Monas 10 কিসের ঔষধ

প্রিয় পাঠক বন্ধুদের স্বাগতম। আজকে আরো একটি ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা বিভিন্ন ঔষধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চান তারা আমাদের এই আর্টিকেলে সম্পূর্ণ নিরাপত্তার সাথে যে কোন তথ্য পড়ে নিতে পারবেন। আজকে আমরা আরও একটি নতুন ট্যাবলেট ঔষধ সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের আলোচনা বিষয় হলো Monas 10 নামক এই ট্যাবলেটটি।

আমরা অনেকেই এই ট্যাবলেট টির নাম আগে শুনেছি। আমরা আমাদের আশেপাশে অনেককে এই ট্যাবলেট সেবন করতে দেখি। মূলত হাঁপানিজনিত শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই ট্যাবলেটটি একটি কার্যকারী ওষুধ। অ্যাজমা অর্থাৎ এলার্জি থেকে শ্বাসকষ্ট হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের ক্ষেত্রেই হাঁপানি রোগ হয়ে থাকে। কিন্তু Monas 10 বাচ্চাদের খাওয়া উচিত নয়। বাচ্চাদের জন্য Monas 5 উপযোগী একটি শ্বাসকষ্ট জড়িত ঔষধ।

Monas 10 ওষুধটি সম্পর্কে আমরা অনেকেই জানি। এটি একটি জনপ্রিয় বহুল ব্যবহৃত ওষুধ। এটি খুব কার্যকরী একটি ঔষধ। আমাদের এই পোস্টটি যদি ভালো করে পড়েন তাহলে আপনি মোনাস টেন এই ট্যাবলেটটি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে যাবেন। আজকে আমরা আপনাদেরMonas 10 এর কার্যকারিতা এবং বাজারে এই ট্যাবলেটটি কি দামে বিক্রি হয় যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

Monas 10 ই ট্যাবলেট টি মূলত কাশি হলে সেবন করা হয়। কিন্তু সাধারণ কাশি হলে এই ওষুধটি সেবন করা উচিত নয়। কাশির সাথে যাদের শ্বাসকষ্টের সমস্যা হয় তাদের জন্য মোনাস টেন কার্যকারী একটি ঔষধ। এই ওষুধটি সেবনের তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়। খুবই কার্যকারী এবং আশ্বাসীর একটি ঔষধ। যাদের অ্যাজমা এর সমস্যা রয়েছে তারা নিয়মিত এই ওষুধটি সেবন করতে পারে।

এই ঔষধটি দীর্ঘদিন ধরে সেবন করা উচিত নয় এর দেশ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং শারীরিক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করায় উত্তম।যারা এজমা এর রোগী, এলার্জি রয়েছে তাদের শ্বাসকষ্ট ও জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য Monas 10 সেবন করা হয়। মনোজ টেন এর দাম একটু বেশি। Monas 10 ট্যাবলেট কি সম্পর্কে আরো কিছু তথ্য এবার আপনারা নিচে দেখে নিন।

মোনাস ১০ এর দাম, কাজ, খাওয়ার নিয়ম – Monas 10
মোনাস ১০ (Monas 10) এর দাম?
মোনাস ১০ প্রাইস ইন বাংলাসেশ ?
সকল প্রশ্নের উত্তর এবার আপনারা জানতে পারবেন।
প্রতিটি ট্যাবলেটের মূল্য: ৳ ১৬.০০ (৫ এর প্যাক: ৳ ৮০)
প্রতিটি ট্যাবলেটের মূল্য: ৳ ১৬.০০ (১৫ টি প্যাক: ৳ ২৪০)
প্রতিটি ট্যাবলেটের মূল্য: ৳ ১৬.০০ (৩০ এর প্যাক: ৳ ৪৮০)
Monas 10 এর দাম বেশি। সাধারণ মানুষের জন্য এই ঔষধটি ক্রয় করা একটু সমস্যা হয়ে পড়ে।

অনেকের প্রশ্ন থাকতে পারে এইরকম।
মোনাস ১০ (Monas 10) কোন রোগের ওষুধ?
হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা।অ্যালার্জিক রাইনাইটিস।
মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে। মূলত শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঔষধটি একটি কার্যকারী ঔষধ।

মোনাস ১০ (Monas 10) এর উপকারিতা।
এ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে, মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস রোধে উপকারি। যারা এই ঔষধ সেবন করে তারা এর কার্যকারী সম্পর্কে নিশ্চয় জানেন । এই ঔষধটি দ্রুত কাজ করে এবং এর ফলাফল তাৎক্ষণিক পাওয়া যায়।

প্রাপ্তবয়স্ক ও ১৫ বছর বা তার বেশি বয়সী –
হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিস: ১০ মিলিগ্রাম / দিন
অনুশীলন-প্ররোচিত ব্রঙ্কনকন্ট্রিকশন: ১০ মিলিগ্রাম / দিন

১৫ বছর বয়সের নিচে Monas 10 ওষুধটি খাওয়া উচিত নয়। এটি মূলত প্রাপ্তবয়স্কদের ঔষধ। খাবারের আগে বা পরে বা চিকিৎসকের নির্দেশ অনুসারে সেবন করতে হবে।কিছু ওষুধ আছে যা মোনাস ১০ এর সাথে নিলে সে ওষুধ বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এর কার্যকলাপ কমিয়ে দেয় বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। এর মানে এই নয় যে আপনাকে অবশ্যই ওষুধগুলির একটি গ্রহণ বন্ধ করতে হবে; তবে, কখনও কখনও এটি করা হয়। কীভাবে ওষুধের মিথস্ক্রিয়া পরিচালনা করা উচিত সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন।

Leave a Comment