মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

মা ডাক আমাদের অন্তর থেকে এসেছে। জন্মগ্রহণ করার পরে সবার প্রথমে শিশুর মুখে যেই ডাক আসে সেটা হচ্ছে মা এবং সেই ডাক তাকে কাউকে শিখিয়ে দেওয়া লাগেনা। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ভালোবাসার ডাক। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার জন্য একমাত্র যিনি সবসময় আপনাকে আগলে রাখবে সেটা হচ্ছে আপনার মা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি কিছু ব্যক্তি এমন আছে যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে তার মা তাকে ছেড়ে চলে যায়। অনেকেই আছে যারা খুব অল্প বয়সে নিজের মাকে হারিয়েছে তার স্মৃতি খুব একটা মনে পরেনা কিন্তু তাকে মিস করে।

তার কারণ হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় জায়গা জুড়ে নিজের মায়ের অবস্থান এবং সেই মাকে যদি সে হারিয়ে ফেলে সে কতটা শূন্য হয়ে যায় কেবলমাত্র সে নিজেই বলতে পারবে। আমি মাঝেমধ্যে ভাবি আমরা কতটা ভাগ্যবান যে এখনো নিজের মায়ের স্মৃতি আমাদের মনে আছে কিন্তু যারা নিজের মায়ের স্মৃতি মনে করতে পারেন না অর্থাৎ খুব ছোটবেলাতেই নিজের মাকে হারিয়েছেন তারা কতটা দুর্ভাগ্যবান। সত্যিই এই অনুভূতি টুকু এতটাই কষ্টদায়ক যে কেউ এগুলো ভাবার পরে নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। আজকে আমরা এমন কিছু আবেগঘন স্ট্যাটাস নিয়ে এসেছি যেগুলো হয়তো আপনাকে বারবার কাঁদাবে কিন্তু এই স্ট্যাটাসগুলোও মনের কষ্টকে একটু হলেও কমাবে যখন আপনি অন্যের সামনে নিজের বোনের কষ্টগুলো তুলে ধরতে পারবেন।

আমার অনুশোচনা ও শ্রদ্ধার্ঘ্য মায়ের মৃত্যুর জন্য। তিনি সর্বদা আমার হৃদয়ে থাকবেন।মা, আমি আপনাকে সর্বদা ভালবাসবো এবং আপনার স্মৃতি সম্মান করবো।মা আপনি আমার জীবনের প্রধান স্তম্ভ ছিলেন, যা আমি কখনো ভুলতে পারব না।মার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। তার মাধ্যমে আমি জীবনের অনেক কিছু শিখেছি। তার স্মৃতি সবসময় আমার হৃদয়ে রয়েছে এবং তার প্রতি সময় শ্রদ্ধা জানাই।আমি আপনাকে অনেক ভালবাসি এবং আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকবো। আপনি সর্বদা আমার মনে থাকবেন, মা। 🌷🕯️

মা, আপনি আমার জীবনে চিরকাল অমৃত হয়ে থাকবেন। আপনি সর্বদা আমার অংশ থাকবেন, মা।আমার জীবনে মা আপনি অবিস্মরণীয় অংশ ছিলেন, আপনার অনুপ্রেরণা এবং সহানুভূতি ছাড়া আমি কি হতে পারতাম তা ধারণা করা মুশকিল।মার সাথে সময় কাটানো সত্যিই অমূল্য। আমি যখন তার সঙ্গে ছিলাম, সেই সময়গুলি সর্বদা আমার জীবনের শ্রেষ্ঠ অংশ ছিলো। তার কাছে প্রাপ্ত সমস্ত শিক্ষা আমার জীবনে এক অমূল্য সম্পদ হিসেবে রয়েছে।

মা, আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর আমি আপনার সম্মান এবং প্রেম নিয়ে অনেক গর্বিত। মা আপনাকে আমি সব সময় ভালবাসি এবং এই পৃথিবীতে আমাকে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
মা, আপনি সর্বদা আমার মনে থাকবেন, এবং আমি আপনাকে ভুলতে পারব না। আমি শ্রদ্ধার্ঘ্য জানাই এবং আমার সম্মান ও ভালোবাসা নিয়ে আপনার কাছে প্রণাম জানাই। মা, আপনি সর্বদা আমার মনে থাকবেন।

মৃত মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

প্রত্যেকটি সন্তানের উচিত পৃথিবীতে যা কিছু করবে তার জন্য যেন তার বাবা-মা গর্ব করে এরকম কিছু করে যাওয়া। যার কারণে সন্তান হিসেবে প্রত্যেককে উচিত আল্লাহ তাআলার নেককার বান্দা হওয়া তার কারণ হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার নেককার বান্দা হয় তাহলে পৃথিবীতে আমাদের অবদানের জন্য আমাদের বাবা-মা সবথেকে বেশি উপকৃত হবেন। তার কারণ হচ্ছে আল্লাহ তায়ালা নেককার সন্তানের দোয়া কবুল করেন এবং সন্তানের দোয়ার বিপরীতে বাবা-মাকে শান্তিতে রাখেন।

১. মৃত্যু মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।

২. যে ব্যক্তি মৃত্যুকে সবসময় স্মরণ করে তারাই প্রকৃত বুদ্ধিমান।

৩. মানুষ বেঁচে থাকলে হয়তো বা কারণে অকারণে বদলায় কিন্তু সে মরে গেলে পচে যায়।

৪. যে ভয় পায় সে মরে বারবার আর যে ভয় পায় না সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে একবার।

৫. জীবনের সবথেকে কাছের একটি জিনিস হল মৃত্যু, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না।

৬. মৃত্যু জীবনের একটি স্বাভাবিক জিনিস যা প্রত্যেক মানুষেরই একদিন মৃত্যুবরণ করতে হবে।

৭. মানুষ যেমন তার জীবনকে স্বাভাবিকভাবে পরিচালনা করে, মৃত্যুকেও ঠিক তেমনভাবে স্বাভাবিক মেনে নিতে হবে।

৮. মৃত্যুও অস্বাভাবিক কোন কিছু নয় কারণ মৃত্যু সবার জীবনে নিশ্চিত।

৯. প্রতিটি মানুষের মৃত্যু হয় কিন্তু কিছু সম্পর্কের কখনো মৃত্যু হয় না।

১০. মানুষের জীবনে যেমন দুঃখ,আনন্দ হঠাৎ করেই আসে ঠিক তেমনি মৃত্যু হঠাৎ করে চলে আসে।

১১. জীবনের সবচেয়ে আসল মাপকাঠি হল মৃত্যু, যা প্রত্যেকটি মানুষের মৃত্যু অবধারিত।

১২. প্রত্যেকটি মানুষ একদিন মৃত্যুবরণ করবে কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো, কথাগুলো, তারা তার ব্যবহার গুলো মরবে না।

১৪. আপনি যদি মৃত্যুর ভয়ে জীবনের সফলতা ভুলে যান তাহলে সেটা ভুল কারণ মৃত্যু আমাদের প্রত্যেকেরই একদিন হবেই।

১৫. কিছু মানুষের মৃত্যুতে কিছু মানুষ এমন ভাবে বদলে যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যায়।

তাই নিজের সন্তান যাতে কখনোই খারাপ পথে না যায় সেই চেষ্টাও আমরা করে যাব যাতে করে আমাদের সন্তানও একজন নেককার সন্তান হয় এবং তার দোয়া আমাদের কাজে আসে। বাবা মাকে হারানোর বেদনা কখনোই স্ট্যাটাস দিয়ে পূরণ করা যাবে না কিন্তু মনের মধ্যে যে কথাগুলো আসে বারবার সে কথাগুলো যদি আপনি কারো সামনে বলতে না পারেন জমিয়ে রাখেন তাহলে সেই কথাগুলো আরো আপনাকে কষ্ট দেবে। তাই নিজের আপন জনের কাছে নিজের এই কষ্টের কথা শেয়ার করুন বিভিন্ন স্ট্যাটাস উক্তি বা কবিতা গল্পের মাধ্যমে।

Leave a Comment