ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস

আমরা ইসলাম ধর্মের মানুষজন সব সময় আমাদের ইসলামিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চাই। কারণ ইসলাম হিসেবে আমরা সব সময় নিজের ধর্মকে নিয়ে গর্ববোধ করব। ইসলাম হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করব। নিজেদের ধর্মের প্রচারণ করব। নিজেদের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় চিন্তাধারা, ধর্মীয় নিয়ম নীতি এবং ধর্মীয় অনুশাসনকে প্রচার করার একটি অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা বিশ্বব্যাপী কোন তথ্য ছড়িয়ে দিতে পারি খুব সহজে।

আজকে আমরা যারা আমাদের ধর্মকে শ্রদ্ধা করি এবং ধর্মকে ভালোবাসি তারা ধর্মীয় ভাবে বিভিন্ন স্ট্যাটাস আপডেট দিতে পারি। ধর্মীয় ছোট ছোট স্ট্যাটাস গুলো আপডেট দেওয়ার মাধ্যমে আমরা সবাইকে বোঝাতে পারি যে আমাদের ধর্ম টা কতটা শ্রেষ্ঠ। ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস গুলো শেয়ার করার মাধ্যমে আপনিও যদি নিজের ধর্মীয় মনোভাবকে প্রকাশ করতে চান তাহলে আমাদের এই আর্টিকেলে পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ইসলামিক স্ট্যাটাস গুলো। আপনাদের জন্য আমরা সাজিয়ে নিয়ে এসেছি ছোট ছোট ইসলামিক স্ট্যাটাস উক্তিগুলো।
চলুন তাহলে এবার আমরা দেখে নি ই ইসলামিক স্ট্যাটাস গুলো।
ইসলামিক ছোট ছোট স্ট্যাটাসগুলির উদাহরণ:-

১/ আল্লাহ বলেছেন জীবের সেবা করলে আল্লাহর সেবা করা হয়। তাই সকল নিরীহ পশু পাখিদের আমরা সেবা করব। নিষ্পাপ কথা বলতে না পারা প্রশ্নগুলোকে কখনো আঘাত করবো না। জীব সেবা করলে আল্লাহকে সেবা করা হয়।

২/ পৃথিবীতে একটি পাতাও আল্লাহর ইচ্ছা ছাড়া নড়ে না। আল্লাহ এ বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। এই জগতের পালনকর্তাও তিনি।

৩/ আমরা আমাদের মত কাজ করে যাব। ফল দাতা তিনি। আমাদের কাজ আমাদের করে যেতে হবে। ফলের আশা করলে চলবে না। যার যার মত নিজের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ উপর থেকে সব দেখবেন।

৪/ আল্লাহ চাইলে দিনকে রাত এবং রাতকে দিন করে দিতে পারে। তাই আল্লাহর উপর ভরসা হারালে চলবে না। আল্লাহ আছেন এবং আল্লাহ ই একদিন ঠিক আমাদের সাফল্য এনে দেবে।

৫/ এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা প্রতিবন্ধী। শারীরিক অক্ষমতা রয়েছে অনেকের। আমরা সব সময় আল্লাহর কাছে শুকরিয়া ওয়াদা করব যে আল্লাহ আমাদের একজন সম্পূর্ণ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।

৬/ গাছে ফুল ফল, নদী ভরা জল, উপরে নীল আকাশ সবই আল্লাহ তোমারি দান। তাই আমরা সকলে, তুলি দুই হাত করি মোনাজাত। সকল মোনাজাত সকল দোয়ায় তোমারই শুকরিয়া ওয়াদা করি। মহান তুমি আল্লাহ, মহান তোমার সৃষ্টি।

৭/আল্লাহ তুমি দয়াল, তুমি মহান । হে আল্লাহ, তোমার মতন করিয়া তুমি করো সৃষ্টি এই জীব জগতের সকল ব্যক্তিকে।

৮/ পাহাড়- পর্বত ,নদী-নালা ,খাল- বিল সব কিছুর সৃষ্টিকর্তা একজন। আল্লাহ এক তার কোন আলাদা রূপ নেই। মানুষ জগতের মহান পরিচালক এক আল্লাহ।

৯/ পৃথিবীতে ইসলামী হিসেবে জন্মগ্রহণ করেও যারা আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন পাপ কাজ করেন, তাদের একদিন ঠিকই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আখিরাতে কেউ মুক্তি পাবে না। মৃত্যুর পর সহ্য করতে হবে সেই পাপ কাজের যন্ত্রণাগুলো। আল্লাহ উপর থেকে হিসাব রাখছেন সকলের। তাই এই মানুষ জগতে তুমি যতই পাপ করো না কেন মনে রেখো একদিন এই পাপের সাজা তুমি নিশ্চয়ই পাবে। তাই আল্লাহকে ভয় কর। আল্লাহর নিষিদ্ধ পাপ কাজগুলো করা থেকে বিরত থাকো।

১০/ আল্লাহ তুমি কত সুন্দর, সুন্দর তোমার সৃষ্টি। তোমার বিচার বুদ্ধি এবং তোমার মহিমায় মুগ্ধ হয়েছি আমি। আমি ধন্য মনে করি নিজেকে মুসলিম হিসাবে।

১১/ আল্লাহ আমাদের খাদ্য দিয়েছেন।
পরিধানের জন্য পোশাক দিয়েছেন।
বসবাসের জন্য দিয়েছে বাসস্থান।
হে আল্লাহ তোমার এই সকল দান এর জন্য আমরা আজীবন তোমার সেবিকা হয়ে কাটিয়ে দিতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত সব সময় তোমার গুণগান‌ করতে চাই। মৃত্যুর পরেও তোমার সান্নিধ্য পেতে চাই।

১২/ এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখে তার সৃষ্টিকর্তাকে শত শত কোটি প্রণাম জানাই। হে আল্লাহ তোমার এই অপরূপ সৌন্দর্য সৃষ্টি তুমি দান করেছ আমাদের। তোমার তৈরি এই পৃথিবীতে আমরা বসবাস করছি । নিজেদের প্রত্যেকটি দোয়ায় শুধু তোমাকেই স্মরণ করি ,হে মহান আল্লাহ।

Leave a Comment