২০০ টাকার মধ্যে গিফট

স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশের উদ্দেশ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অন্যদের মধ্যে যে উপহার আদান-প্রদান করা হয় তাকে হাদিয়া বলে। উপহার বিনিময় সামাজিক জীবনের এক সাধারণ অনুষঙ্গ। উপহার প্রদানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হলো উপহার। উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান অথবা যেকোনো ধরনের অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ করলে খুশি হয়ে তারা আশীর্বাদ স্বরূপ কোন জিনিস দিয়ে থাকে।

এগুলোকেই উপহার বলা হয়। তোমার যে কোন জিনিস হতে পারে। একটি কলম থেকে শুরু করে মূল্যবান ধাতুর সোনার কোন অলংকার ও মানুষ উপহার হিসেবে দেয়। তাই উপহার যে কোনো ধরনের হতে পারে। দামি উপহার অথবা কম দামি উপহার যে কোন ধরনেরই হোক না কেন। উপহার দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে যেকোনো কিছু আমরা উপহার হিসেবে পেয়ে থাকি এবং একে অন্যকে উপহার হিসেবে দিয়ে থাকি।

আপনি কি কম দামের মধ্যে কাউকে কিছু উপহার দিতে চান? উপহার দেওয়ার বাজেট কি ১০০ থেকে ২০০ টাকার মধ্যে? যদি তাই হয়ে থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি এই অল্প টাকার মধ্যেও কাউকে একটি উপহার দিতে পারবেন। আজ আমরা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে কিছু তথ্য প্রদান করব অর্থাৎ কম দামের মধ্যে কি কি উপহার দেওয়া যায় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আজকের আলোচনা।

যারা উপহার কেনার বাজেট নিয়ে চিন্তিত, কম দামে ভালো উপহার পাওয়া যাবে কি না ভাবছেন, তাহলে আপনাকে আশ্বস্ত করতে চাই, কম দামে অবশ্যই ভালো মানের উপহার ক্রয় করতে পারবেন। তবে, আপনাকে গিফট ক্রয় করার আগে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন; বই পড়তে কে না পছন্দ করে আর তা যদি হয় প্রিয় লেখকের বই তো আর কোন কথাই নেই। শিশু থেকে বৃদ্ধ বয়সের সকল বয়সের লোকই প্রিয় লেখকের বই উপহার পেতে পছন্দ করেন।

কম দামের মধ্যে কিছু উপহারের নাম গুলো আপনারা এবার জেনে নিন। যেমন:- পেন, ঘড়ি ,চশমা, খাতা, ডাইরি ,বই ,শো- পিস ,কালার পেন্সিল, কলম বক্স ,ওয়াটার বটল ,টিফিন বক্স, কফি মগ ,টিস- শার্ট, ব্রেসলেট, সানগ্লাস ইত্যাদি।

আপনি যদি কোন মেয়ে বা ছেলেকে কম দামে ভালো উপহার দিতে চান তাহলে আপনি ভালো ডিজাইনের সানগ্লাস উপহার দিতে পারেন। ছবি ফটোফ্রেমে বাঁধাই করে রাখতে সকলেই পছন্দ করি। আপনি যদি কম দামে কি ভালো উপহার দেওয়া যায় তা ভেবে থাকেন, তাহলে নিশ্চিন্তে প্রিয় মানুষকে ফটোফ্রেম উপহার দিতে পারেন। ফটোফ্রেম কিনতে কম টাকা খরচ হলেও এটা কোনভাবেই কম দামী উপহার নয়। তবে এজন্য আরেকটু কষ্ট করে নিজেদের স্মৃতিবিজরিত কোন ছবি, বা সুন্দর কোন প্রাকৃতিক দৃশ্য প্রিন্ট করে ফটোফ্রেমে বাঁধাই করে নিন।

কোন কিছু লিখে রাখার জন্য ডায়েরি ব্যবহার করা হয়। সাধারণত নিজের সাথে ঘটে যাওয়া কোন স্পেশাল মুহুর্ত ধরে রাখতেই মেয়েরা ডায়েরী ব্যবহার করে। এখন মোবাইলেই নোটপ্যাড রয়েছে, তাই ডায়েরী রাখার অভ্যাসও কমে যাচ্ছে। তবে এখনো অনেক মেয়ে আছে, যারা পার্সোনাল ডায়েরি লিখতে ভালবাসেন। তাই, আপনার প্রিয় মানুষকে কম দামে ভালো উপহার দিতে চাইলে খুব ভালো মানের একটি ডায়েরি উপহার দিতে পারেন।

বাচ্চারা সবচেয়ে বেশি চকলেট খেতে পছন্দ করে। তবে মেয়েদের খুশি করতেও উপহার হিসেবে চকলেট এর জুড়ি মেলা ভার। আপনি যদি আপনার ছোট ভাই বা বোনকে এক বক্স চকলেট উপহার দেন তাহলে তার চোখ নিঃসন্দেহে খুশিতে চকচক করে উঠবে। মেয়ে বান্ধবী বা স্ত্রীকে খুশি করতেও চকলেট খুবই কার্যকরী উপহার।

ফুলদানি কম দামে আরো একটি ভালো গিফট আইডিয়া। আপনার বাগানপ্রেমী প্রিয় মানুষ কিংবা ছোট ভাই-বোনদের খুশি করতে ফুলদানি উপহার দিতে পারেন। বাজারে অনেক ধরনের ফুলদানি পাওয়া যায়। তবে গিফট দেওয়ার জন্য অবশ্যই ফুলদানিকে আকর্ষনীয় হওয়া চাই।তাই বন্ধুরা, যাদের বাজেট কম তারাও কম দামের মধ্যে একটি সুন্দর উপহার দিতে পারবেন। বাজারে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর উপহার কিনতে পাওয়া যায়।

Leave a Comment