দার্শনিক উক্তি

জীবন দর্শন এ এক অনুভূতি এবং অভিজ্ঞতা। আমাদের জীবনে দর্শন বিদ্যার প্রভাব রয়েছে। জীবন দর্শন সম্পর্কে আমাদের যদি জ্ঞান থাকে তাহলে জীবনের কঠিন পরিস্থিতি গুলোতে আমরা স্থির থাকতে পারবো। যেহেতু এখন ফেসবুক ব্যবহার করে আমরা আমাদের মতবাদ এবং অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে পারি। এজন্য আপনাদের কাছে যদি কিছু দার্শনিক জ্ঞান থাকে তাহলে সেগুলো আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করে অন্যকে সাহায্য করতে পারবেন। আজকে এই আর্টিকেলটিতে আমরা জীবন দর্শন এবং দার্শনিক কিছু গুরুত্বপূর্ণ উক্তি গুলো উল্লেখ করব।

একটা মানব শিশুর জন্মের পর থেকে তার বয়সের ১৫ বছর বয়স পর্যন্ত সে থাকে নিশ্চিন্তে। জাগতিক কোনো সমস্যা এবং পারিবারিক দুশ্চিন্তা তাকে স্পর্শ করে না। কিন্তু ১৮ বছর যখন কাছে চলে আসে তখন জীবনে অনেক কিছু শিখতে হয় এবং অনেক কঠিন পরিস্থিতি গুলোতেও চুপ করে সহ্য করতে হয়। আপনি কি জানেন একা থাকা মানুষ এর মনে চলতে থাকে অনেক চিন্তা ভাবনা। তাই আমাদের জীবনে কারো সঙ্গ এবং পাশে মানুষ থাকা খুবই প্রয়োজন। অনেকে একাকীত্ব ভয়ানক অন্ধকারে আত্মহত্যা করে ফেলে এবং জীবনের অনেক ব্যর্থতা গ্রাস করে ফেলে আমাদের। কিন্তু, বাস্তব জীবন কিন্তু এভাবেই প্রতিপালিত হয়।

আমাদের জীবনে আমরা দুশ্চিন্তাহীন এবং সমস্যাহীন মানুষ দেখতে পায় না কারণ জীবন থাকলে কষ্ট সহ্য করতে হবে এবং পরিশ্রম না করলে কোনদিনও সাফল্যের মুখ দেখতে পাওয়া যায় না। যে হতদরিদ্র সেও সুখে নেই আবার যে কোটিপতি সেও সুখে শান্তিতে থাকে না। সবারই নিজের কোন না কোন সমস্যা থেকেই থাকে। দর্শনশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনের যতই সমস্যা আসুক না কেন সবগুলোতে আমাদের স্থির থাকতে হবে এবং মনোবল বাঁচিয়ে রাখতে হবে। তাহলে চলুন দার্শনিক কিছু উক্তি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই উক্তিগুলো আপনি আপনার পরিচিত মানুষকে পাঠাতে পারেন এবং অথবা নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যান্ডেলও শেয়ার করতে পারেন। দর্শনের উক্তি এর উদাহরণ গুলি।

১// আমাদের সবার মনে হয় যে সামনের মানুষটি হয়তো অনেক সুখে আছে!
আমরা সব সময় প্রত্যাশা করি যে আমরা যদি তার জায়গায় থাকতে পারতাম। কিন্তু এই চিন্তা করলে হবে না এটা জীবন নয়। জীবন আপনাকে যা দেবে আপনি হাসিমুখে সব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন। মনে রাখতে হবে যে পরিশ্রম করলে সফলতা আসে ‌। চেষ্টা করলে একদিন সুখ আসবেই। ‌

২// মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি ‌। কিন্তু এই মানসিক শান্তি কিসে পাওয়া যায় সেটা কি আমরা জানি? মানুষ অনেক বিত্তবান হয়েও মানসিক সুখ শান্তির অভাবে ভুগছেন। ধনসম্পদ যদি প্রকৃত সুখ শান্তির কারণ হত তাহলে বিত্তবান লোকেরা কেন সুখ শান্তিতে নেই?
মানুষের প্রকৃত সুখ কিসের নিহত সেটা যার দুঃখ তাকে নির্ধারণ করে নিতে হবে।

৩// সব দোষ কারো উপর চাপিয়ে দেবেন না। কারণ মনে রাখবেন সবাই কোন না কোন সমস্যায় ডুবে আছে। সবারই নিজের জীবনের নানান সমস্যা থাকে ‌। তাই আপনার ব্যর্থতার পিছে অন্য কেউ দায়ী নয় ,আপনার ব্যর্থতার কিছু নাই একমাত্র আপনি।

৪// একজন সফল মানুষকেই সবাই চেনে। সফলতার পেছনে কি রয়ে গেল সেটা কেউ বিচার করতে যায় না। তাই একজন বড়লোক মানুষকে সবাই শ্রদ্ধা করে কিন্তু সেই মানুষের মুখোশের আড়ালের চেহারাটাকে কেউ বিচার করে না। এজন্য জীবনে বড় হয়ে দাঁড়ান। বড় হতে আপনাকে যা করতে হয় করুন কারণ সফলতাকে সবাই সম্মান করবে, আপনার ব্যর্থতা কে সবাই ঘৃণা করবে।

৫// যারা নিজে মানুষের থেকে অবহেলিত হয় তারা কিন্তু কখনো সামনের মানুষকে অবহেলা করে না। কারণ তারা জানে যে কেউ যদি অবহেলা করে তাহলে সেটার দুঃখ কত খানি।

৬// কারো ভালোবাসার জন্য কখনো নিজেকে ছোট করে ফেলবেন না। কারণ কারো থেকে গুরুত্ব পেতে হলে যদি আপনাকে ছোট হতে হয়, তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি আপনাকে কখনোই মর্যাদা দিতে পারবেনা।

প্রিয় ভিউয়ার, এরকম বাস্তব জীবনের দার্শনিক আরও গভীর উক্তি গুলো পেতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন।

Leave a Comment