পরিমাপের বিষয়টি চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। প্রাচীনকালে পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দেশীয় রীতি ব্যবহার করা হতো। অর্থাৎ প্রাচীনকাল থেকে যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন হয়। এই শস্য গুলি পরিমাপ করার জন্য কাঠা জাতীয় কোন পরিমাপক ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন দ্রব্য পরিমাপ করার জন্য সের অর্থাৎ ওজন পরিমাপের জন্য ‘সের’ প্রচলিত ছিল।
অর্থাৎ ১৯৮২ সালের ২রা জুলাইয়ের পূর্বে বাংলাদেশের মেট্রিক পদ্ধতির পরিবর্তে দেশীয় পদ্ধতিতে সকল ধরনের পরিমাপ করা হতো। দৈর্ঘ্য পরিমাপ ওজন পরিমাপ অর্থাৎ পরিমাপের সকল ক্ষেত্রেই দেশীয় রীতি ব্যবহার করা হতো। আর প্রাচীনকালে যেহেতু পরিমাপের বিষয়টি অত ভালো করে মানুষের মাঝে আসেনি এই কারণে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সাথে তুলনা করে পরিমাপ করা হয়েছে।
তাই হাত বিগত বা ফুট এ ধরনের যে কথা দেশীয় রীতিতে পরিমাপ করা হয় সেটি অবশ্যই অনেক প্রাচীনকাল থেকে। পরবর্তী সময়ে যখন আধুনিক পরিমাপ পদ্ধতি আসে তখন অবশ্যই সেই দেশের রীতির সাথে আন্তর্জাতিক রীতির বা আধুনিক পরিমাপ রীতির মেলবন্ধন ঘটানো হয়। তাই আপনারা দেখতে পেয়েছেন যে এক মন সমান কত কেজি সে বিষয়টি এক কেজি সমান কত সের বা এক সের সমান কত কেজি এ সকল বিষয়গুলি আপনারা এখন জানেন। কারণ পূর্বের সেই দেশের রীতির পরিমাপ করার পদ্ধতির সাথে বর্তমানের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী পরিমাপ করার পদ্ধতির অবশ্যই
মিলবন্ধন করাতে হবে। যদি আমরা মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হই তাহলে বিপুল জনগোষ্ঠী পরিমাপের সেই বিষয়টি বুঝে উঠতে পারবেনা। যেহেতু বর্তমান সময় ডিজিটাল যুগ পার হয়ে স্মার্ট বাংলাদেশ এর দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি নাগরিককে অবশ্যই স্মার্ট হয়ে উঠতে হবে। এই কারণে পরিমাপের সকল আধুনিক পদ্ধতি এর সাথে পূর্বের যে প্রাচীন বা দেশের রীতি বা অন্যান্য যে রীতি রয়েছে সকল রীতির সাথে মানুষদেরকে অবশ্যই ঘটাতে হবে এবং মেলবন্ধনের বিষয়টি দেখাতে হবে।
এ কারণে আপনারা যারা আজকে আমাদের এই পোস্টে এসেছেন যে, এক হাত সমান কত ইঞ্চি এ বিষয়টি দেখার জন্য। আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের এই পোস্ট থেকে আজকে দেখাবো যে এক হাত সমান কত ইঞ্চি সে বিষয়টি। কারণ হলো পরিমাপের সব বিষয়গুলি বর্তমানে অনেক প্রযোজ্য। আর তাই আমরা আজকে এক হাত সমান কত ইঞ্চি এই দুই বিষয়টি অর্থাৎ প্রাচীনকালের দেশীয় রীতি-নীতির সাথে আমাদের একেবারে আধুনিক যুগের আন্তর্জাতিক রীতি-নীতির
মেলবন্ধন ঘটাবো। এই কারণে আজকের এই পর্যায়ে আপনারা যেহেতু ইঞ্চির সাথে হাতের অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের এই ক্ষুদ্র একক গুলি দেখার প্রয়োজনীয়তা অনুভব করছেন তাই অবশ্যই আমরা আপনাদেরকে এই বিষয়গুলি দেখাবো বলেই মনে করছি। তাহলে চলুন দেখি এখন আমরা দেখে নিই যে, এক হাত সমান কত ইঞ্চি এ বিষয়টি। একহাত বলতে আসলে মানুষের কোনুই থেকে মধ্যাঙ্গুল পর্যন্ত যে দৈর্ঘ্য সেটিকেই আসলে এক হাত বলা হয়ে থাকে।
এখন এই এক হাতের সাথে আন্তর্জাতিক বা আধুনিক রীতি অনুযায়ী যে ইঞ্চু ব্যবহৃত হয় সেই ইঞ্চির সাথে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন আগে দেখে নেই যে এক হাত সমান কত ইঞ্চি। অর্থাৎ এক হাত সমান ১৮ ইঞ্চি। যেহেতু এক ফিট সমান বার ইঞ্চি তাই এক হাত সমান দেড় ফিট।
অন্যদিকে এক ফিট ২/৩ হাত এর সমান হবে। তাহলে আজকে আপনারা আমাদের এখান থেকে দেখে নিতে পারলেন যে এক হাত সমান কত ইঞ্চি এই বিষয়টি। এই ধরনের যেকোন বিষয় জানার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের পাশে থাকতে পারেন। কারন আমরা সব সময় আপনাদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী চেষ্টা করে থাকি আপনাদের দৈনন্দিন চাহিদার তালিকায় কি কি থাকতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে প্রকাশ করা।