বর্তমান সময়ে কোন কিছু কেনাবেচা করতে গেলে আমরা সাধারণত গ্রাম অথবা কিলোগ্রামের মাধ্যমে ওজন পরিমাপ করি। এক সময় হয়তো ওজন পরিমাপের জন্য অন্যান্য একক গুলো বেশি ব্যবহার করা হতো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউরোপের দেশগুলোতে ওজন পরিমাপের ক্ষেত্রে পাউন্ড ব্যবহার করা হয়। বাংলাদেশেও আমরা কিছু কিছু জিনিস পাউন্ডের হিসেবে বিক্রি করতে দেখি। কেকের কথা বলতে গেলে পাউন্ডের কথা চলে আসে। আমরা যখন জন্মদিনের কেক কিনতে যাই তখন পাউন্ডের হিসেবেই কিনতে হয়।
বিভিন্ন একক গুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন জিনিস আপনি কতটুকু কিনছেন তা জেনেই কিনতে হবে। আপনি যত টাকারই মালিক হন না কেন বাজার করাটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে এটি শেখার জন্য ওজন পরিমাপ শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওজন পরিমাপের কথা আসলেই চলে আসে ওজন পরিমাপের একক অর্থাৎ গ্রাম, কিলোগ্রাম, মন, তোলা, আনা, ভরি ইত্যাদির কথা। আমাদের আজকের আলোচনাটি হবে তোলা নিয়ে।
এই আলোচনার মধ্যে আমরা তোলার সাথে গ্রামের কি সম্পর্ক রয়েছে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তোলার সাথে গ্রামের কি সম্পর্ক আছে সেটি দেখালে হয়তো আপনারা অন্যান্য সব এককের সাথে তোলার কি সম্পর্ক সেটি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এখনকার সময় আমরা তোলা শব্দটি খুব বেশি শুনি না। তোলা কথাটি শুনলেই আমার একটি গানের কথা মনে পড়ে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন গানটির কথা বলছি যেখানে বলা হয় আশি তোলায় সের হলে
,চল্লিশ সেরে মন। এখান থেকেও কিন্তু আমরা একটি তথ্য পেয়ে যাচ্ছি আর তা হলো ৮০ তলায় এক সের হয়। যারা সের কথাটির সাথে পরিচিত নন তারাও হয়তো বুঝতে পারছেন এখানে শেয়ার বলতে কেজিকে বোঝানো হয়েছে কারণ পরের লাইনে বলা হয়েছে চল্লিশের মন আর ৪০ কেজি তেই এক মন হয়। দেখুন এখানে একটি তথ্য আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি এবং সেখান থেকে খুব সহজেই এক তোলা সমান কত গ্রাম তা বের করা যাবে। আপনারা চাইলে একতোলায় কত কিলোগ্রাম সেটিও বের করে ফেলতে পারবেন।
যারা এত কষ্ট করে হিসেব করতে চাইছেন না তাদের জন্য আমরা সহজ ভাবে তুলে ধরবো তোলা এবং গ্রামের মধ্যকার সম্পর্ক। তবে হিসাবটাও আপনাকে জানতে হবে কারণ কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিভাবে এক তোলা সমান কত গ্রাম হয় তা আপনি বের করলেন তখন তাকে দেখিয়ে দিতে হবে। কখনো কখনো নিজের সন্তানকে পড়ানোর সময়ও আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে তোলা এবং গ্রামের মধ্যে কি সম্পর্ক রয়েছে।
এখন হয়তো তোলার ব্যবহার খুব বেশি হয় না তবে ছোটখাটো অনেক জিনিস পরিমাপ করতে এখনো তোলা একটি কাজে লাগে। সোনার মত দামি ধাতু পরিমাপের ক্ষেত্রে তোলার প্রয়োজন হতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন তোলার সাথে ভর এবং আনার একটি সম্পর্ক রয়েছে যেটি আমরা আমাদের অন্য কোন আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করব।
এক তোলা সমান ১১.৬৬৩৮০৩৮ গ্রাম। আপনি নিজে হিসেব করলেও হয়তো এই মানটি পাবেন অথবা এর কাছাকাছি কোন একটি মান পাবেন। একটি বিষয় পরিষ্কার যে আমরা নিজে থেকেই তোলা এবং গ্রামের মধ্যকার সম্পর্ক খুঁজে বের করতে পারবো এবং তোলা থেকে গ্রামে কনভার্ট করতে হলে কিভাবে করতে হবে সেই রাস্তা আমরা জেনে ফেলেছি। আশা করি এ সংক্রান্ত কোনো জটিল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনি বুদ্ধিদীপ্ততার পরিচয় দিবেন।
ওজন পরিমাপের আরও অনেক একক সম্বন্ধে জানতে এবং এদের সাথে অন্যান্য একক গুলোর কি সম্পর্ক রয়েছে তা খুঁজে বের করতে আমাদের সাথে থাকতে পারেন। আমরা সব সময় যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি এবং গাণিতিক হিসেবে বিশ্বাস করি। আপনিও যদি সহজ ভাবে বুঝতে চান তাহলে প্রতিদিন আমাদের নতুন নতুন আর্টিকেলগুলো পড়তে থাকুন।