আত্মহত্যা থেকে বাঁচার উপায়

প্রচন্ড হতাশায় ভুগে যারা আত্মহত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তাদের জন্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে চলে এলাম। আত্মহত্যার মত সিদ্ধান্ত একটি মানুষ খুব সহজে নিতে পারে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন এত বড় সিদ্ধান্ত নিতেও মানুষের বুক একবারও কাঁপেনা। এমন অবস্থায় যদি নিজেকে সামলানো না যায় তাহলে হয়তো অকালেই পৃথিবী থেকে চলে যেতে হবে।

মানুষের জীবনে খারাপ সময় আসবে কিন্তু সেই খারাপ সময়ে কিভাবে নিজেকে সামলে রাখতে হবে তা জেনে নেওয়া দরকার। মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে কোনভাবেই সমস্যার সমাধান করা যাবে না। আপনি যদি আত্মহত্যা সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আজ শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং জেনে নিবেন আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান কিভাবে করবেন।

মানুষ ভুল করবে এটা স্বাভাবিক। আমরা রোবট নই যে আমাদের কোন ভুল হবে না। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিছু কিছু ভুল আমাদের জীবনে এমন ভাবে পরিবর্তন ঘটিয়ে দেয় যেখান থেকে উঠে দাঁড়ানো খুবই কঠিন। এরপরও আমাদের উঠে দাঁড়াতে হবে নতুনভাবে জীবন শুরু করতে হবে। কিন্তু এই সময়ে আমরা যদি নিজেকে শেষ করার মতো সিদ্ধান্ত নিতে চাই তাহলে হয়তো এটা হতে পারে আমাদের

জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। মৃত্যু একজন হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যদি আত্মহত্যা করার কথা ভাবি তবে এতে সবকিছুর সমাধান হয়ে যাবে এমনটা নয়। উল্টোদিকে আমাদের এই একটা কঠিন সিদ্ধান্তের জন্য আমাদের পরিবারকে ভীষন কঠিন সময় কাটাতে হবে। চলুন জেনে নেওয়া যাক জীবনের কঠিন সময় গুলোতে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে। কিভাবে সব হতাশা কাটিয়ে নতুন ভাবে জীবন শুরু করা যাবে।

জীবনে সফলতা লাভের আশায় কখনো কখনো আমরা বড় ধরনের ঝুঁকি নিয়ে থাকি। ঝুঁকি না নিলে সফলতা আসার সম্ভাবনা খুবই কম থাকে। তবে এই ঝুঁকি নিতে গিয়ে আমরা যখন ব্যর্থ হয়ে পড়ি তখন আশেপাশের মানুষের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয়। এমন অবস্থায় আমাদের সামনে আর কোন পথ খোলা থাকে না। এমন পরিস্থিতিতেই মানুষ আত্মহত্যা করার মত কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে জীবনে চলার পথে উত্থান পতন আসবেই।

খারাপ সময় গুলোতে মুখ বন্ধ করে বাকিটা সময় কাটিয়ে দিতে হবে। খারাপ সময় চলে যাবার পর একটা সময় নতুন ভাবে সবকিছু গুছিয়ে নেওয়ার মতো পরিস্থিতি চলে আসবে।। তবে কঠিন মুহূর্তে যারা সিদ্ধান্ত নিতে ভুল করে তাদেরকেই অসময়ে চলে যেতে হয়। তাই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে বুঝেশুনে, চিন্তা করার পর। তবে আপনি যে সিদ্ধান্তই নেন না কেন, আত্মহত্যা কখনই কোন কিছু সমাধান হতে পারে না কিংবা সঠিক সিদ্ধান্ত হতে পারে না।

আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আশেপাশের মানুষ কি বলছে না বলছে তা নিয়ে ভাবলে চলবে না। আমাদের নিজেদের জীবনের সমস্যা গুলো নিজেদেরকে সমাধান করতে হবে। আমাদের খারাপ সময় গুলোতে হয়তো কেউ পাশে দাঁড়াতে চাইবে না, ভালো সময়গুলোতে হয়তো অনেকেই এগিয়ে আসবে। একটি কথা মনে রাখতে হবে আমরা খারাপ সময় গুলোতে কখনোই কারো সাহায্য পাবো না।

তাই খারাপ সময়গুলোতে জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য কারো সাহায্যের আশায় বসে থাকলে চলবে না। নিজের প্রতিটি সমস্যা একটি একটি করে নিজেকে সমাধান করতে হবে। হতাশায় ডুবে না থেকে প্রতিটি সমস্যার কারণ খুঁজে বের করুন এবং সে সমস্যার সমাধান করার উপায় খুঁজে বের করুন। আত্মহত্যার কথা যদি বারবার আপনার মাথায় ঘুরতে থাকে তাহলে পৃথিবীর সুন্দর জিনিসগুলো এবং ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি যে মানুষগুলোর ভরসা হয়েছিলেন তাদের কথা ভাবুন। দেখবেন, আত্মহত্যার চিন্তা আপনার মাথা থেকে দূর হয়ে যাবে।

Leave a Comment