ট নেমে আসে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে অনেক মানুষ বাইক নিয়ে ক্যাপশন দিয়ে থাকে। অনেক মানুষ বাইক এক্সিডেন্টে মারা যান তখন তারা এসে অনলাইনে বাইক নিয়ে ক্যাপশন করতে থাকেন আমরা চেষ্টা করব আজকে কিছু উপদেশমূলক ক্যাপশন বা উক্তি আপনাদের মাঝে তুলে ধরার।

আপনারা রাস্তায় যখন বাইক বা মোটরসাইকেল নিয়ে বেরোবেন তখন অবশ্যই নিজ সর্তকতা অবলম্বন করবেন। বাইক চালানোর সময় বাংলাদেশের আইন অনুযায়ী আপনাকে হেলমেট এবং জিন্স প্যান্ট জুতা সহ নানান ধরনের পোশাক পড়ে বাইক চালানো আইন রয়েছে। তাই আপনার সেফটির জন্য অবশ্যই আপনাকে সেই পোশাকগুলো পড়ে বাইক চালাতে হবে।

বাইক চালানোর আগে অবশ্যই আপনাকে ভালোভাবে ড্রাইভিং শিখে নিতে হবে। সামান্য ড্রাইভিং জানলে হবে না ভালোভাবে ড্রাইভিং জানার পর আপনি লং ড্রাইভ, অথবা মেইন রোডে উঠবেন অবশ্যই। আপনি যদি বাইক চালানোর আগেই ভালোভাবে ড্রাইভিং শিখে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা ভালো হবে।

আমাদের বাংলাদেশে এখন প্রায়ই শোনা যায় বাইক এক্সিডেন্টে অনেক মানুষ মারা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ছেলেমেয়েদের অবাধ মোটরসাইকেল রাইটিং করা কেউ জীবনের মায়া করছে না সবাই নিজ নিজ ভাবে বাইক রাইড করার কারণে বাংলাদেশের প্রতিদিন অনেক ছেলেমেয়ের প্রাণ যাচ্ছে।

অন্যের ক্ষতি হয়ে যাই এমন কোন কাজ আমাদের না করা উচিত কারণ আমরা যখন জোরে গাড়ি চালাই তখন আমাদের জোরে গাড়ি চালানোর কারণে একটি সাধারণ মানুষের এক্সিডেন্ট হবার পরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যে ক্ষতি আমরা হাজার টাকা দিয়েও তাদের পূরণ করে দিতে পারব না। তাই অবশ্যই বাইক চালানোর সময় নিজের জ্ঞান বুদ্ধি ঠিক রেখে বাইক চালাতে হবে।

বাইক হলো একটি মানুষের নিত্যদিনের সংগী বাইক হলো যানবাহনের মধ্যে সবচেয়ে অন্যতম। আমাদের দেশে কিছু ছেলে মেয়ে আছে যারা বাইক চালাতে এবং বাইক নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে অনেক পছন্দ করে। বাইক নিয়ে অনেক ছেলে আছে তার প্রিয় মানুষকে নিয়ে লং ড্রাইভে যায় এটাও একটা স্বপ্ন। জীবনে একটা বাইক আর তার সাথে ভাই তুমি বান্ধবী থাকলে আর কিছুই লাগেনা। আপনার নিজের একটি বাইক থাকলে আপনি খুব সহজেই যেকোনো প্রয়োজনে যেকোনো জায়গায় চলে যেতে পারেন খুব সহজে।

আমাদের বাংলাদেশী ছেলে যারা রয়েছে তারা প্রায় মানুষই নতুন বাইক পছন্দ করে থাকে, কিন্তু সবার বাইক কেনার টাকা থাকে না তাই অনেকেরই বাইক একটি স্বপ্নই রয়ে যায়।যাই হোক আপনার শখের বাইকটি নিয়ে নানান ইস্টার্ন ভাজি করার জন্য গিয়ে যদি আপনাকে নিরীহ মানুষের জীবন চলে যায় তাহলে কিন্তু আপনি একজন দায়ী ব্যক্তি হিসেবে সারা জীবন কাটাবেন। তাই অবশ্যই আপনাকে বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজের সেফটির জন্য আস্তে আস্তে বাইক চালাতে হবে।

বাইক নিয়ে ক্যাপশন

এখন আমরা আপনাদের জন্য কিছু বাইক নিয়ে ক্যাপশন বা উক্তি শেয়ার করব এটি আপনারা নতুন নতুন কথা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। তাই যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট করে থাকেন তারা আমাদের নিচে দেওয়া উক্তি বা ক্যাপশন গুলো সংগ্রহ করে রাখতে পারেন।

বাইক নিয়ে ঘোরাঘুরি ক্যাপশন

১. একটা দামী মোবাইল, কিংবা একটা চকচকে নতুন মডেলের বাইক আপনাকে বড় করে তুলবে না, আপনাকে যা সত্যিই বড় করে তুলতে পারে তা হলো আপনার আচরণ।

২. লাখ টাকার বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অভুক্ত মানুষকে দেখে যদি আপনার বাইকের গতি না কমে তবে আপনার দামী বাইকের সাথে সাথে আপনিও এক যন্ত্র হয়ে গেছেন। আপনি আর মানুষের কাতারে নেই।

৩. আপনার শখের বাইক কিনতে গিয়ে যদি আপনার বাবার খেয়ে না খেয়ে জমানো টাকার সবটা শেষ হয়ে যায়, কিন্তু আপনি সেই বাইকের জন্যই জেদ করেন, তবে আপনি সন্তান হিসেবে এক কলঙ্ক।

৪. আপনার শখের বাইকটি নিয়ে নানান স্টান্টবাজি করতে গিয়ে যদি অন্য একটা নিরীহ মানুষেরও জীবন চলে যায়, তবে আপনার সেই বাইক সমাজের এক কলঙ্ক আর আপনিও তাই।

৫. বাইক চালানোর সময় মনে রাখবেন আপনি মানুষ, পশু নন। আপনার পশুর মতো ক্ষিপ্র গতি বা বেপরোয়া চলাচল যেন অন্যদের সামান্য ক্ষতি কারণ হয়েও না দাঁড়ায়। বাইকে ওঠার সময় সাথে মনুষ্যত্ব টা সাথে নিয়েই উঠবেন।

৬. তোমারে জন্য বাবাকে জোর করে যে বাইক কিনে বাধ্য করেছিলাম, আজ সেই বাইকের ব্যাকসিটে তুমি আর বসো না। বাইকও পড়ে থাকে গ্যারেজে। শুধু চিকিৎসার অভাবে বাবাটা অসময়ে মরলো।

৭. তোমার ভালোবাসা পেতে গেলে যদি দামী মোবাইল, ক্যামেরা বা দামী বাইক থাকাটা ইমপর্টেন্ট হয়। তবে সরি, তুমি আমাকে ভালোবাসার জন্য প্রস্তুত নও। তোমার ভালোবাসা ঐ যন্ত্রগুলোতে।

৮. তোমার কাছে বাইক থাকার সময় যে বন্ধুটা সবসময় তোমার সাথে ঘুরতো, অভাবে যখন তোমার দামী বাইক থাকবে না তখন দেখবে সেই বন্ধুটাই সবার আগে চলে গেছে। দুনিয়া বড় জটিল, সবার ভালোবাসা যান্ত্রিক।

৯.বাইক চালানোর সময় তুমি যত বেশি বেপরোয়া হবে, যত ক্ষিপ্র গতিতে বাইক চালাবে, যত ট্রাফিক আইন অমান্য করবে, ততই আজরাইলের সাথে তোমার সাক্ষাতের সম্ভাবনা বাড়বে। তাই, আইন মেনে সুস্হ ভাবে বাইক চালানোটাই উত্তম।

১০. ছেলেদের কাছে বাইক যে কত বড় আবেগের জায়গা তা কোনো মেয়ে কোনোভাবেই বুঝবে না। তাও যদি নিতান্তই তাদের বোঝাতে চান, তবে তাদের হাতের মেকাপের বাক্সটি কেড়ে নিন। তারা তখন আবেগটা ঠিকই বুঝতে পারবে।

একটা বাইক থাকলে একটা ছেলের স্বপ্ন পূরণ হয়ে যায় তেমনি একটা মেয়েরও স্বপ্ন রয়েছে তার হাজবেন্ডের একটি বাইক থাকবে। আমাদের সমাজে এখন মেয়েরা ছেলেদের টাকা-পয়সা বাইক দিয়েছিল ক্যামেরা এগুলো দেখেই তাদের প্রেমে পড়ে যাই।

Leave a Comment