ইসলামিক সেরা সুন্দর উক্তি

ইসলাম ধর্মে নবীজীদের মুখে উচ্চারিত সুন্দর সুন্দর উক্তিগুলো ইসলাম হিসেবে আমাদের সকলেরই জানা উচিত। এই বাণী এবং উক্তিগুলো অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। পোস্ট করা অথবা কোন কাগজে ছাপানোর মাধ্যমে এই উক্তিগুলোর প্রয়োজন পড়ে। আজকে আমরা আমাদের আর্টিকেলটিতে দিতে ইসলাম উক্তিগুলো উল্লেখ করে রেখেছি।

এই উক্তিগুলো করতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বলে আমরা আশা করছি। অনেকেই আছেন যারা ইসলামিক উক্তি গুলো সংগ্রহ করে বিভিন্ন পোস্টার কিংবা মানুষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য পোস্টার লিখে থাকেন। তারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এগুলো সংগ্রহ করে পোস্টার কিংবা বিভিন্ন লিফলেট লাগিয়ে মানুষকে সচেতন করতে পারেন।

আল্লাহতালা দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু বর্তমানে মানুষ যুগের পরিবর্তনের সাথে সাথে তার নিজের ঈমান নষ্ট করছে। কেয়ামতের দিনে আল্লাহতালা প্রকৃত মুমিনদের শুধুমাত্র রহমতের ছায়া প্রদান করবে। বর্তমানে আমরা দেখতে পারি সমাজের পিতা-মাতা তার সন্তানকে সঠিক ইসলামিক জ্ঞান না দেওয়ার ফলে সন্তানরা বড় হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। তারা দুনিয়ার কাজকর্মে পড়ে যায়।

এক্ষেত্রে বাবা-মাকে অবশ্যই ইসলামিক জ্ঞান প্রদান করতে হবে।আমরা যে আমাদের ওয়েবসাইটে ইসলামিক বানী উক্তি সংযুক্ত করেছি। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে আপনাদের সন্তানদের পড়ে শোনাতে পারেন। তাতে তার ইসলামিক জ্ঞান টা আরো বাড়বে। তাই নিজে থেকে দেখে নিন ইসলামিক মূল্যবান কিছু উক্তি ও বাণী। ইসলামিক সেরা সুন্দর উক্তি:-

১। আল্লাহকে সবসময় শ্রদ্ধা করতে হবে। তোমাকে কর্ম করার আগে যদি আল্লাহর কথা স্মরণ করো তাহলে তুমি সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

২। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে । আর সৎ লোকেরা সবাইকে সৎ মনে করেন। আল্লাহতালা আমাদের সৎ এবং অসৎ বানিয়ে সৃষ্টি করেননি। তুমি সবাইকে নিষ্পাপ শিশু আকারে জন্য দিয়েছেন। আমাদের কর্মে নির্ধারিত হয় আমাদের জীবনের ভবিষ্যৎ। তাই কর্ম ভালো করতে হবে।

৩। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক । যদি ধর্মে বিশ্বাসী হও এবং আল্লাহকে ভয় করো তাহলে পাপ কাজ তুমি করতে পারবে না।

৪‌। নিরীহ পশুদের সেবা করো। গরিব দুঃখীদের পাশে দাঁড়াও । নিজেকে অন্যের জন্য নিয়োজিত করো। আর সব সময় আল্লাহর মোনাজাত কর। বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে । এরকম আল্লাহ দেখানো পথে চললে আল্লাহ তোমার সকল মোনাজাত কবুল করবেন।

৫। হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের । পাপ করা এবং পাপ কাজকে সহ্য করার সমান অপরাধ।

৬। যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে । সদা সত্য কথা বলো। শুধু সৎ পথে চলো। তাহলে আল্লাহ ঠিকই ভালবাসবেন। আল্লাহ জান্নাত নসিব করবেন।

৭। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না । কারণ সঙ্গ দোষে মানুষ খারাপ হয়ে যায়। এক ঝুড়িতে দশটি ভালো আমের মধ্যে যদি একটা পচা আম থাকে তাহলে সব আম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সৎসঙ্গ চিনতে শেখো। অসৎ সংঘ কে সব সময় এড়িয়ে চলতে হবে।

৮। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।

৯। নারীদের পর্দার আড়ালে থাকার বিধান রয়েছে ইসলাম ধর্ম। আল্লাহু বলেছেন নারীরা তাদের ভুষণ সব সময় আড়াল করে রাখবে। লজ্জা হলো নারীদের অলংকার। ধর্মীয় এই নৈতিক শিক্ষা গুলো আমাদের সকলের মেনে চলা উচিত।

১০। অপচয় করা যাবে না। আল্লাহ কোনদিনও আমাদের বিনা দরকারে অযথা খরচ করতে বলেননি। সবকিছু পরিমান অনুযায়ী ব্যবহার করতে হবে। একদিন সকল পাপ পুণ্যের বিচার হবে আখেরাতে। ‌

Leave a Comment