Male মানে কি ছেলে না মেয়ে

সালামুআলাইকুম সম্মানিত পাঠাগন। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইলো।
আপনি কি ভুলে যান male and female এই সঠিক মানে?
অনেক স্টুডেন্ট রয়েছে যারা মনে রাখতে পারে না male অর্থাৎ ছেলে। এবং female অর্থাৎ মহিলা। আজকে আমাদের আর্টিকেলটি পড়লে মেইল এবং ফিমেল এর মধ্যকার সকল কনফিউশন দূর হয়ে যাবে।

প্রথমে আমরা জেনে নেব male অর্থাৎ মেয়ে না ছেলে।
male মানে ছেলে এবং female মানে মেয়ে। ইংরেজি শব্দ মেল অর্থাৎ পুংলিঙ্গ কে বোঝানো হয় এবং ইংরেজি শব্দ ফিমেল অর্থাৎ স্ত্রীলিঙ্গ কে নির্দেশ করা হয়। অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এই জেন্ডার সম্পর্কে। ইংরেজি গ্রামারের একটি অধ্যায় হলো জেন্ডার। এখানে সকল জীবের পুংলিঙ্গ এবং স্ত্রী লিঙ্গকে নির্ধারণ করা হয়। মেইল এবং ফিমেল দ্বারা নারী ও পুরুষ কে বোঝানো হয়।

আমরা অনেক সময় কনফিউজ হয়ে পড়ি। যে male অর্থাৎ ছেলে না মেয়ে। অনেক সময় মনে হয় male ইংরেজি শব্দটি দ্বারা নারীকে অথবা পরিষ্কার কোনটা বোঝানো হয়েছে?
অনেক স্টুডেন্টদেরই এই সমস্যা হয়ে থাকে। যারা মেলকে মনে করে স্ত্রী লিঙ্গ। এরকম বিভিন্ন কনফিউশন দূর করতে মূলত আজকে আমাদের এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।

বর্তমানে যেকোনো সময় যে কোন জিনিস জানতে চাইলে জানা সম্ভব। নিজের স্মার্টফোনটি ব্যবহার করে গুগলে সার্চ করার মাধ্যমে আমরা যে কোন তথ্য পেয়ে যাই। ইংরেজি শব্দ এর বাংলা অর্থ যদি না জেনে থাকি তাহলে তৎক্ষণাৎ সেটার বাংলা জানা যায় গুগলের মাধ্যমে।( male and female) পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়কে আলাদাভাবে নির্দেশ করতে জেন্ডার ব্যবহৃত হয়। গুগলে সার্চ করার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে মেল অর্থাৎ ছেলে অথবা মেয়ে? male অর্থাৎ ছেলে। আমাদের এই আর্টিকেলটি পড়লে আপনার মনে থাকবে মেল অর্থাৎ ছেলে।

যেকোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চাইলে গুগলে সার্চ করে জানা যায়। ইংরেজি গ্রামারের যেকোনো টপিক সম্পর্কে জানতে চাইলে সেটাও মোবাইল ইউজ করে জানা সম্ভব। ছাত্র-ছাত্রীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আশীর্বাদস্বরূপ। এখন যে কোন জায়গায় বসে লেখাপড়া করা যায়। মোবাইল দেখেও অনেক বিষয়ের উপর জ্ঞান অর্জন করা যায়।

male and female শব্দ দুইটি মূলত জেন্ডার নামক ইংরেজি অধ্যায় কে নির্দেশ করে। Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।জেন্ডার সম্পর্কে জানতে হলে এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।Male (মেইল) মানে কি অর্থাৎ এর অর্থ কি তা এই খানে বিস্তারিত ভাবে দেয়া হলে ! আশা করি এই পোস্টটি আপনার উপকারে আসবে। Male এর বাংলা অর্থ ও উদাহরণ দেয়া হলো। Male এর অর্থ হল একজন পুরুষ। পুংলিঙ্গ কে নির্দেশ করতে এই শব্দটি ব্যবহৃত হয়।

Bangla Academy Dictionary অনুযায়ী male এই শব্দটির আরও কিছু অর্থ নির্দেশ করা হয়। যেমন ,,,,পুংলিঙ্গ, পুরুষ ,পুরুষজাতীয় ,পুরুষসংক্রান্ত।noun – পুরুষ; নর; পুরুষপ্রাণী; পুরুষমানুষ;adjective – নর; পুং; এঁড়ে; পুংজাতীয়;পুরুষজাতীয়;এবার উদাহরণ দিয়ে কিছু বাক্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই শব্দটির অর্থগত ব্যবহার। বাক্যে এই শব্দটির অবস্থান সবকিছু উদাহরণ দেখলে আপনার বুঝতে পারবেন। মেইল শব্দ এর অর্থ কি এবং এই শব্দ দিয়ে কিছু ইংরেজি বাক্য তৈরি এর উদাহরণ সহ ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই আর্টিকেলে। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে male এর মানে কি,,, আর কোনদিন ভুল হবেনা।
Definition in Bangla: একজন পুরুষ বা একটি ছেলে
বাক্যে MALE শব্দটির ব্যবহার।

a deep male voice.

a male holly tree.

a male infant.

manly sports.

the male lead.

Examples in English: John is a male.

Examples in Bangla: জন হল একজন পুরুষ

আশা করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে।

Leave a Comment