শীতের সকাল নিয়ে কিছু কথা

শীতের সকাল নিয়ে কি বলবো আমি শীতের আবহাওয়া এতটাই পছন্দ করি যে শীতের সকাল নিয়ে যদি প্রাণ খুলে লিখতে যায় তাহলে সারাদিন লিখলেও শেষ হবে না। তাই আমি মনে করি শীতের সকাল নিয়ে নতুন করে বলার কিছু নেই শুধুমাত্র সকলের কাছে অনুরোধ থাকবে চোখ বন্ধ করে নিজের ছোটবেলার কথাগুলো মনে করুন। শীতের সকালে ঘুম থেকে উঠে বাইরে দৌড় দিয়ে যাওয়া ঠান্ডা লাগলেও শীতের কাপড় না পড়ে মায়ের কথা না শুনে দৌড় দিয়ে বাইরে খেলতে যাওয়ার স্মৃতি অনেকের চোখের সামনে জল জল করছে।

অভিজ্ঞতাগুলোই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করেছেন। শীতের সকাল সত্যিই খুব মায়াবী একটি সকাল তার কারণ হচ্ছে শীতের সকাল এতটাই সুন্দর হয় যে এই সকালে সবকিছু যেন একটি মায়ায় ঘেরা থাকে। আমি যদি আমার ভাষায় বলি তাহলে শীতের সকাল হচ্ছে একটি এমন সকাল যেখানে মনে হবে আপনি যেন শীতের নেশায় মগ্ন হয়ে আছেন। চারিদিকে শুধু নেশা আর নেশা আপনি যেটাই দেখবেন সেটাই রঙিন আপনি যেটা খাবেন সেটাই সুস্বাদু এবং শারীরিক দিক দিয়েও অনেক বেশি শান্তি ও প্রশান্তি থাকে শীতের।

তবে হ্যাঁ শীতের কিছু খারাপ দিক আছে যেমন শীতের সময় অতিরিক্ত ছোট বাচ্চা এবং অতিরিক্ত বয়স্ক মানুষের জন্য শীতের আবহাওয়াটা অনুপযোগী না যার কারণে তাদের অনেক বেশি কষ্ট হয়। এই দিকটা বিবেচনা করে অবশ্যই আমরা যারা বড় আছি তাদের সঠিকভাবে শীতের সময় দেখভাল করব যাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছে তারা অন্য জায়গাতে সময় নষ্ট না করে নিজের বাবা-মার প্রতি খেয়াল রাখব তাকে যাতে ঠান্ডা না লাগে সে যেন সুস্থ থাকে সেই দিকে পর্যাপ্ত পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করব।

শীতের আগমন নিয়ে উক্তি

শীত যখন কাছে চলে আসে তখন আবহাওয়া একটি পরিবর্তন বুঝিয়ে দেয়। আবহাওয়ার এই পরিবর্তনের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে শীত একেবারে সামনে চলে এসেছে এবং এই সামনে চলে আসা শীতকে কেন্দ্র করে আমরা সবসময় নতুন নতুন পরিকল্পনা করি। নতুন নতুন পরিকল্পনার মধ্যে হতে পারে সুন্দর সুন্দর কিছু উক্তি যেটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করলে সকলে বুঝতে পারবে শীতের আগমনী বার্তা সম্পর্কে এবং সেই চলে এসেছে সেই সম্পর্কে সকলের মনে একটি সুন্দর আবহাওয়া বিরাজ করবেন। শীতের আগমন নিয়ে কিছু উক্তি স্ট্যাটাস আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে এই স্ট্যাটাস বা উক্তিগুলো সংগ্রহ করতে পারেন।

হিমহিম বইছে মৃদু হাওয়া শীতের কি কাঁপন
বছর ঘুরে আবার এলো শীতের আগমন।

উড়ে আসা হিমালয়ের হিম হিম হাওয়া
বাংলাদেশের ফির তাই বাতাসের পাওয়া।

চুপি চুপি কোথা থেকে এল আজ শীত
গুনগুন পাখি গাই শীত শীত শীত।

ঘুম ভেঙেছে তিন প্রহরে শিশিরের শব্দ শুনে
হিমেল কুয়াশা দিকভ্রষ্ট করে জীর্ণ পথের সরিষা খেতে।

অসহ্য গরমে বেসামাল অবশেষে এলো শীতকাল
তুলোর মোজা গরম চাদর একটু রোদে ভীষণ কদর।

এরকম শীত কালকে নিয়ে সুন্দর সুন্দর উক্তি শীতকালের আগমনকে নিয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো সত্যি শুনতে অনেক বেশি ভালো লাগে। এটা তখন আরো বেশি ভালো লাগে যখন এই কথাগুলো আপনি পড়বেন এবং মনে মনে শীতকালের স্মৃতি গুলো মনে করবেন তখন দেখবেন মনের মধ্যে একটি দোলা দিয়ে যাবে সেটাই হচ্ছে মূল আনন্দ পাওয়া মূল ভালোলাগা।

আমার সব সময় মানুষের ভালো লাগা নিয়ে কাজ করি মানুষের চাহিদার জন্য কাজ করি তাই সবসময় আমাদের সঙ্গে থাকুন আপনার কি পছন্দ আপনি কি জানতে চাচ্ছেন সেটা আমাদের অবগত করুন। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সবসময় নতুনত্ব সব সময় নতুন কিছু নিয়ে হাজির হতে যাতে করে আপনাদের সবকিছু ভালো লাগে।

 

 

Leave a Comment