বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ

ছোট বাচ্চারা প্রায় সময় অনেক আজে,বাজে জিনিস মুখে নিয়ে থাকে যার ফলে তার মুখে বিভিন্ন ধরনের জীবাণু ঢুকে খুব সহজেই।এছাড়াও বিভিন্ন জিনিস হাত দিয়ে ধরে এরপর মুখে হাত নেই এই সব নানা কারণে শিশুদের শরীরে জীবাণু ঢুকে সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে বাচ্চাদের মুখে বেশি ঘা হয়ে থাকে এটা আলসারের সমস্যা কারণে হয়ে থাকে।

নানা কারণে একটি শিশুর মুখে আলচার বা ঘা হতে পারে সে কারণগুলোর মধ্যে সবচাইতে যেই কারণগুলো বেশি সেগুলো হলো বিভিন্ন সময় বাচ্চা মুখে আঘাত পেয়ে থাকে, ভিটামিন বা খনিজ পদার্থের অভাবে মুখে ঘা সৃষ্টি হয়। বেশ কিছু নিয়ম আছে যেই নিয়ম গুলো মেনে চললে বাচ্চাদের মুখের ঘা খুব কম হবে। চলুন সেই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।

বাচ্চার মুখের ঘা এর ওষুধ

আপনার শিশুর মুখে যদি ঘা হয়ে থাকে তাহলে আপনি ঘরোয়া উপায়ে চিকিৎসার মাধ্যমে মুখের ঘা ভালো করতে পারেন চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি বাড়িতে থেকে মুখের ঘা এর চিকিৎসা করবেন।

১) মধু আমাদের সবার বাড়িতে সচরাচর থাকে মধু জীবাণু নাশক হিসেবে কাজ করে। তাই আপনারা এক থেকে তিন বছর বয়সী শিশুদের মুখে যদি ঘা হয়ে থাকে, তাহলে আপনারা শিশুদের মধু খাওয়াবেন এবং যেই জায়গায় ঘা হয়েছে সেই জায়গায় লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে ঘা ভালো হয়ে যাওয়া শুরু করবে।

২) শিশুর মুখে আলচার বা ঘা চিকিৎসায় আপনি আপনার বাড়িতে থাকা হলুদ ব্যবহার করতে পারেন অবশ্যই এটি কাঁচা হলুদ হতে হবে! এই হলুদের রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা সব ধরনের ক্ষত ভালো করতে খুব কার্যকরী ভূমিকা রাখে।

৩) নারকেল এবং দুধ মিক্স করে ব্যথা বা যে জায়গায় ঘা হয়েছে আপনারা সেই জায়গায় লাগিয়ে দিলে ব্যথা কমবে এছাড়াও আপনারা সেই জায়গায় নারকেল তেল ব্যবহার করতে পারেন।

৪) বয়স্ক মানুষকে আমরা আগে দেখেছি দই দিয়ে মুখের ঘা ভালো করতে, দূরে রয়েছে লেক্টিক অ্যাসিড যা যেকোনো ধরনের ক্ষত ও ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই আপনারা চাইলে দই দেখতে পারেন।

৫) তুলসী পাতার বেশ কিছু গুনাগুন রয়েছে যা সবারই জানা। আপনারা শিশুদের মুখে তুলসী পাতা চিবিয়ে দিতে পারেন এতে করে ঘা খুব সহজে সেরে যাবে।

৬) দুধের তৈরি ঘি মুখের ঘা সারাতে খুব ভালো কাজ করে, বাচ্চার মুখে যেখানে ঘা হয়েছে সেখানে আপনি দিনে তিন থেকে চারবার ব্যবহার করুন দেখবেন খুব তাড়াতাড়ি সেই জায়গা শুকিয়ে যাবে এবং ঘা ভালো হয়ে যাবে।

আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে চেষ্টা করেছি কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে এবং নিজ বাড়িতে বসে থেকে মুখের ঘা এর ওষুধ বানাবেন এবং তা কিভাবে প্রয়োগ করবেন। আমরা যে উপায় এবং জিনিস গুলোর কথা বলেছি মুখের ঘা সারানোর জন্য সেই কাজগুলো করার মাধ্যমে আপনি ঘরোয়া উপায়ে মুখের ঘা ভালো করতে পারেন।

শিশুর জিহ্বায় ও মুখে ঘা এর ঔষধ

শিশুর জিব্বা বা মুখে ঘা হয়ে থাকলে আমাদের নিচের দেয়া ওষুধগুলো আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে। আমরা সব সময় আপনাদের সঠিক পরামর্শটি দেবার চেষ্টা করি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তবুও আপনারা সেটা যাচাই-বাছাই করে নিবেন। নিচে ওষুধ গুলোর নাম দেওয়া হলো:

● মাইকোরাল জেল
● Mystat Syrup
● ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট
● Bicozin Syrup
● Micosina Oral Gel

উপরে দেওয়া এই ওষুধ বা জেল গুলোর নানান ধরনের ভালো দিক রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মত এই ওষুধগুলো আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এই ওষুধগুলোর মধ্যে যেকোনো একটি ওষুধ আপনারা ওষুধের দোকান থেকে কেনে নিয়ম মত আপনার বাচ্চাকে খাওয়ালে আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার মুখের ঘা ভালো হয়ে যাবে।

 

Leave a Comment