কথার আঘাত নিয়ে উক্তি

কথা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু আপনি আপনার কথা দিয়ে যেমন একটা মানুষের মন জয় করতে পারেন তেমনি ভাবে কথার আঘাতে যে কোন মানুষের মন ভেঙে দিতে পারেন। আপনার কথার মধ্যে রয়েছে মিষ্টতা অথবা কথার মধ্যেই রয়েছে তিক্ততা। কিছু কিছু মানুষ আছে যারা অন্য মানুষের কথা শুনে বলে থাকেন যে তাদের কথাই মুক্তা ঝরছে। প্রকৃতপক্ষে তাদের কথাবার্তা গুলো এতটাই মিষ্টি অথবা এতটাই মধুর যে মনে হয় সেখানে সব সময় বসে থাকে এবং ওই ব্যক্তির কথা শুনে। তবে কেউ যদি আঘাত দিয়ে কথা বলে তাহলে সেটা এতটাই কষ্টকর বলে মনে হয় এবং মনে হয় নিজের জীবনের কোন দাম নেই।

তাই কথার আঘাত নিয়ে যারা উক্তি পেতে এসেছেন অথবা কথার আঘাত নিয়ে উক্তি পড়ার মাধ্যমে যখন আপনারা অন্যকে এ বিষয়ে সচেতন করতে চাইবেন তখন আমাদের ওয়েবসাইটে এ ধরনের উক্তি গুলো পেয়ে যাবেন। কারণ আপনি যখন একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন তখন নিজের অবস্থান এর কথা ভেবে হয়তো অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। কিন্তু একটা মানুষকে আপনি কোন জিনিস প্রদান করে যতটা না সন্তুষ্ট করতে পারবেন তার চাইতে বেশি সন্তুষ্ট করতে পারবেন আপনার সুন্দর কথা বলার মাধ্যমে।

একটা মানুষ যখন অভাবী অবস্থায় থেকে হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় তিনি গরিবদের দুঃখ কষ্ট বোঝেন না। তাই একজন গরিব মানুষ তার কাছে যদি সাহায্য চাইতে আসে তখন আসলে তিনি কি বিষয়ে সাহায্য দিতে এসেছেন অথবা তার আসলে কি সমস্যা এ বিষয়গুলো শোনার প্রয়োজন বোধ মনে করেন না। আবার সেই সাথে এমন কিছু কথা শুনিয়ে দেন যেটার মাধ্যমে সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে আপনাদের সামনে থেকে চলে যায়।

তাই কোন মানুষকে কোন কিছু দিতে পারেন অথবা না পারেন তাদেরকে যদি একটু সময় দেন অথবা তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেই মানুষটা এতটাই কৃতজ্ঞতা বোধ নিয়ে আপনার সামনে থেকে চলে যাবে যার মুগ্ধতা আপনাকে সব সময় ভাবাবে। কিন্তু কোন একটা পেরেশানির মধ্যে থাকার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে যখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন তখন যদি পরবর্তীতে আপনার মনে হয় এই ব্যবহার করা উচিত হয়নি তাহলে অবশ্যই আপনার তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

কারণ আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই কষ্টের জায়গা থেকে সেই ব্যক্তিটা অনেক মন খারাপ করবেন। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। কোন একটা জিনিস প্রদান করতে আপনার ব্যর্থতা থাকতে পারে অথবা কোন একটা জিনিসে আপনি যদি স্বয়ংসম্পূর্ণ না হয়ে থাকেন তাহলে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া উচিত নয়। বর্তমান সময়ে আমাদের দেশের নারীদের বেশি পরিমাণে ডিভোর্স হওয়ার কিছু কারণ এর মধ্যে একটি কারণ হলো স্বামীর তিক্ত কটু কথা।

একটি মেয়ে যখন স্বামীর সংসারে আসে তখন তার পরিবার ছেড়ে আসে এবং এই ক্ষেত্রে স্বামীর সংসারে যদি এসে মিষ্টি কথা না পাই অথবা স্বামীর ভালোবাসা না পায় তাহলে সেখানে সংসার করাটা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে। তাই আপনি যতই ভাত কাপড়ের দায়িত্ব নেন না কেন তার সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করেন এবং দিনশেষে তার সঙ্গে যদি একটু গল্প গুজব করেন তাহলে দেখা যাবে যে সেই ব্যক্তিটা অনেক খুশি হয়ে গিয়েছে। তাই কাউকে কথার আঘাত দেওয়া উচিত নয় এবং যদি মনে হয় কথা আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

    • জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, কে তোমার কতটা আপন।
    • তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয়, কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার আঘাত কখনই ভোলা যায় না।

 

    •  ‘তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জিভের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই।’ 
    • শারীরিক আঘাত বেশিরভাগ সময় কাছের মানুষের তুলনায় দূরের মানুষ থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু মানসিক আঘাতটা অবশ্যই কাছের লোকদের দ্বারা ঘটে থাকে। 
    • কখনো কখনো শারীরিক আঘাত সহ্য করা যায় তবে মানসিক আঘাত সহ্য করার ধৈর্য সকলের থাকে না, এবং শারীরিক আঘাতের তুলনায় মানসিক আঘাতটাই মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে থাকে। 

    • কারো হৃদয়ে কথার দ্বারা আঘাত করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেবে না।
    • কারো বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে মারাত্মক হয়
    • কথার আঘাত এমন হয় যে কারো বলা কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে পারে। আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙ্গে পড়া মানুষকে জোড়া লাগাতে। 

    • আমরা যেকোনো কারো থেকে আঘাত পেতে পারি, তবে এই আঘাত সামলানোর ধৈর্য সাহস শক্তি সব কিছু আমাদের মধ্যে থাকতে হবে।
    • আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয়।
    • অতীত আপনার বর্তমানকে আর আঘাত করতে পারে না, যদি না আপনি অতীতকে এমন করার সুযোগ দেন।

    •  শরীরে আঘাত করলে সেই ক্ষত সময়ের সাথে শুকিয়ে যেতে পারে কোন এক সময় বা ওষুধ লাগালে সেটি সেরে যাবে কিন্তু যদি কথার আঘাত দেওয়া যায় তবে তা মানসিকভাবে আঘাত করে আর এই আঘাত কোন কিছুতেই শুকিয়ে যায় না।

    • হাত দিয়ে আঘাত করাই শুধু আঘাত নয়, কিছু কিছু কথা আঘাতের চেয়ে বেশি বেদনাদায়ক !

    • মানুষ দুটি কারণে পরিবর্তিত হয়; হয় সে জীবন থেকে অনেক কিছু শিখে নিয়েছে বা সে কোনো কারণে খুব বেশি আঘাত পেয়েছে।

    • কারও কথা না বলে এড়িয়ে যাওয়া আপনাকে যতোটা কষ্ট দেবে, তার চেয়ে কথাগুলো বলে আপনি মনে আঘাত পাবেন।

    • ‘তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না’

    •  কিছু কিছু মানুষের কথার আঘাত এতো ভারি হয় যে, না চাইতেও চোখে জল এসে যায়।

    • আঘাত দিয়ে নয়! আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হয়তো জীবন।

    • আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবন সুযোগ কম দেয় এবং আঘাত বেশি করে।

    • “আমরা যখন মিথ্যাপথে চলি, তখন আমরা দুর্বল হইয়া পড়ি এইজন্য তখন আমরা নিজের আত্মাকে হত্যা করি। তখন আমরা একেবারে আমাদের মূলে আঘাত করি। আমরা যাহার উপরে দাঁড়াইয়া আছি তাহাকেই সন্দেহ করিয়া বসি।”

 

    • যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনও ভুলে যেও না।

    • কিছু কিছু কথার আঘাত, সজোরে হৃদয়ে করাঘাত করে।
    • এত আঘাত দিও না, আমি সইতে হয়তো পারবো, কষ্ট নিশ্চই পাবো, কিন্তু তুমি যা হারাবে তা আর ফিরে পাবে না।
    • সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে!

    • জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিৎ জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না।
    • “মানুষের মরণ আমাকে ততটা আঘাত করে না, যতটা আঘাতপ্রাপ্ত হই মানুষের মনুষ্যত্বের মরণ দেখলে।”
    • আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা এখন বেশি।

    • অনেক সময় ছুরির আঘাতের চেয়ে, মানুষের কথার আঘাত অনেক ধারালো হয়।
    • কেউ আপনাকে ছোট করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না, আঘাত করলে আপনিও উল্টো তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে না যতটা না ভগবান চান, হয়তো বা এটা আপনার ধৈর্য্যের পরীক্ষা।
    • শরীরের আঘাত সেটা তো সবাই দেখে কিন্তু মনের আঘাত সেটা তো কেউ দেখে না।

  •  কথার দ্বারা কারও মনে আঘাত দিও না, বরং যাই বলো ভালোভাবে বলার চেষ্টা করো।

    • পৃথিবীতে সবচেয় নরম জিনিস কি জানো? মানুষের মন! যাকে কোন কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না, দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় ।

    • রসিকতার নামে, কাওকে কোনো কটু কথা বলে মনে আঘাত দেওয়া অনুচিত।
    • ভালোবাসার মানুষ থেকে পাওয়া আঘাত হয় আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে, না হয় হাজার গুন শক্তিশালী করে তুলবে।
    • বুকের ভিতর ছুরির আঘাত, আক্ষেপ নেই তাতে, ভালোবাসার আঘাতগুলো আজও বেঁচে আছে বারোমাসে।

    • যখন থাকে অচেতনে, এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।
    • কারোর কাছে আঘাত পাবার পর, তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো, তারদিকে আর ফিরে না তাকিয়ে এগিয়ে চলা।
    • রাগ করার চেয়ে কান্না করা ভাল, কারণ রাগ অন্যকে আঘাত করে, আর অশ্রু আত্মার মধ্য দিয়ে নীরবে প্রবাহিত হয় এবং হৃদয়কে পরিষ্কার করে।

    • আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু! যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে পাল্টা আঘাত করে না বরং নিজেই ভেঙে যায়!
    •  “তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকে”.‏ ‏‏
    • আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারি কথা দিয়ে আঘাত করবে।

    • কথার আঘাত কোথায় লাগে, দেখতে পায় না সবে, কথার ভিতর লৌহ তীর লাগে অন্তরে, বেদম আঘাতে মানুষ কষ্ট নাহি পায়, কথার আঘাতে হৃদয় ফেটে রক্তাক্ত হয়, কোকিল যত কালো হোক সুর তার মিষ্টি, ভালোবাসা দিয়ে তুমি জগৎ কর সৃষ্টি।
    • কথার কষ্ট বড় কষ্ট,গায়ের কষ্ট সওয়া যায়, ফাঁসির দড়ি,বন্ধুকের গুলি,লাঠির আঘাত, চাবুকের মারের চেয়ে কথার গুলি, তিলে তিলে কষ্ট দেয়,তিলে তিলে কষ্ট দেয়।
    •  কষ্ট দেবে দাও তবে কখনো কাঁদিয়ো না, দুঃখ দেবে দাও তবে আমার মন ভেঙো না, ব্যথা দেবে দাও তবে আমায় ভুলে যেওনা, যত খুশি আঘাত দেবে দাও আমায় ছেড়ে চলে যেওনা।

  • সত্যিটা যে লুকিয়ে রাখি, তার কারণ অবিশ্বাস নয়, তোমাকে হারানোর ভয়, বোঝে না ব্যাথার কলম, লাল নীলের পার্থক্যটা কি ? কিছু না করা সে অপরাধ, কিছু স্মৃতি, অতীতের আঘাত, আমার লুকানো সত্যিটা নির্মম, যেখানে আমি বন্দি মায়াজালে।
  •  
    •  

 

আর যারা মানবিকতার দিক থেকে না ভেবে সরাসরি কিছু বলে দিতে পারলেই জিতে গেল বলে ভেবে থাকেন তারা অবশ্যই ভুল করছেন। কারণ আপনি যাকে কষ্ট দিলেন সেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত সেই ক্ষমা কিন্তু আপনি পাবেন না। তাই জীবনে হয়তো সেই ব্যক্তির সঙ্গে আপনার দেখা নাও হতে পারে এবং প্রথম সাক্ষাতেই তার ভেতরে আপনার মুগ্ধতা সৃষ্টি করে আসুন। আর যারা কথার আঘাত দিয়ে থাকেন তারা উক্তিগুলো পড়ার মাধ্যমে নিজেদেরকে সংযত করুন।

Leave a Comment