ন দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম

দন্তন্য অক্ষরটি ত বর্গীয় একটি বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ৩৯ টি বর্ণ রয়েছে এবং এই ৩৯ টি বর্ণ গুলির মধ্যে একটি। দন্তের ন দিয়ে অনেক নাম হয় অর্থাৎ বাংলা বর্ণমালায় বিভিন্ন অক্ষরগুলি দিয়ে নাম হয় এর মধ্যে দন্তন্য বর্ণটি দিয়ে সবচাইতে বেশি নাম দেখা যায়। আমরা দেখেছি যে আমাদের সমাজে শুধু নয় পৃথিবীর সকল দেশের সুন্দর নাম গুলো মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। মেয়েদের জন্য যে নামগুলো আমরা স্থির করে থাকি সেই নাম গুলোই অনেকটা সুন্দর। তাই ধরে নেওয়া হয় যে মেয়েদের জন্য যদি কোন নাম রাখতে হয় তাহলে

সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম কিভাবে বুঝবেন। নামটি সুন্দর হয়েছে বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। সে কিছু বিষয় গুলোর মধ্যে রয়েছে নামটি সংক্ষিপ্ত হতে হবে, উচ্চারণের ক্ষেত্রে সহজে উচ্চারণ করা যায় এমন নাম, আমার নামটির অর্থ যেন সুন্দর হয় সে বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই এই বিষয়গুলি যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেই নামটি রাখতে পারবেন এবং এই নামটিকে সুন্দর নাম বলে বিবেচনা করতে পারবেন।

মেয়েদের দুই অক্ষরের নাম

মেয়েদের নামগুলো বিশেষ করে সংক্ষিপ্ত এবং শ্রুতি মধুর হওয়া উচিত। তাহলে যদি স্মৃতি মধুর এবং সংক্ষিপ্ত নাম হতে হয় তাহলে অবশ্যই দুই অক্ষরের নামগুলো সবচাইতে বেশি হয়ে থাকে। তাই দু অক্ষরের যত নামগুলো আমরা দেখেছি সব নাম গুলো অনেকটা সুন্দর হয় আর সেই জন্যই দুই অক্ষরের যদি না অক্ষরটি দিয়ে অর্থাৎ দন্তন্য অক্ষরটি দিয়ে মেয়েদের নাম হয় তাহলে অবশ্যই সেই নামগুলোই বেশি ভালো বলে মনে করি। তাই আমরা এখন দেখব যে দন্তন্য অক্ষরটি দিয়ে দুই অক্ষরের যে নামগুলো রয়েছে সেই নামগুলো কতটা সুন্দর হয় সে বিষয়ে।

অবশ্যই আমরা এখন দেখার চেষ্টা করব যে দন্তন্য অক্ষরটি দিয়ে কোন নাম গুলো সবচাইতে বেশি ভালো হয় সে নাম গুলো দেখবো এবং নিজেদের কন্যা সন্তানের জন্য প্রযোজ্য যদি হয় অর্থ যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই সেই নামটি রাখার চেষ্টা করব। তাই দন্তন্য অক্ষরটি দিয়ে। তাই মেয়েদের ক্ষেত্রে আমরা দেখব যে, সুন্দর নামগুলো রাখার জন্য অবশ্যই দুই অক্ষরের সুন্দর অর্থ এবং শ্রুতি মধুর হয় এমন নাম গুলি। তবে আমরা দেখেছি যে দন্তন্য বর্ণটি দিয়ে যে নাম গুলি আমরা আপনাদেরকে দেখাবো সব নামগুলোই অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত শ্রুতি মধুর।

ন দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম

আমরা সবাই জানি যে ইসলাম ধর্মে নামের একটি গুরুত্ব রয়েছে। আর এই কারণে আমরা যদি ইসলাম ধর্মের নামগুলো দেখি তাহলে অবশ্যই সে নামগুলো যেন ঠিক নাম হয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি রাখা যায় তাহলে অবশ্যই সেই নামটি ঠিক না বলে বিবেচিত হয়। আবার আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা যে ধর্মের অনুসারী তারা অবশ্যই সেই নামগুলো অর্থাৎ ওই ধর্মের মধ্যে থেকে সেই নামগুলো রাখার চেষ্টা করি। বা ধর্মের নাম গুলি রেখে রাখলে বাবা-মায়েরা অবশ্যই সেটি সম্পর্কে তারা ভালো বিষয় দেখে থাকে বা বুঝে থাকে। দন্তন্য অক্ষর টি দিয়ে যে নাম গুলো দেখবো এখন সব নামগুলো সুন্দর এবং অর্থসহ সুন্দর এ কারণে এখান থেকে আপনি আপনার সন্তানের জন্য একটি দুইটি নাম অবশ্যই রেখে দিতে পারবেন বলে বিশ্বাস করি। তাহলে চলুন আমরা এখন না অক্ষরটি দিয়ে দুই অক্ষরের ইসলামিক মেয়েদের নাম সমূহ দেখে নিই।

নাদিরাহ (Nadirah) -নামের অর্থ- বিরল
নাবিহা (Nabiha) -নামের অর্থ- ন্যায়পরায়ণ
নাফীসা (Nafisa) -নামের অর্থ- মুল্যবান
নায়লা (Naila) -নামের অর্থ- অর্জনকারিনী
নাহলা (Nahla) -নামের অর্থ- পানি
এই ধরনের আরো নাম যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পোষ্টের শেষ পর্যন্ত যেতে হবে এবং মনোযোগ সহকারে সেগুলো দেখে যেতে হবে।

Leave a Comment