অভিশাপ নিয়ে উক্তি

প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন আসলে অভিশাপ কি?অভিশাপ বলতে বাস্তবে কোন জিনিস নেই। এটা আসলে মানুষের এক ধরনের মিথ্যা ধারণা। কারো বিরুদ্ধে খারাপ কথা বলা অথবা কারো খারাপ চাওয়ার এটাই হলো অভিশাপ।। এটি একটি নিন্দনীয় কাজ। মানুষ হিসাবে মানুষের খারাপ চাওয়া মোটেই কাম্য নয়। যারা মানুষকে অভিশাপ দেয় তারা হলো অপদার্থ। যারা অক্ষম যাদের কোন ক্ষমতা নেই তারা মূলত অন্যের খারাপ চাই এবং অভিশাপ দেয়।

আমাদের সম্মানিত পাঠাকগণ আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে, অভিশাপ নামক এই শব্দ কি কখনো ব্যবহার করবেন না। আপনি যদি কাউকে অভিশাপ দিয়ে থাকেন তাহলে তার কোন ক্ষতি হবে না। উল্টে আপনার নিজ ব্যক্তিত্বের পরিচয় সবাই পেয়ে যাবে। কাউকে অভিশাপ দেওয়া অথবা কারো ক্ষতি চেয়ে নিজের ব্যক্তিত্বকে মাটিতে মিশিয়ে দিতে দেবেন না। আপনি নিজে সবসময় সৎভাবে চলুন তাহলে দেখবেন কোন অভিশাপ এবং কোন খারাপ দোয়া থেকে আপনি বিরত থাকবেন। আপনি যদি সৎ হয়ে থাকেন এবং আপনার কার্যক্রম এবং পদক্ষেপ যদি ভালো হয় তাহলে সবাই আপনার মঙ্গল কামনা করবে। আপনার ভালোর জন্য দোয়া করবে সবাই।

তাই সমাজের এই সকল কাজকর্মকে উপেক্ষা করে মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। মানুষ হিসেবে আমাদের কর্তব্য আমাদের করে যেতে হবে। এই সকল অভিশাপ ,নিন্দা, কুসংস্কার ,অন্ধবিশ্বাস এই সকল সামাজিক ব্যাধি থেকে নিজে বিরত থাকুন তাহলে দেখবেন আপনার আশেপাশের মানুষজন এবং আশেপাশের পরিবেশ হয়ে উঠবে সুন্দর। আপনি পারেন আপনার আশেপাশের পরিবেশ কে সুন্দর করতে।

আপনার মনুষ্যত্বের নৈতিক গুণ দিয়ে আপনি এই সকল অভিশাপ নামক খারাপ শব্দগুলোকে সমাজ থেকে মুছে দিতে পারেন। আমাদের নতুন প্রজন্ম কে আমাদের সব সময় ভালো শিক্ষা দিতে হবে। সামাজিক জীবনে এই সকল কূপ প্রথা এবং খারাপ শব্দগুলো থেকে আমাদের নতুন প্রজন্মকে বিরত রাখতে হবে। অভিশাপ নামক এই শব্দগুলো সমাজ থেকে বিলুপ্তি করে দিতে হবে।

অভিশাপ কি এবং অভিশাপ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অভিশাপ দেওয়া মোটেও ভালো না।। কেউ কেউ কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে। যারা কথায় কথায় অন্যকে অভিশাপ দেয় তাদের মানসিকতা কেমন সেটা আপনারা নিজেই বুঝে নিন। অত্যন্ত নিজ মানসিকতা এবং পৌরাণিক ধ্যানধারণা সম্পূর্ণ মানুষেরাই অভিশাপ দিয়ে থাকে। যদিও আধুনিক বাস্তব যুগে এই অভিশাপের কোন ভিত্তি নেই। এটা নিতান্তই লোকের মুখের কথা। এটা এক ধরনের অন্ধবিশ্বাস। গ্রামীন মানুষেরা এটা বেশি বিশ্বাস করে তবে শহরমুখী আধুনিক জীবন ধরার মানুষজন এই অভিশাপ নামক শব্দকে বিশ্বাস করে না এবং কারো উপর প্রয়োগ করার চেষ্টা করেনা।

  • বাড়ন্ত চাল, বড়ই অকাল, খালিপেটে স্বপ্নরা মেনেছে হার অভিশাপ যত, ক্ষত-বিক্ষত, হিসেব মিলেছে, ষোলোআনার।
  • ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে দিলে যে ৷ অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে ৷
  • দুঃখ পেলে, লেখো নাম মনে, লড়াই একা তোমার নামে অভিশাপ আংশিক বংশের, নাম পাবেনা যে কোনোখানে ৷৷
  • প্রকৃতিকে ধ্বংস করে, উন্নয়নের দোহাই দিয়েছো- বিজ্ঞান কে শিখন্ডী করে, তাই আজ অভিশাপ কুড়িয়েছো।
  • অভিশাপ জুড়ে অভিশপ্ত সবাই, কেউ হাসি মুখে মেনে নিয়ে হাসে, কেউ কেঁদে অভিশাপ দেয় ঠেলে।
  • কেটে যায় খুব জ্বরের দিনগুলো, যন্ত্রনাতেই সুখ খুঁজে নেয় অনুতাপ এ জানলায় দুপুর এসে বসে, শুনিয়ে যায় – ভালোবাসা এক অভিশাপ!
  • স্মৃতিরা আজ অনুঘটক, রেখেছে যত্নে শোকের ছাপ – মৃত শিলা কুড়িয়ে বাঁচে, সহস্র মিথ্যে অভিশাপ।
  • আজ রাত অভিশাপ, কালরাত কাল, ক্রমে ক্রমে ছোট হয়….ভালোবাসার অন্তরাল !!

কথায় কথায় অভিশাপ দেওয়া জঘন্য অপরাধ। অথচ কিছু মানুষ পান থেকে চুন খসলেই নিজের আদরের সন্তানকে পর্যন্ত অভিশাপ দিয়ে বসে, যা অত্যন্ত দুঃখজনক। কারণ কখনো কখনো সত্যি সত্যিই মানুষের অভিশাপ কার্যকর হয়ে যায়। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।

অভিশাপ নিয়ে কিছু উক্তি এবার আপনাদের সামনে শেয়ার করতে চাই। উক্তিগুলো একদম বাস্তব জীবনে ঘটনা অবলম্বনে রচিত।অভিশাপ নিয়ে উক্তি।

১/শকুনের অভিশাপে কোনদিন গরু মরে না।
এই উক্তি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে, কেউ যদি আপনাকে অভিশাপ দিয়ে থাকে তাহলে ভয় পাবেন না। মনে রাখবেন অভিশাপ বলে কিছু হয় না। আপনাকে শুধু আপনার মানবিক গুণাবলী কে প্রদর্শন করতে হবে।

২/ কুসংস্কার হল সামাজিক জীবনের জন্য এক ধরনের অভিশাপ। কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং সামাজিক গোলামীর নিয়ম কানুন গুলোর কারণেই গ্রাম বাংলার মেয়েরা তাদের জীবনে কোনদিন সুখ শান্তি পায় না।

৩/অভিশাপ যে দেয় তার বেশি ক্ষতি হয়। যাকে উদ্দেশ্য করে অভিশাপ দেয় তার কিন্তু কোন ক্ষতি হয় না। আপনি যদি একজন সৎ মানুষ হন তাহলে কাউকে অভিশাপ দেওয়ার কোনদিন প্রয়োজন আপনার পড়বে না। কাউকে যদি অভিশাপ দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মানসিক ধ্যানধারণাযর মধ্যে স্থূলতা রয়েছে।

এই ছিল আমাদের অভিশাপ নিয়ে বাস্তব সকল উক্তি। পাঠক বন্ধুগণ যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পাশে থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment