ইচ্ছা/ইচ্ছে নিয়ে উক্তি

প্রত্যেকটি মানুষের জীবনে ভালো অথবা মন্দ নিয়ে বিভিন্ন ধরনের ইচ্ছা রয়েছে। আপনি ঠিক যেমন অথবা আপনার মানসিকতা যেমন তেমন ধরনের ইচ্ছাই আপনার ভেতরে রয়েছে। যারা ভ্রমণ পিপাসু তারা যেমন বিভিন্ন নতুন নতুন স্থান ভ্রমণ করতে পছন্দ করেন তেমনি ভাবে যারা বই পড়বা তারা বিভিন্ন ধরনের গল্পের বই সংগ্রহ করে পড়তে আগ্রহ দেখান। আবার যারা খারাপ পথে পরিচালিত হয় তাদের ভেতরে ইচ্ছা থাকে এর চাইতে আরো খারাপ কিছু করলে হয়তো মনের দিক থেকে ভালো লাগবে। তাই প্রাকৃতিক কারণে মানুষের ভেতরে যে সকল ইচ্ছা থাকে সেই সকল ইচ্ছা সংক্রান্ত বিভিন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ উক্তি আমরা এখানে আপনাদের জন্য উপস্থাপন করলাম।

সাধারণত একজন মানুষের জীবনে বিভিন্ন ধরনের ইচ্ছা থাকে এবং এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য মানুষ আজীবন কষ্ট করে যায়। বেঁচে থাকার জন্য অথবা মৌলিক চাহিদার জন্য একজন মানুষকে ঠিক যতটা পরিশ্রম করতে দেখা যায় সেই পরিশ্রম দিয়ে সে আসলে ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত পরিমাণ ভাবে। তাই একজন মানুষ হিসেবে ছোট্ট এই জীবনে আপনার নিজের জীবনের ইচ্ছা গুলো পূরণ করতে পারলে দেখবেন নিজের দিক থেকে সুখী হতে পারছেন।

আর নিজের ভালো ইচ্ছাগুলোকে যদি প্রাধান্য না দেন এবং ভবিষ্যতের চিন্তায় সবসময় যদি বিভোর হয়ে থাকেন তাহলে বর্তমানকে যেমন উপভোগ করতে পারবেন না তেমনি ভাবে আপনার অনিশ্চিত ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। ছাত্র জীবনে একেকজনের ভেতরে একেক রকমের চিন্তাভাবনা বা ইচ্ছা থেকে থাকলেও সেগুলো অর্থের অভাবে অথবা ভবিষ্যতের চিন্তায় বিভোর হয়ে থাকার কারণে পূরণ করা সম্ভব হয় না। তাছাড়া আপনি আপনার ক্যারিয়ার নিয়ে যেভাবে সচেতন এবং আপনার ক্যারিয়ারে যে বিষয়ে প্রকাশ করতে পারলে আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে সেগুলো হয়তো পারিবারিক চাপে করতে পারেন না।

একজন শিক্ষার্থী হয়তো কোন একটা নির্দিষ্ট বিষয়ে পারদর্শী এবং সে বিষয়টা সে খুব ভালো মতো আয়ত্ত করে মন দিয়ে করলে খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন। কিন্তু পারিবারিক চাপে অথবা তার হয়তো পারিপার্শ্বিক পরিবেশের কারণে এমন একটা কিছু করতে হয় যেটা তার ইচ্ছার বিরুদ্ধে করতে হয়।ফলে সেই মানুষটি যেমন তার ইচ্ছাকে প্রাধান্য দিতে পারে না তেমনি ভাবে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই কাজে মনোযোগ দিতে পারেনা।

তাই ভালো কিছু অথবা আপনার ইচ্ছা আছে এমন কোন কিছু করতে কখনোই কারো কাছে কার্পণ্য করবেন না। নিজের ইচ্ছাগুলো যদি ভালো হয় এবং অন্যের জন্য উপকারী হয় তাহলে অবশ্যই আপনারা সেগুলো নিজেদের উদ্যোগে পালন করার চেষ্টা করবেন। নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কে কি বলল অথবা কে কোন ধরনের কটু কথা বলে আপনাকে কষ্ট দিলো সেগুলোর দিকে তাকালে আপনার ইচ্ছা অথবা স্বপ্ন কখনো পূরণ হবে না।

তবে এই ইচ্ছা গুলো যদি খারাপ পথে হয় অথবা দেশ ও দশের ক্ষতি হয় তাহলে অবশ্যই তা বর্জনীয়। কারণ এই দুই দিনের দুনিয়ায় আপনি এমন কোন ইচ্ছা পূরণ করবেন না যেগুলোর মাধ্যমে অন্য কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই জীবনে আপনার চিন্তাভাবনা এবং চলার পথসঙ্গী হিসেবে যে সকল বন্ধু-বান্ধব রয়েছে তাদের সঙ্গ টা অবশ্যই পজিটিভ হওয়া দরকার। আপনার যে সকল বন্ধু-বান্ধব রয়েছে তারা যদি পজিটিভ হয় অথবা তারা যদি সৃজনশীল হয় তাহলে দেখা যাবে যে আপনার ভেতরে আস্তে আস্তে সেই পরিবর্তনগুলো আসতে শুরু করেছে।

১. ইচ্ছা থাকিলেই উপায় হয়।
— মিচেল জেনাই

২. ইচ্ছাশক্তি হলো সেই ক্ষমতা যার মাধ্যমে সব ধরনের শক্তি বেরিয়ে আসে।
— জন মুইর

৩. ইচ্ছাশক্তি ছাড়া কোনো কিছুর প্রাপ্তিই সম্ভব নয়।
— ব্রিনি ব্রাউন

৪. মানুষের কখনোই শক্তির কমতি পড়ে না, যার কমতি পড়ে তা হলো ইচ্ছার।
— ভিক্টর হিউগো

৫. ইচ্ছাশক্তি হলো একটা পেশির মতো। আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে।
— মার্টিন গিনিস

৬. যদি তুমি একটি সুখী জীবন পেতে চাও, তাহলে জীবনকে নিজের ইচ্ছাগুলোর সাথে বেধে দাও, কোনো মানুষ কিংবা বস্তুর সাথে নয়।
— আলবার্ট আইনস্টাইন

৭. ইচ্ছাশক্তি ছাড়া মানুষের কোনো ধরনের আধ্যাত্মিক ক্ষমতা বা শক্তি নেই।
— হনরি ডি বালজাক

Read More  মোবাইল নিয়ে উক্তি

৮. ইচ্ছাশক্তিই হলো সফলতার চাবি। এটা কোনো বিষয় নয় যে সফল ব্যক্তিরা প্রচুর দুঃখ কষ্ট ভোগ করে। মূল বিষয় এটাই যে তারা ভয় এবং সন্দেহকে দূর করতে সফলকাম হয়।
— ড্যান মিলম্যান

৯. ইচ্ছাশক্তি আর কিছুই নয়, সহজ কথায় কোনো কিছু করার ইচ্ছা।
— বিকেএস আইএনগার

১০. অধ্যবসায় এর মূল ভিত্তি হলো ইচ্ছাশক্তি।
— নেপোলিয়ন হিল

১১. যদি তোমার বিশ্বাস থাকে তুমি পারবে। তবে তুমি পারবে। আর এটাই ইচ্ছাশক্তি।
— সংগৃহীত

১২. যদি তোমার ইচ্ছা থাকে তবে রাস্তা আপনা আপনি বের হবে। তা হয় আজ নয়তো কাল।
— মিচেল জেনাই

১৩. রমনী এক রকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝাঁলো। সম্প্রতি নারী শুধু কাচের ছায়া, অপ্রতিবিম্ব কাচ, শুধুমাত্র কাচ।
— রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

১৪. শক্তি কখনো শারিরীক গঠন থেকে আসে না। শক্তি আসে ইচ্ছাশক্তি থেকে।
— মহাত্মা গান্ধী

১৫. দক্ষতা নয় বরং আপনার প্রয়োজন ইচ্ছার।
— সংগৃহীত

১৬. পাথরের মতো শক্ত থাকতে হবে, ইচ্ছাশক্তিই একমাত্র এই কাজটি আপনার পক্ষ থেকে করে দিতে পারে।
— ক্রানিয়ে উইলসন

১৭. আপনার সবচেয়ে বড় অজুহাতের চেয়ে বড় ইচ্ছা রাখার নামই,আসল ইচ্ছাশক্তি।
— সংগৃহীত

তাই এখানকার এই পোষ্টের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমরা ইচ্ছা সম্পর্কিত বিভিন্ন ধরনের উক্তি প্রদান করলাম যেগুলো পড়লে হয়তো নিজেদের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে অনেক অনেক অনুপ্রেরণা জোগাড় করতে পারবেন। তাই ইচ্ছে গুলো মুক্ত আকাশে ডানা মেলে যদি পড়তে পারে তাহলে দেখবেন যে আপনার মনের চিন্তা ভাবনাও একটা সময় উঠতে পারছে এবং আপনিও মনের দিক থেকে খোলা আকাশের বিস্তীর্ণ প্রান্তরে নিজেকে মেলে ধরতে পারছেন। ধন্যবাদ।

Leave a Comment