রেজাল্ট ভালো হওয়ার দোয়া

শুধু ভালো পড়াশোনা করলেই যে ভালো রেজাল্ট করা যায় এটা আসলেই ঠিক না। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পিতা-মাতা সহ পরিবারের সকলের দোয়া প্রয়োজন। ভালো রেজাল্ট করতে হলে বেশ কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো পড়ে আপনি যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনার সকল ধরনের বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। সেই সাথে আপনি ভাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। আমরা আজকে আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব রেজাল্ট ভালো করার দোয়া গুলো সম্পর্কে।

একটি কথা মনে রাখবেন দুনিয়ার পরীক্ষা যতটা সহজ আখেরাতের পরীক্ষা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। তাই আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি ভালো প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তেমনি করে আপনি এই দুনিয়া যদি ভাল কাজ করে থাকেন তাহলে আখিরাতের সময় আপনি ভালো কাজের মূল্য পাবেন তখন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আখিরাতে।

আপনি কোনো ভালো কাজ করার আগে অবশ্যই আল্লাহ তায়ালাকে স্মরণ করবেন এবং তার ওপর পূর্ণ ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা কাজে সফল হবেন। আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে বলবেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার জন্য আল্লাহতালা ভালো পরীক্ষা দেয়ার জন্য সুস্থ ও সুন্দরভাবে রাখে। আপনি পরীক্ষায় যাওয়ার আগে নামাজ পড়ে আল্লাহতালার কাছে প্রার্থনা করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যখন কোন কঠিন সমস্যার মধ্যে পড়তে তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন।

পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনাকে নিয়মমাফিক রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আপনার যখন পরীক্ষার সময় ঘনিয়ে আসবে তখন আপনি কখনোই রাত জেগে পড়াশোনা করবেন না। আপনি চেষ্টা করবেন রাতে যত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন আর সকালবেলার এত তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা শুরু করতে পারেন ততই ভালো। অনেক হাদিসে এসেছে রাত ও সকালের পড়াশোনার সবচেয়ে বরকতময় তাই আপনি চেষ্টা করবেন আপনার পড়াশোনাটি রাতে ও ভোর সকালে করে ফেলতে।

ভালো রেজাল্ট করতে একজন পরীক্ষার্থীর করণীয়

  • ভালো রেজাল্ট করতে হলে আপনাকে প্রথমে চিন্তা মুক্ত থাকতে হবে।
  • পরীক্ষার আগে কখনোই আপনি রাত জেগে পড়াশোনা করবেন না আপনি যত তাড়াতাড়ি পারবেন ঘুমিয়ে যাবেন তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবেন।
  • পরীক্ষার সময় অতিরিক্ত অভিযুক্ত খাবার খাবেন না তাহলে আপনার ঘুম ধরবে।
  • পরীক্ষার হলে যাবার আগে অবশ্যই আপনি আরামদায় পোশাক পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন না।
  • পরীক্ষার হলে যাবার আগে অবশ্যই আপনাকে আপনার রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড সহ সকল কাগজপত্র দেখে নিয়ে যেতে হবে যেন এগুলো মিসিং না হয়।
  • পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া
  • আমরা এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আপনারা কোন দোয়াটি করবেন। আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে যে দোয়াটি পড়বেন সেটি হল:
  • পরীক্ষার হলে আপনি আপনার পড়া মনে রাখার জন্য এই দোয়াটি করতে পারেন : رَبِّىْ زِدْنِىْ عِلْ বাংলা উচ্চারণ: রব্বি জিদনি ইলমা (এই দোয়াটি আপনি অবশ্যই তিনবার পাঠ করে পরীক্ষা দিতে শুরু করবেন)

 

পরীক্ষা ভালো করার ৭ দোয়া

১. رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: ‘রাব্বি যিদনী ইলমা’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোহা ১১৪)

২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: ‘রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোহা: ২৫-২৮)

৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি ৪৫৩, মুসলিম ২৪৮৫, মেশকাত ৪৭৮৯)

৪. ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّارউচ্চারণ: ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি ৩৫৯৯, ইবনে মাজাহ ২৫১, ইবনু আবি শায়বা ১০/২৮১)

৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: ‘রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯)

৬. اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’ অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)

৭. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)

পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার পিতা-মাতা দোয়া নিয়ে যাবেন। পিতা মাতার

Leave a Comment