১ ভরি কত টাকা

এক ভরি অর্থাৎ এক ভরি সোনা। সোনার দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। এক ভরি সোনার দাম কত এবং কোন দেশে সোনার উৎপাদন এবং সোনার বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে সকল ধরনের তথ্য উল্লেখ করব। ১৮ ক্যারেট সোনার দাম কত?
২১ ক্যারেট সোনার দাম কত?
২২ ক্যারেট সোনার দাম কত? 18 ক্যারেট সোনা এক ভরি এর দাম কত?
২১ ক্যারেট সোনা এক ভরি এর দাম কত?
২২ ক্যারেট সোনা এক ভরি এর দাম কত? কোন সোনা চকচক করে বেশি? কত ক্যারেট সোনা দিয়ে গয়না বানালে ভালো হয়। কোন ক্যারেট সোনার গয়নার টেকসই বেশি হয়?
এরকম যাবতীয় তথ্য সম্পর্কে আজ আমরা আপনাদের ইনফরমেশন দেব। তাই সোনার বাজার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাইলে আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইলো।

বর্তমানের সোনার বাজারে সোনার দাম দিন দিন বেড়ে চলেছে। মধ্যবিত্ত পরিবারের জন্য এক ভরি সোনা কেনা অনেক বড় ব্যাপার। সোনার বাজারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক মাথাপিছু আয় এর তুলনায় সোনার দাম একদম আকাশছোঁয়া। এক ভরি সোনার দাম একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে অনেক বেশি। ক্রমশ এই সোনার দাম বেড়েই চলেছে। বর্তমান বাজারে সোনা কত করে ভরি সেটা একবার দেখেই নিন। মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকা।

সোনা একটি ধাতব হলুদ বর্ণের ধাতু। বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়ীত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির প্রথা এখনও সমানভাবে বিরাজমান রয়েছে। যে কোন সম্প্রদায়ের লোক যে কোন বয়সের মেয়েরাই সোনার গহনা ব্যবহার করে। কমবেশি সব মহিলাদের কাছে সোনা নামক মূল্যবান ধাতব পদার্থের গহনা রয়েছে।

বাংলাদেশ একটি মুসলিম দেশ। মুসলিমদের সোনার গয়না পরার বেশি প্রচলন নেই। তাই মুসলিমরা বেশি সোনার গয়ন পড়তে পছন্দ করেন না। কিন্তু হিন্দুদের সোনার গয়না পরা একটি সংস্কার। বিশেষ করে হিন্দু মেয়ের বিয়েতে মেয়ে পক্ষ থেকে যৌতুক হিসেবে অনেক সোনার গয়না দিতে হয়। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আমাদের সকলের উচিত যৌতুক নামক এই সামাজিক ব্যাধির বিলুপ্তি ঘটানো। এই যৌতুকের কবলে অনেক মেয়ে অকালে জীবন দিয়েছে অনেক মধ্যবিত্ত পরিবার উজাড় হয়ে গেছে এই যৌতুক উদ্ধার কুপ্রভাবে। তাই আইনের কাছে প্রার্থনা যে যৌতুক প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং যৌতুক নেওয়া জনগণের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা।

হিন্দু মহিলারা সোনার গয়না বেশি পড়ে। অধিকাংশ হিন্দুদের বিভিন্ন ধরনের সোনার গয়না থাকে। আপনি কি বিয়ের জন্য সোনার গয়না কেনার কথা ভাবছেন??
সোনা কিনার আগে অবশ্যই যাবতীয় তথ্য নিয়ে তারপর সোনা কিনবেন কারণ সোনা অনেক মূল্যবান একটি ধাতু। তাই এই মূল্যবান ধাতু ক্রয় করার আগে কোন ধরনের সোনা ভালো হবে সেই সম্পর্কে জেনে নেওয়া দরকার। আজ আমরা আপনাদের সামনে সোনা নামক ধাতু সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি।

21 ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য কত বাংলাদেশে?
বন্ধুরা 21 ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য বাংলাদেশে 94653 টাকা।
18 ক্যারেট সোনার মূল্য প্রতি ভরিতে কত বাংলাদেশে?
বন্ধুরা 18 ক্যারেট প্রতি ভরি তে বর্তমান বাংলাদেশের বাংলাদেশি টাকায় সোনার মূল্য 81123 টাকা।
পুরাতন গহনা সোনার মূল্য কত বাংলাদেশ?
পুরাতন অর্থাৎ স্টাডিশনাল গোল্ডের মূল্য বর্তমান বাংলাদেশ 67592 টাকা।

এটাই ছিল বর্তমান সোনার বাজার। এক ভরি সোনার দাম বর্তমানে অনেক বেশি। বন্ধুরা সোনা কত টাকা ভরি এবং সোনা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এরকম যেকোন ইনফরমেশন জানতে চাইলে ইন্টারনেট থেকে সার্চ করে নিতে পারবেন। আমাদের এই পোস্টটি কি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment