মৃত বাবা মাকে নিয়ে স্ট্যাটাস

যদি আপনার সব থেকে আপন মানুষের মধ্যে বাবা মা হচ্ছে সবার উপরে। শুধু পৃথিবীতেই না পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমাদের বাবা-মায়ের পরিচয় সব জায়গাতে প্রবেশ করতে হবে। আর সেই বাবা মাকে যদি কেউ হারিয়ে বসেন তাহলে বুঝতে পারেন সে শূন্যস্থান কতটা বড়। যে বাবা-মার সঙ্গে আপনার আর কখনোই দেখা হবে না এবং এই বাবা মাকে আপনি আর কখনো ডাকলে পাবেন না। এই মুহূর্ত নিয়ে বলার কিছু নেই আমি যতটাই এই মুহূর্ত নিয়ে বলতে যাচ্ছি ততটাই আবেগে আপ্লুত হচ্ছে।

আজকে আমরা আপনাদের মৃত বাবা মাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের এখান থেকে সম্ভব হলে কিছু স্ট্যাটাস সংগ্রহ করে রাখেন। অবশ্যই শুধুমাত্র যে মৃত হওয়ার পরে বাবা মাকে এতটা ভালবাসতে হবে সেটা একেবারেই ভুল কথা যতটা সময় পান জীবিত থাকা অবস্থাতে তাদের ভালবাসেন। মনে রাখবেন বৃদ্ধ বাবা-মা সন্তান সমতুল্য অর্থাৎ ছোটবেলাতে ঠিক যেমনভাবে তারা আপনাকে মানুষ করেছে ঠিক তেমনি একইভাবে আপনাকে তাদের মানুষ করতে হবে এখানে কেউ 1 পার্সেন্ট পার্থক্য দেখাতে পারবে না।

আমি যতটুকু দেখেছি সন্তান এবং বাবা-মা প্রায় সমান শুধুমাত্র বয়সের পার্থক্য থাকে এবং আপনি যখন নিজের সন্তানের মধ্যে নিজেকে খুঁজে পান ঠিক তখন আপনার বাবা-মাও আপনার মধ্যে নিজেকে খুঁজে পায়। একইসঙ্গে তিন প্রজন্ম বেড়ে ওঠে এবং এই তিন প্রজন্ম একে অন্যের মাঝে নিজেকে খুঁজে পায়। যারা মনে করেন যে নিজের সঙ্গে নিজের সন্তানের প্রজন্মই বড় হয় এটা একেবারেই ভুল তার কারণ হচ্ছে আমি যতটুকু উপলব্ধি করেছি একই সামনে তিন প্রজন্ম বেড়ে ওঠাটা অনেক ভাগ্যের ব্যাপার।

বুড়ো বাবা মা যখন তার সন্তানের মধ্যে নিজেকে খুঁজে পাই ঠিক সে সন্তান আবার তার ছোট ছেলে মেয়েদের মধ্যে নিজেকে খুঁজে পাই। এইভাবে জীবনের বৃত্ত ঘুরতে থাকে এবং এই বৃত্তের মধ্যেই নিজের জীবনের সুখ আছে যেটা আপনি যদি খুঁজে পান তাহলে আপনি সব থেকে ভাগ্যবান। চোখের জন্য খুব বেশি দূরত্ব আপনাকে অতিক্রম করতে হবে না সুখ আপনার কাছেই আছে আপনি যদি দূরত্ব অতিক্রম করেন তাহলে সেটা সুখের জন্য নয় অন্য কিছুর জন্য একটু গভীরভাবে ভেবে দেখুন।

বাবাদের হৃদয় হলো প্রকৃতির এক অন্যতম অপার স্থান – ( এন্টোনি ফ্রানকোই প্রিভসট )।

যেকোনো পুরুষই নাম মাত্র বাবা হতে পারে। তবে প্রকৃত বাবা হওয়ার জন্য কিছু বিশেষত্ব দরকার – (অ্যানি গেডেস)।

একজন বাবা তার সন্তানকে তার অবস্থানের চেয়েও ভালো স্থানে দেখতে চান – (ফ্রাংক এ. ক্লার্ক)।

বাবা হলো বাড়ির ছাদের মতো, যে সন্তানদের সব সময় ছায়া দিয়ে থাকে। কখনোই মুখ ফুটে কিছু বলে না”।

সন্তান বাবা এমনকি মায়ের কাছে কখনো কালো বা কুৎসিত হয় না। বাবা সবসময় সন্তানের মাধ্যমে নিজেকে বাচিয়ে রাখতে স্বপ্ন দেখে।

বাবা মনে করে সে মারা গেলেও তার রেখে যাওয়া সন্তানদের মাঝে বেচে থাকবে ইনি সবসময়।

বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস

যার বাবা নেই তার বাবার কথা যখন মনে পড়ে তখন তার মনের মধ্যে যে কতটা কষ্ট হয় এবং কত রকম কথাতে তার চিন্তা-ভাবনা হতে থাকে সে নিজেই সেটা বলতে পারবে। এখানে আমি মনে করি আলাদা হবে সাজিয়ে গুছিয়ে স্ট্যাটাস লেখার কিছু নেই মনের মধ্যে যে যন্ত্রনা সেই যন্ত্রণা থেকে যে কথাগুলো বের হয় সেগুলোই পৃথিবীর সব থেকে মূল্যবান কথা। তার কারণ হচ্ছে আপনি পৃথিবীর সব থেকে মূল্যবান মানুষটাকে হারিয়েছেন যাকে আর কখনো ফিরে পাবেন না তাই তখন আপনার মনের মধ্যে যে কথাগুলো আসে সেগুলোই বাস্তব। আর ভালোবাসার মানুষকে যদি কেউ এইভাবে হারিয়ে ফেলে তাহলে তার কষ্ট সব থেকে তখন বেশি হয় যেই কষ্ট অন্য সময় কখনোই সেই উপলব্ধি করে না।

 

 

Leave a Comment