এক মেট্রিক টন সমান কত কেজি

ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে একক গুলো সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো সম্বন্ধে আমাদের কম বেশি সকলের জানা রয়েছে। ওজন পরিমাপের এমন কিছু একক রয়েছে যেগুলো আমরা হয়তো প্রতিদিন ব্যবহার করি না কিন্তু এগুলো আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ। আমরা সাধারণ মানুষ খুচরা জিনিসপত্র কেনার সময় হয়তো এই একক গুলো ব্যবহার করে না কিন্তু ব্যবসায়ীরা পাইকারি জিনিসপত্র কেনার সময় এই ধরনের একক গুলো প্রায় প্রতিদিনই ব্যবহার করে। আপনি যদি কোন কিছু পাইকারি কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই মন সম্বন্ধে জানতে হবে। মন হলো ওজন পরিমাপের একটি একক যার সাথে কেজির সুস্পষ্ট একটি সম্পর্ক রয়েছে। মন সম্বন্ধে আমাদের ওয়েবসাইটে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি তাই এ বিষয়টি নিয়ে আজ বেশি কথা বলবো না।

এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো ভিজিট করতে পারেন। আমাদের আজকের আলোচনা টপিক হল মেট্রিক টন। প্রথমে আমরা মন সম্বন্ধে কথা বলেছি কারণ মনের সাথে মেট্রিকটনের একটি সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা আপনাদের আগে জানিয়েছি যে মনের সাথে কেজির সুস্পষ্ট সম্পর্ক রয়েছে তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক টনের সাথে ও কেজের সম্পর্ক রয়েছে। আজ এই আলোচনার মধ্যেই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব মেট্রিক টন কি এবং এটি কোথায় ব্যবহার করা হয়।

অনেকেই প্রশ্ন করেন এক মেট্রিক টন সমান কত কেজি অথবা কত মন। এ প্রশ্নটির উত্তর তৎক্ষণাৎ দেওয়া হয়ে ওঠেনা অথবা এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো আগ্রহ কে প্রকাশ করে না। মেট্রিক টন শব্দটি যারা প্রথম বার শুনছেন তারা হয়তো বেশ খানিকটা পিছিয়ে আছেন বলা যায়। যদিও মেট্রিক টন শব্দটি আমরা সবসময় শুনতে পাই না কিন্তু যারা দিন দুনিয়ার সম্বন্ধে একটি হলেও ধারণা রাখেন তারা এগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে রাখার কথা। তবে ঘাবড়ে যাবার কোন প্রয়োজন নেই কেননা এখনকার সময়ে কোন তথ্য না জানা থাকলে তা জেনে নেওয়াটা খুবই সহজ কাজ। যারা যারা মেট্রিক টন সম্বন্ধে কিছুই জানেন না তারা হতাশ হয়ে যাবেন না কারণ আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের কোন ধরনের ইনফরমেশন গ্যাপ থাকবে না।

এখানে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো যে মেট্রিকটন এবং টন এই দুটি শব্দ একই রকম। আপনি কোথাও কোথাও মেট্রিক টন শব্দটি না শুনে হয়তো শুধু টন শব্দটি শুনে থাকবেন। এ বিষয়ে কনফিউজড হয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। আগেকার সময় যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করতো তখন এ ধরনের একক গুলো খুব বেশি প্রচলিত ছিল কারণ বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করার ক্ষেত্রে তারা এই এককগুলো ব্যবহার করত। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপে যখন শিল্প বিপ্লব চলছিল তখন বেশিরভাগ কাঁচামাল বিভিন্ন দেশ থেকে সেখানে আমদানি করা হতো যার মধ্যে আমাদের ভারতবর্ষ অন্যতম। চলুন আমরা এখন জেনে আসার চেষ্টা করে এক ম্যাটট্রিক টন সমান কত কেজি হয়।

পূর্বে আমরা জানতাম যে এক মেট্রিক টন সমান সাড়ে সাতাইশ মন হয়। এখন আর এই হিসাবটি প্রচলিত নয় কারণ এখন এক মেট্রিক টন সমান এক হাজার কেজি ধরা হয়। এক হাজার কেজিতে কত মন হয় তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ১০০০ কেজিতে হয় ২৫ মন। সুতরাং এখন থেকে যদি আপনারা কোথাও এমন প্রশ্নের সম্মুখীন হন যে এক মেট্রিক টন সমান কত কেজি তাহলে অবশ্যই বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে পূর্বে এটি কিভাবে হিসাব করা হতো এবং এখন কিভাবে হিসাব করা হচ্ছে। আর যদি সহজ ভাবে উত্তর দিতে চান তাহলে বলে দেবেন এক মেট্রিক টন সমান হল এক হাজার কেজি। আশা করি এ বিষয়ে আপনাদের আর কোন প্রশ্ন থাকার কথা নয়।

Leave a Comment