কত ফুটে এক শতাংশ

আপনি যখন কোন নির্দিষ্ট স্থানের জমির পরিমাপ ঠিকঠাক মতো পেতে চাইবেন তখন অবশ্যই আপনাকে কত স্কয়ার ফুটে এক শতাংশ হয়ে থাকে অথবা কত ফুটে এক কাঠা হয়ে থাকে এ বিষয়গুলো জেনে নিতে হবে। কারণ জমি জমা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সময় আপনার পার্শ্ববর্তী যে জমির মালিকানা রয়েছে তিনি হয়তো আপনাকে ঠকাতে পারেন। দুঃখজনক হলেও এটাই সত্যি যে জমি সংক্রান্ত কাজগুলো অত্যন্ত নিখুত ভাবে করতে হবে অথবা আপনি পরবর্তীতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনাদের উদ্দেশ্যে কত ফুটে ১ শতক হয়ে থাকে তা এখানে আলোচনা।

কত ফুটে এক শতক হয়ে থাকে তা যদি জানতে চান তাহলে বলবো যে এক্ষেত্রে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। অর্থাৎ জমির দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা হিসাব বের করে নিতে চাই তাহলে এক সাইডের পরিমাপ আমাদেরকে আগে করে নিতে হবে। তবে কোনো কারণে যদি দৈর্ঘ্য উভয় পাশের কম বেশি হয়ে থাকে তাহলে আপনাদেরকে দুই পাশের পরিমাপ মেপে নিয়ে গড় করতে হবে। আবার প্রস্থের ক্ষেত্রেও যদি কমবেশি হয়ে থাকে তাহলে দুই পাশের পরিমাপ মেপে নিয়ে আমাদেরকে গড় করে নিলেই বের হয়ে যাবে। যেহেতু শতাংশের হিসাব জানতে এসেছেন সেহেতু এই শতাংশের হিসাব জেনে নিতে পারলেই আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর বের হয়ে যাবে।

জমি যখন রেজিস্ট্রেশন করা হয় তখন শতক হিসেবে রেজিস্ট্রেশন করা হয়। তাই আমরা যদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে পারি তাহলে এক পাশের পরিমাপ করে নিয়ে অন্যপাশের পরিমাপ করতে পারব। সাধারণত আপনারা যারা এ বিষয়গুলো একেবারেই জানেন না তারা ৪৩৫.৬ বর্গফুটে ১ শতক হয়ে থাকে তা জেনে নিন। তাহলে কোন একটা জমির এক সাইডে যখন মেপে নিলেন অর্থাৎ প্রস্থের দিক থেকে অথবা দৈর্ঘ্যের দিক থেকে যখন মেপে নিলেন তখন সেটা যত ফুট হবে তার সঙ্গে আপনারা 435.6 ভাগ করবেন।

কত স্কয়ার ফুটে এক শতাংশ

আর যখন আপনারা উপরের উল্লেখিত আলোচনার ভিত্তিতে 435.6 ভাগ করে নিতে পারবেন তখন অন্যদিকে আর কত ফুট জমি পাবেন সেটা বের হয়ে যাবে। তাই জমির হিসাব-নিকাশ গুলো খুবই সূক্ষ্ম আকারে করতে হয় এবং কেউ যাতে এ বিষয়ে অসন্তুষ্ট না হয় তার জন্য আপনাদেরকে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই এই পোষ্টের মাধ্যমে আপনারা যারা কত স্কয়ার ফুটে এক শতাংশ হয়ে থাকে তা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ৪৩৫.৬ স্কয়ার ফুটে ১ শতাংশ হয়।

কত বর্গফুটে এক শতক

ইংরেজিতে যেটাকে স্কয়ার ফুট বলা হয়ে থাকে সেটাকে বাংলাতে বর্গফুট বলা হয়ে থাকে। তাই কত বর্গফুটে এক শতক হয় অথবা কত স্কয়ার ফুটে ১ শতক হয় উভয় প্রশ্নের উত্তর একই হবে। আবার যদি আপনারা কাঠা হিসাব বের করতে চান অথবা কত স্কয়ার ফুটে এক কাঠা হয়ে থাকে তা জানতে চান তাহলে বলব যে ৭২০ বর্গফুটে এক কাঠা হয়ে থাকে। বাস্তবিক জীবনে আমরা যদি জমিজমা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারি তাহলে নিজেদের জমির হিসাব ঠিক ঠাক মত রাখার পাশাপাশি অন্য ব্যক্তিদের কেউ সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি।

কত হাতে এক শতক

কত হাতে এক শতক হতে পারে এটা জানতে চান? যদি আপনারা হাতের মাপ নিয়ে করেন তাহলে কখনোই জমির মাপ ঠিকঠাক মত করা যাবে না এবং এটা সম্ভব নয়। কারণ সবার হাতের পরিমাপ এক নয় এবং এর ক্ষেত্রে কম বেশি হওয়ার কারণে এ ধরনের মাপ ব্যবস্থা কখনোই পরিচালিত হবে না। তাই জমি পরিমাপ করার ক্ষেত্রে অবশ্যই ফুট সিস্টেম চালু রয়েছে এমন ফিতা ব্যবহার করতে হবে। আর এভাবে আপনারা যে কোন জমির পরিমাপ বের করার ক্ষেত্রে উপরের উল্লেখিত তথ্যগুলো অথবা সংখ্যাগুলোর উপর ভিত্তি করে সঠিক ক্যালকুলেশন করবেন। তাহলে জমির পরিমাপের ক্ষেত্রে কোন দিকে কত হাত অথবা কোন দিকে কত ফুট যাবে সে বিষয়ে ধারণা অর্জন করে নিয়ে সেই অনুযায়ী জমি বের করে নিতে পারবেন।

Leave a Comment