দুনিয়া নিয়ে উক্তি

সবার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার দিকে এগোনো যাক। আমাদের আশেপাশে বাস্তবতার আড়ালে আমাদের সুখ শান্তি গুলো কেমন চাপা পড়ে যাচ্ছে। বাস্তবতার শিখতে যার সামান্য কিছুদিন লাগে আবার কেউ বৃদ্ধ হয়ে যায় তাও বাস্তবতার চরম সত্যি টাকে বুঝতে পারে না। এই আজকালকার দুনিয়া এবং এই দুনিয়ার সঠিক অর্থ কি সত্যিই কি আমরা সেটা জানি??
জানিনা। আমরা কেউ এর সঠিক উত্তর জানিনা। শুধু জীবনের ত্যাগিদে ছুটে চলেছে সবাই। মানুষের পাশাপাশি জীবজন্তু গুলো ছুটে চলেছে তাদের জীবিকার ত্যাগিদে। ভালো থাকার আশা যেন সব স্তরে স্তরে। এই ভালো থাকার লড়াই লড়তে গিয়েই আমরা মানুষ থেকে কৃত্রিম মানাবে পরিণত হয়ে যাচ্ছি। জীবনের বাস্তবতা এবং জীবনের ফিলোসফি কি আমরা সত্যি আজও বুঝতে পেরেছি। আমরা কি জানি যে কিসের মধ্যে মানুষের সুখ লুকিয়ে রয়েছে?

আচ্ছা আমাদের এই দুনিয়ায় সুখী মানুষ কয়টা? মানুষ কোটিপতি হয়ে অনেক সফলতা অর্জন করার পরেও কি সুখী থাকে?হে মহান আল্লাহ, তোমার কাছে যাওয়ার সকল আরজি যদি তুমি পূরণ করো তারপরেও কি আমি সন্তুষ্ট হতে পারবো?আচ্ছা আমি কি পেলে খুশী হব সেটা কি আমি সত্যিই জানি?আমাদের এই কনফিউশন এবং দুনিয়ার বাস্তব প্রভাবের ফলে মানুষের জীবন ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।তাহলে চলুন আজকে আমরা দুনিয়া নিয়ে কিছু উক্তি এবং স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব।

দুনিয়া নিয়ে উক্তি এবং স্ট্যাটাস 

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ, আজকে যেহেতু আমাদের বেঁচে থাকার সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান গুলোর মধ্যে একটি হলো ইন্টারনেট। আচ্ছা এখন যদি ইন্টারনেটের অস্তিত্ব বিলীন হয়ে যায় তাহলে ভাবুন তো আমাদের জীবনটা কেমন হবে? ইন্টারনেটের আদলে গড়ে ওঠা আধুনিক এই বিশ্ব ইন্টারনেট বিহীন কিভাবে সচল থাকবে? এসব চিন্তাভাবনা যাদের রয়েছে তারা কিন্তু সুষ্ঠুভাবে ঘরে বসে থাকতে পারে না। রোজ কিছু নতুন কিছু জানার ইচ্ছায় তারা ছুটে চলে। এরকম কিউরিয়াস মাইন্ডের বন্ধুগণ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথায় আজকে আমরা শেয়ার করব।

ইন্টারনেটে আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই অভ্যস্ত। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কোন না কোন পোস্ট শেয়ার করে চলেছি। নিজেদের ধ্যান-ধারণা এবং নিজেদের অভিজ্ঞতাগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করতে চাই। কারণ মানুষ দেখে শেখে, মানুষ বড্ড অনুকরণ প্রিয়। একটি শিশু কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন সে কিছুই জানে না। কিন্তু আস্তে আস্তে চারপাশে দেখে শুনে বুঝে সে একটি আদর্শ এবং প্রকৃত মানুষের পরিণত হয়। তাই আমরা যদি শেখার চেষ্টা না করি তাহলে আমরা শিখব কিভাবে। আর আমার কাছে যদি কোন জ্ঞান থাকে তাহলে সেটা আমি যদি শেয়ার না করি তাহলে সেটা কিভাবে প্রকাশ পাবে? তাই আমাদের অভিজ্ঞতাগুলোকে আমাদের অবশ্যই শেয়ার করা উচিত। দুনিয়া এবং বাস্তবতা সম্পর্কে আমাদের যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেটুকু অভিজ্ঞতা হয়তো অন্য কারো নেই।

আমি যা জানি সেটা হয়তো অন্য কেউ জানেনা।আর অন্যেরা যা জানে সেটা হয়তো আমি জানি না। এভাবে একজনের থেকে জ্ঞান নেওয়া এবং নিজের সামান্য জ্ঞানকে অন্যের মধ্যে বিলীন করে তোলার মাধ্যমে অসামান্য করে তোলার যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন খুবই সম্ভব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বিশ্বকে আমার নতুন দুনিয়াকে আমরা বিশ্ব দরবারের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের যেই জ্ঞান রয়েছে এবং আমাদের যে চিন্তা ধারা রয়েছে সেটা কিন্তু আমরা সবার কাছে শেয়ার করতে পারি।

১. পার্থিব এই রঙিন দুনিয়ায় আমরা নিজেদের খেয়ালখুশি মতো হারিয়ে যেতে চাই। অথচ এই দুনিয়া যে বড্ড ক্ষণস্থায়ী।

২. একটা বয়সে এসে এই দুনিয়াটাকে প্রচন্ড রঙিন মনে হয়। আবার আরেকটা বয়স পার হয়ে এসে এই রঙিন দুনিয়ার আসল রূপ চেনা যায়।

৩. তোমার প্রেমের রঙে আমার এই রঙিন দুনিয়াকে আরো আলোকিত করেছিলে তুমি। অথচ চলে যাবার সময় সবটুকু রং মুছে দিয়ে গেলে।

৪. এই রঙিন দুনিয়ায় যে একবার ডুব দেয়। সে তার জীবনের অর্থকে হারিয়ে ফেলে।

৫. রঙিন দুনিয়ার এই চক্করে মত্ত হয়ে সময় নষ্ট করাটা প্রচন্ড বোকামির শামিল। অথচ সময়ের মূল্য তখনই আমরা বুঝি যখন সেটা চলে যায়।

৬. রঙিন দুনিয়ার এই বাজারে নানা রঙের মানুষ বিচরণ করে। বর্ণহীন তো শুধু আমি রয়ে গেলাম।

৭. ধোকায় মোড়ানো এই রঙিন দুনিয়া বরাবরই মানুষের কাছে ছলনাময়। যে যত বেশি এই দুনিয়াকে পেতে চায়, এ দুনিয়া তার থেকে দূরে সরে যায়।

৮. উঁচু নিচু সব মানুষের মনেই এই রঙিন দুনিয়াতে বিজয়ী হওয়ার বাসনা আছে। হেরে যায় শুধু আশাহীন মানুষগুলো।

 

আমরা এখানে আরো কিছু রঙিন দুনিয়া নিয়ে উক্তি ও স্ট্যাটাস দিয়েছি । উপরের উক্তি গুলো থেকে যদি আপনি আপনার মনের মত উক্তি বা স্ট্যাটাস খুঁজে না পান, তাহলে আশাকরি এখানে পাবেন । এখানে আমরা আরো নতুন কিছু উক্তি ও স্ট্যাটাস দিয়েছি ।

৯. রঙিন দুনিয়ার এই দম্ভ চূর্ণ করে দেওয়ার জন্য মৃত্যুই যথেষ্ট। মৃত্যু যেন সবটুকু মায়ার সমাপ্তি টেনে দেয়।

১০. অর্থ আর ভালোবাসা প্রতিটা মানুষের জীবনকে রঙিন এক দুনিয়াতে পরিণত করে। অর্থ বিলুপ্ত হলে ভালোবাসা ও যেন প্রাণহীন হয়ে পড়ে।

১১. এই রঙিন দুনিয়াতে স্বপ্ন আর প্রাপ্তি যেন দুই মেরুর বাসিন্দা। যেখানে স্বপ্ন এবং প্রাপ্তি বরাবরই বিপরীতমুখী অবস্থানে থাকে।

১২. আজব এই রঙিন দুনিয়ায় মানুষের হৃদয়ের যেন কোন দামই নেই। সবাই যার যার অবস্থানকে রাঙিয়ে দিতে ব্যস্ত।

১৩. রংচঙ্গা রঙিন দুনিয়ার অভ্যন্তরে মানুষ যেন এক অসীম খেলায় মত্ত হয়ে উঠেছে। এ যেন এক এক আমরণ নেশা।

১৪. সবার জীবনে সুখী হবার রং থাকেনা। রঙিন দুনিয়ার রঙে সবাই রাঙা হয়ে উঠতে পারে না।

১৫. তবুও রঙিন দুনিয়ার পেছনের অন্ধকারটুকু কেউ দেখেনা। এই আবছা আলো আঁধারীতে কত মানুষ হারিয়ে যায় অতল গহীনে।

১৬. রঙিন দুনিয়াতে হতাশ এবং ব্যর্থ মানুষের জায়গা কম। এখানে সফল মানুষের আনাগোনা বেশি।

১৭. আমরা আমাদের স্বপ্ন, আশা এবং পরিশ্রম দিয়ে এই দুনিয়াকে যতটা রঙিন চোখে দেখি। এই রঙিন দুনিয়া তার চেয়েও ভয়ংকর।

১৮. রঙিন এই দুনিয়ার ষোল আনাই মিছে। এই দুনিয়া যেন এক সাজানো আসর, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

১৯. অর্থের অভাব যখন আপনার মনোবল ভেঙ্গে দিবে। তখন আপনার এই রঙিন দুনিয়া তাসের ঘরের মতোই ভেঙে পড়বে।

২০. যার সব আছে তার কাছে এই নিঃস্ব দুনিয়াটাও রঙিন মনে হয়। সর্বহারা মানুষের কাছে এই পৃথিবীটা রিক্ত আর শূন্য। ‌

আমি যেই ভাবে দুনিয়াকে দেখি, সবাই কি সেই ভাবে দেখে? তুমি যেভাবে তোমার দৃষ্টিকোণ থেকে কোন বিষয়কে উপলব্ধি করো, সবাই কি সেই ভাবে উপলব্ধি করবে? সবার মেন্টালিটি এবং সবার চিন্তাধারা কিন্তু এক নয়।
কোন চিন্তাধারা এবং কোন এক্টিভিটি গুলো সঠিক সেটা আইডেন্টিফাই করার ক্ষমতা আমাদের নেই। তাই সবার ধ্যান-ধারণা যখন একত্রিত হয়ে প্রমাণিত হয় যে কোনটা সঠিক আর কোনটা ভুল, তখন আমরা বুঝতে পারি যে এইটা সঠিক এইটা ভুল। এইভাবে আমরা একে অপরের মধ্যে ব্যবধান তৈরি করতে পারি। এবং একে অপরের সাথে ভিন্নতা উপলব্ধি করতে পারি।

Leave a Comment