আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট

আপনারা যদি জীবনে কাউকে ভরসা করে থাকেন এবং সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে হবে এই পৃথিবীতে আপনি রিক্ত ও শূন্য হয়ে গেছেন। কিন্তু আপনি যদি মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে বলব যে আপনি রিক্ত ও শূন্য নয়। বরং আপনার আশেপাশে আল্লাহ পাকের রহমত রয়েছে এবং বিভিন্ন ধরনের নিয়ামতের মধ্য দিয়ে আপনি এই পৃথিবীর বুকে বিচরণ করে বেড়াতে পারছেন। তাই কেউ যদি জীবন থেকে হারিয়ে যায় অথবা কেউ যদি চলে যায় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি শেষ হয়ে যাননি বরং আপনার জন্য আল্লাহই একমাত্র ভরসা।

বিশেষ করে যারা হারাম রিলেশনশিপে আছেন তারা হয়তো প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়ে থাকেন। কিন্তু কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে তখন এই পৃথিবী আপনার কাছে নিঃস্ব ও শূন্য বলে মনে হবে। এটা মনের ভেতরে এমন এক ধরনের কষ্ট ও যন্ত্রণা যা আপনি অন্যের কাছে প্রকাশ করেও শান্তি পাবেন না অথবা দিনের পর দিন আপনার ভেতরে এই কষ্টগুলো আরো দীর্ঘায়িত হতে থাকবে।

কিন্তু মহান আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই কষ্টের মধ্য দিয়েই স্বস্তি রয়েছে, তাই আপনাদেরকে এই কষ্টের মধ্য দিয়েই স্বস্তি পাওয়ার জন্য রবের কাছে ফিরে আসতে হবে। আমরা যারা রবের দেখানো পথ চিনি না অথবা যারা মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য সঠিক রাস্তা চিনতে পারিনা তারা হয়তো বিভিন্ন নেশাদ্রব্যতে ঝুকে পড়ি। বিশেষ করে শহরের মানুষজন বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সেবন করে তার অতীত দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকার চেষ্টা করে।

কিন্তু আপনার মানসিক কষ্ট অথবা মানসিক যন্ত্রনাগুলো যদি আপনি দূরে সরিয়ে রাখতে চান অথবা আপনার বুকে যদি পাথর সমান বোঝা কষ্ট থেকে থাকে তাহলে সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য রবের কাছে ফিরে আসুন।কারন আমরা এই পৃথিবীতে বুকে এত এত পরিমাণ ভুল করে থাকার পরেও তিনি যেহেতু তাঁর রহমত ও নিয়ামত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেননি যেহেতু তার কাছে ফিরে যেয়ে যদি আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে তিনি তো অবশ্যই আমাদেরকে গ্রহণ করবেন।

তাই আপনি এই পৃথিবীর বুকে যাদের আশা ও ভরসা সাথে বেঁচে ছিলেন অথবা যাদের প্রতিশ্রুতি আপনাকে দিনের পর দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল, সেই সকল প্রতিশ্রুতি ও আশা ভরসার জায়গা গুলো সরে গেলে মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। তাই আপনারা এক্ষেত্রে ভেঙে পড়েন এবং মনে করেন যে জীবনের আর আশা ভরসা থাকলো না বলে এই জীবনের কোন মানে নেই। কিন্তু মহান সৃষ্টিকর্তা ওই আকাশ থেকে আপনার সব অবলোকন করছেন।

সুতরাং সামান্য দুঃখ কষ্টতে অথবা আশেপাশের পরিবেশের মাধ্যমে আপনি যদি ভেঙে পড়েন তাহলে সেই ভেঙে না পড়ে মহান সৃষ্টিকর্তার কাছে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনার সমস্যার কথাগুলো খুলে বলেন এবং সেটা যদি হালাল চাহিদা হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহপাক পূরণ করবেন। আল্লাহপাক আমাদের ভাগ্যে বিশেষ বিশেষ বিষয়গুলো নির্ধারণ করে থাকলেও আমাদের দোয়া অথবা আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে তিনি তা বদলে আমাদের মনের মত করে তা দান করেন।

তাই পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেহেতু পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরীক্ষার উদ্দেশ্যে যেহেতু আল্লাহ পাককে রাজি খুশি করানো সেহেতু আমরা অবশ্যই তাঁর দেখানো নির্দেশিত পথে চলাচল করব। তাছাড়া সকল কিছু থেকে আশা হারিয়ে ফেলে আমরা যখন মনে করব আমাদের জীবনে কিছু নেই তখন অন্তত এই কথাটি যদি মনে রাখতে পারি যে আল্লাহ পাক আমাদের জীবনের জন্য যথেষ্ট তাহলে আপনি মনের ভেতরে এক অন্য ধরনের শান্তি ও শক্তি অনুভব করতে পারবেন।

আরবিতে বলা হয়ে থাকে “হাসবুনাল্লাহু ওয়া’নিমাল ওয়াকিল” অর্থাৎ আমার জন্য আল্লাহপাক যথেষ্ট। তাই আল্লাহপাকের প্রতি ভরসা করতে শিখুন এবং তাকে ভালোবাসতে শিখুন তাহলে এই পৃথিবীর বুকে আপনি সুখী মানুষের পরিণত হতে পারবেন।

Leave a Comment