উপহার পেয়ে স্ট্যাটাস

উপহার দেওয়া এবং উপহার পাওয়া দুটোই খুব আনন্দের। আমাদের কেউ উপহার দিলে আমাদের সত্যিই খুব ভালো, লাগে মন থেকে আনন্দ হয়। আমরা যখন কাউকে উপহার দিই তখন উপহার দিতে যেমন ভালো লাগে উপহার পেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আমরা আমাদের আশেপাশের বন্ধু-বান্ধব, ভালোবাসার মানুষ, মা-বাবা ,আঙ্কেল আন্টি, মামা- মামি ,চাচা- চাচি আমাদের জীবনের কোন প্রিয় মানুষ যে কোন কারো কাছ থেকে উপহার পেয়ে থাকি। এখন যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একে অপরকে ধন্যবাদ জানাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অপরকে শুভেচ্ছা জানাই। মনের কথা এবং জরুরি কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপার সাথে শেয়ার করে থাকি।

আজকে আমরা আমাদের এই অনুচ্ছেদটি তৈরি করেছি উপহার পেয়ে কাউকে ধন্যবাদ জানানোর স্ট্যাটাস নিয়ে। উপহার পেয়েছেন কিন্তু যে আপনাকে উপহারটা দিল তাকে ধন্যবাদ জানানো হয়নি। এমন পরিস্থিতিতে কেউ কি আছেন?
আপনার কোন উপহার খুবই পছন্দ হয়েছে, সেই উপর টিপে আপনি খুবই খুশি হয়েছেন, এবং আপনার সেই উপহার দেওয়া প্রিয় মানুষটিকে আপনি ধন্যবাদ জানাতে চান ফেসবুকে অথবা i

nstagram এ স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে।
যদি তাই হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে স্ট্যাটাস আপডেট দিয়ে থাকে ধন্যবাদ জানালে তার ভালো লাগবে।সুন্দর করে আপনার সেই প্রিয় মানুষটির উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর কথা লিখে আপনি কিন্তু তাকে মেনশন করে স্ট্যাটাস শেয়ার করতে পারেন। আমাদের এই অনুচ্ছেদটি নিশ্চয়ই সম্পূর্ণ পড়ে দেখবেন ভালো লাগবে।

তাহলে চলুন এবার আমরা দেখে নিই উপহার পেয়ে কাউকে ধন্যবাদ জানাতে আমরা কিভাবে ফেসবুকে অথবা instagram এ স্ট্যাটাস আপডেট দিতে পারি। আমাদের প্রিয়জন ,আপনজন যেমন বন্ধুবান্ধব, বড় ভাই -বোন, আঙ্কেল অথবা আন্টি, শিক্ষক, ভালোবাসার মানুষ, চাচা অথবা চাচি, মামা অথবা মামী, মা অথবা বাবা, যে কোন কাউকে আমরা কিন্তু এই ধন্যবাদটা জানাতে পারি। কারন আমাদের প্রিয় মানুষ অথবা আমাদের আপনজনদের দাঁড়ায় কিন্তু আমরা উপহার গুলি পেয়ে থাকি। উপহার পেয়ে ধন্যবাদ জানানোর অথবা আনন্দ প্রকাশ করার স্ট্যাটাস ক্যাপশন।

উপহার পেয়ে স্ট্যাটাস ক্যাপশন গুলির নিম্নরূপ উদাহরণ:-

১// আমি যেই ঘড়িটা দীর্ঘ ছয় মাস থেকে নিতে চেয়েছিলাম আঙ্কেল তুমি আমাকে সেই ঘড়িটাই উপহার দিয়েছো। তুমি ভাবতে পারবে না তোমার দেওয়া উপহারটি পেয়ে আমি কতটা খুশি হয়েছি। তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। সব সময় আমাকে উপহার দেওয়ার জন্য আর আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২// উপহার পেতে আমার খুবই ভালো লাগে। উপহার যাই হোক না কেন কারো কিছু থেকে কিছু পাওয়াটাই আসল। উপহার পাওয়া জিনিসগুলো অনেক দামি। কারণ সেই জিনিসগুলোর সাথে মিশে থাকে অনেক ভালোবাসা অনেক স্মৃতি। মন ভালো হওয়ার একটি ঔষধ হলো উপহার।

৩// প্রিয় মানুষের দেওয়া উপহারটি প্রাণের চেয়েও দামি। সেই উপহারের সঙ্গে মিশে থাকে একরাশ ভালোবাসা। তোমার উপহারটি আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো। তোমার উপহার পেয়ে এতটা আনন্দ পেয়েছি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।

৪// জন্মদিন সবার প্রিয়। অন্যদিন কে স্পেশাল করে তোলে জন্মদিনে পাওয়া উপহারগুলো। আমার জন্মদিনে আমি আমার আপনজন এবং মা-বাবার থেকে অনেক উপহার পেয়েছি। উপহারগুলো পেয়ে আমি কতটা খুশি হয়েছি সেটাই প্রকাশ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রতিবছর আমার জন্মদিনের জন্য অপেক্ষা করি তোমাদের দেওয়া এই উপহারগুলো জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য।

৫// বন্ধু-বান্ধবদের দেওয়া উপহার সত্যিই খুব স্পেশাল। তাদের দেওয়া উপহারগুলো বেশি দামি হয় না কিন্তু একসময় সেই উপহারগুলো হয়ে যায় অমূল্য। বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া উপহারগুলো সত্যিই খুব স্পেশাল কারণ সেই উপহারগুলোর সঙ্গে জড়িয়ে থাকে সুন্দর সুন্দর অনেক মুহূর্ত। বন্ধুদের উপহার গুলো পেয়ে সত্যিই খুব ভালো লাগে। অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সব সময় এভাবেই পাশে থেকো।

Leave a Comment