বাচ্চাদের সাইকেল ছবি ও দাম

আমরা ছোটবেলায় সাইকেল চালানো শিখি বড় ভাইয়ের, চাচা বা আব্বাদের সাইকেল গুলো নিয়ে চালানো শিখি। তবে এখন আর সেই সাইকেল গুলো দেখা যায় না। কিন্তু ছোট বাচ্চারা এখন সাইকেল চালাতে অনেক পছন্দ করে। তাই তারা যখন একটু বড় হয়ে ওঠে তখন তারা সাইকেল নিবে বলে বায়না শুরু করে। পিতা মাতা তখন দুশ্চিন্তায় পড়ে যাই কি সাইকেল তাদের কিনে দেওয়া যায়।

বাংলাদেশের বাজারে বেশ কিছু কোম্পানির সাইকেল রয়েছে তবে ছোটদের দুরন্ত কোম্পানির সাইকেলগুলো বেশ জনপ্রিয়। আমরা আর ছোট বাচ্চাদের সাইকেল নিয়ে আলোচনা করব। ছোট বাচ্চারা সাইকেল যদি নিতে চাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি সাইকেল কিনে দেওয়ার। এমন একটা সময় এসেছে বাচ্চারা বিকেলবেলা একটু খেলাধুলা করবে সেই জায়গাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাদের মানসিক বিকাশ এর শারীরিক বিকাশ ঠিক রাখতে হলে অবশ্যই তাদের সাইকেল কিনে দেওয়াটা জরুরী।

বাংলাদেশের মার্কেটে যে সাইকেল গুলো পাওয়া যায় সেগুলো স্টিল ও অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়ে থাকে, স্টিল দিয়ে তৈরি করা সাইকেলগুলো বেশ ভারী হয়। তাই বাচ্চাদের এই সাইকেল চালাতে সমস্যা হয় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম দিয়ে বানানো সাইকেলগুলো কেনার। এগুলো ওজনে হালকা হয় তাই বাচ্চারা খুব সহজেই এগুলো চালাতে পারে। ছোটবেলায় তাদের শক্তি অনেক কম থাকে তাই তাদের ছোট সাইকেল নিয়ে দিতে হবে এবং চেষ্টা করতে হবে পাতলা শক্ত সাইকেল কিনে দেওয়ার। কারণ ছোটবেলায় সাইকেল চালাতে গিয়ে তারা বারবার পড়ে যাবে পড়ে গিয়ে সাইকেল যেন না ভেঙে যায় সে কারণেই ভালো মানে সাইকেল কিনে দেওয়ার চেষ্টা করবেন।

ছোট বাচ্চাদের সাইকেল এর সাইজ

বাজারে বেশ কিছু সাইকেল পাওয়া যায় ছোটদের সেগুলো ১২ ইঞ্চি থেকে শুরু করে 24 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে ছোট বাচ্চাদের জন্য ১৪ থেকে ১৬ ইঞ্চির মধ্যে সাইকেল কেনা সবচাইতে বেশি জরুরি বলে আমরা মনে করি। কারণ ১২ ইঞ্চি সাইকেলগুলো সবচেয়ে ছোট এবং অনেক হালকা যেগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে । তাই আমাদের চেষ্টা করতে হবে ১৪ বা ১৬ ইঞ্চি সাইকেল নেওয়ার তাহলে সে বড় হয়ে এ সাইকেলটা কিছুদিন চালাতে পারবে। বাচ্চার যখন পাঁচ থেকে সাত বছর বয়স হয়ে যাবে তখন তার ২০ থেকে ২২ ইঞ্চি মাপের সাইকেল গুলো চালানো ভালো হবে। ২৪ ইঞ্চি সাইকেল ১২ থেকে ১৫ বছর বয়সের বাচ্চাদের জন্য স্বাভাবিক।

দুরন্ত সাইকেল কোম্পানি এখন অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের চাহিদা পূরণ করে এই সাইকেল কোম্পানি এখন আন্তর্জাতিক ভাবে অনেক দেশেই সাইকেল রপ্তানি করছে। যা আমাদের দেশের জন্য অনেক গৌরব। আপনারা সাইকেল কিনার আগে অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমে আপনার বাচ্চার সাইকেলটি নিবেন। আপনারা চাইলে দুরন্ত কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সাইকেল দাম গুলো ছেড়ে দিতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে এই সাইকেল গুলি বাড়ি বসে অর্ডার করতে পারেন অথবা তাদের নিজস্ব দোকানে গিয়ে এই সাইকেলগুলো কিনে নিবেন।

ছোটদের সাইকেলের ছবি ডাউনলোড

আমরা এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু কোম্পানির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা বাচ্চাদের জনপ্রিয় সাইকেলের ছবিগুলো প্রকাশ করব। আপনারা চাইলে এই ছবিগুলো আপনার সংগ্রহে রেখে সাইকেল কিনতে যাওয়ার আগে আপনার বাচ্চাকে পছন্দ করে নিতে পারেন। বাচ্চারা সব সময় লাল জিনিস বেশি পছন্দ করে। তাই চেষ্টা করবেন বাচ্চাদের পছন্দ অনুযায়ী সাইকেল নেওয়ার।

ছোট বাচ্চাদের সাইকেলের দাম

  • সাইকেলের নাম: Duranta Bixo 12 Inch Bicycle(Red) – বর্তমান মূল্য: ৬,৮০০ টাকা।
  • সাইকেলের নাম: Duranta Premier -12 Inch – বর্তমান মূল্য: ৬,৯৩৫ টাকা।
  • সাইকেলের নাম: Duranta BIXO Steel 1-Spd 20 MJB-03 Pink (PC) – বর্তমান মূল্য: ৮,৬৬৫ টাকা।
  • সাইকেলের নাম: Duranta Steel 1 Spd Premier M-12.01 Blue – বর্তমান মূল্য: ৬,৯৩৫ টাকা।
  • সাইকেলের নাম: Duranta BIXO 14″ Bicycle – Pink – বর্তমান মূল্য: ৭,০৬৫ টাকা।

 

পরিশেষে বলতে চাই আপনি আপনার ইচ্ছামত সাইকেল পছন্দ করে নিবেন আমরা জাস্ট আইডিয়া দেয়ার চেষ্টা করেছি আপনারা বাচ্চাদের জন্য কেমন সাইকেল কিনতে পারেন।

 

Leave a Comment