Affirmative থেকে Negative করার নিয়ম

তুমি কি affirmative sentence হতে negative sentence (aff to neg) এ পরিবর্তন করার সহজ নিয়মগুলো শিখতে চাও? ইংরেজি ব্যাকারনে transformation of sentence একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার মধ্যে দিয়ে তুমি শিখতে পারবে যে কিভাবে ইংরেজি ভাষায় বাক্য পরিবর্তন করতে হয় তাদের অর্থ ঠিক রেখে শুধু গঠনগত পরিবর্তনের মধ্যে দিয়ে।

সুতুরাং, এই affirmative to negative bangla অধ্যায়ে তুমি শিখতে যাচ্ছ যে কিভাবে শুধুমাত্র ১০ টি সহজ সূত্র অনুসরণ করে তুমি প্রতিটি বাক্য কে affirmative হতে negative বাক্যে পরিবর্তন করতে পারো। তবে সবসময় মনে রাখবে তুমি এক্ষেত্রে বাক্যের গঠনগত পরিবর্তন করতে পারবে কিন্তু কোন অবস্থায় এর অর্থ পরিবর্তন হওয়া যাবেনা।

Transformation of sentences ইংরেজি গ্রামার এর একটি বড় চ্যাপ্টার। চারটি গ্রামাটিক্যাল টপিক মিলে Transformation of sentences টপিকটি তৈরি করা হয়েছে। টপিকগুলো হলো- Five kinds of sentences, Three kinds of sentences, Voice ও Degree. একসাথে Transformation of sentences এর অনেক নিয়ম। তাই অনেকে মনে রাখতে পারে না। তবে যদি কেউ নিয়মিত অনুশীলন করে তাহলে তার কাছে Transformation of sentences খুব সহজ। আজ আমার এই আর্টিকেলে Transformation of sentence নিয়ে আলোচনা করবো।

affirmative থেকে negative করার নিয়ম ,,
affirmative sentence এর মধ্যে Auxiliary verb ( example: am, is, are, was, were, shall, will, can, could, should, have, has, had ) থাকলে negative sentence এ Auxiliary verb এরপর not বসে এবং পরবর্তী adjective/adverb এর Antonym বা বিপরীত হবে।

affirmative sentence কে negative sentence এ রূপান্তরিত করার আগে প্রথমে আমাদের সেনটেন্স সম্পর্কে যথার্থ জ্ঞান থাকতে হবে। ইংরেজি গ্রামারের আলাদা একটি অধ্যায় হলো সেন্টেন্স। সেনটেন্স অর্থাৎ বাক্য। সেন্টেন্স কত প্রকার?
সেন্টেন্স কত প্রকার কি কি?
সেন্টেন্স এর গঠন প্রণালী। সকল বিষয়ের উপর আমাদের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে।

যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা
সম্পূর্ণরুপে প্রকাশ করে তাকে SENTENCE বলে ।

অথবা, দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে। অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না।

যেমন:

Rahim is a student. (রহিম একজন ছাত্র।)
Sheela is going to school. (শীলা স্কুলে যাচ্ছে।)
Please open the door. (অনুগ্রহ করে দরজাটি খুলুন)

সেন্টেন্স সাধারণত ৫ প্রকার।

১ Assertive Sentence
২ Interrogative Sentence
৩ Imperative Sentence
৪ Optative Sentence
৫ Exclamatory Sentence

affirmative থেকে negative করার প্রথমে আমাদের আফরমেটিভ এবং নেগেটিভ সেনটেন্স কে চিনতে হবে। আফরমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা।
বাক্যের প্রকাশিত বক্তব্য, ভাব বা মতের ইতিবাচকতা (possitivity) বা নেতিবাচকতা (negativity) এর উপর ভিত্তি করে বাক্যকে ২ ভাগে ভাগ করা যায়।

Affirmative Sentence ( হ্যাঁ বোধক/ ইতিবাচক বাক্য )

Negative Sentence ( না বোধক / নেতিবাচক বাক্য )

Affirmative Sentence কাকে বলে?

যে সব বাক্যের সাহায্যে কোন ভাষ্য, বক্তব্য কিংবা তথ্য সম্পর্কে positivity বা ইতিবাচকতা প্রকাশ পায় তাদেরকে Affirmative sentence .

ইংরেজি গ্রামারের একটি কঠিন টপিক হল ট্রান্সফর্মেশন। অনেক ছাত্রছাত্রী এই ট্রান্সফরমেশন নামক ইংরেজি গ্রামার বুঝতে পারেনা। ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজিতে এই ট্রান্সফরমেশন শেখানো হয়। আফরমেটিভ থেকে নেগেটিভ করার অনেকগুলো নিয়ম রয়েছে। এক একটি রুল অনুসরণ করে ইংরেজি গ্রামারের এই বিষয়টি শিখতে হবে। আজকে আমরা এপারমিটিক থেকে নেগেটি ভ এ রূপান্তরিত করার নিয়ম গুলি আপনাদের তালিকা আকারে প্রদান করেছি। আশা করি এতে আপনি affirmative থেকে negative করার নিয়ম গুলো পেয়ে যাবেন।

আমাদের এই আর্টিকেলটি মূলত ছাত্র-ছাত্রী বন্ধুদের অনেক উপকারে আসবে। ইংরেজি টিচারের কাছ থেকে ট্রান্সফরমেশন নামক ইংরেজি গ্রামার এর এই অধ্যায়টি খুব ভালো করে বুঝে নিতে হবে। মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ও ইচ্ছা করলে ট্রান্সফরমেশন সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা সম্ভব। আমাদের এই উপস্থাপনাটি মনোযোগ দিয়ে পড়লে আপনি অবশ্যই ট্রান্সফারমেশন কিছুটা হলেও শিখতে পারবেন।

Leave a Comment