সাপের স্বপ্ন দেখলে কি হয়

আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে স্বপ্নে সাপ দেখলে আসলে কি হয়, অনেক মনোবিজ্ঞানী বা জ্যোতিষীর কথা মতে যারা অতিরিক্ত চিত্রভাবনা করে বা ভয় পেয়ে থাকে তাদের এই ধরনের সমস্যা খুব বেশি দেখা যায়।
তবে অনেকে আছে যারা স্বপ্নকে অনেক বেশি বিশ্বাস করে থাকে। আপনি কোন সময় যদি স্বপ্নে কোন কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে সেই স্বপ্নের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তাই চেষ্টা করবেন যদি স্বপ্ন দেখে থাকেন অবশ্যই সেই স্বপ্নের কোন কিছু যদি বাস্তবে মিল না থাকে তাহলে সেটা কখনোই ইসলামের স্বপ্নের বিভিন্ন রকম স্থান রয়েছে।

বিভিন্ন চিন্তা-ভাবীদের মতে তারা যে ভাষ্য দিয়েছে তাদের ভাষ্য আলোচনা করলে দেখা যায় তারা বলার চেষ্টা করেছে মানুষ যে স্বপ্নগুলো দেখে থাকে কিছু সত্য স্বপ্ন হয় কিছু স্বপ্ন মিথ্যা হয় সত্য স্বপ্ন হয়ে থাকে। ইসলাম অনুযায়ী বলতে গেলে যারা ভালো মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকে এটা বলা হয়েছে। এছাড়াও আরো মিশ্র ধরনের বেশ কিছু তথ্য রয়েছে যে তথ্য গুলোর মাধ্যমে আমরা জানতে পারি শয়তান যখন একটি মানুষের উপর ভর করে তখন সেই শয়তান বিভিন্ন ধরনের খেলা করে থাকে এবং সেই খেলার মাধ্যমে একটি মানুষ স্বপ্ন দেখে থাকে আপনি যে বিষয় নিয়ে সারাদিন ভাববেন বা ঘুমানোর সময় ভাববেন সেই বিষয়ে আপনি স্বপ্ন দেখবেন রাতে এটাই স্বাভাবিক।

ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ মারতে দেখলে কী হয়

ইসলামের দৃষ্টি অনুযায়ী আলোচনা করলে, কোন ব্যক্তি যদি সাপ দেখে থাকে তাহলে সে পরবর্তী সময়ে তার কোন শত্রুকে আঘাত করতে পারে ৭০ ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয় আর এই সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে ৭০ টাকা আঘাত করবে এমন ধারণা করা হয়ে থাকে ইসলাম অনুযায়ী সাপের গোশত খেতে দেখলে স্বপন ১০ টা ৭০ ধনসম্পদ লাভ করবে বলে উল্লেখ করেছেন অনেকেই তবে আসলে এসব কথার কোন আসল দলিল বা কোন মূল্য নেই।

পেগনেন্ট অবস্থায় কেউ যদি স্বপ্নে সাপ দেখে তাহলে কি হয়

গর্ভবতী থাকাকালীন কোন মেয়ে যদি স্বপ্নে সাপ দেখে তাহলে তারও বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে যে রকম সত্তর মাধ্যমে তার কোন ক্ষতি হতে পারে সব সময় আল্লাহতালার কাছে আপনি সাহায্য কামনা করবেন সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দেখবেন আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে।

আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পাই তাই বলে কোন বলে যে সেই স্বপ্ন সত্যি হবে এমনটা না, স্বপ্নে আপনি যদি সাপ দেখে থাকেন তাহলে অবশ্যই সেই স্বপ্নের বিষয়ে আপনাকে আগে জানতে হবে আপনি যদি আপনার স্বপ্নের সকল তথ্য আমাদের থেকে জানতে চান সব সময় নেগেটিভ থাকতে হবে আপনি যদি নেগেটিভ না থাকেন তাহলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

১। স্বপ্নে যদি সাপ দেখা যায়—- ধন প্রাপ্তির সূচনা করে।

২। স্বপ্নে যদি সাপ দংশন করে— মৃত্যুযোগ নিশ্চিত থাকে।

৩। স্বপ্নে যদি দেখা যায় সাপ উড়ে যাচ্ছে—- জীবনে কালসর্প যোগ হওয়ার পূর্ব সংকেত সূচিত করে।

৪। স্বপ্নে যদি জলে সাপ দেখা যায়— পূর্ণ কালসর্প যোগের পূর্ব সংকেত সূচিত করে।

৫। স্বপ্নে যদি গরুর উপর সাপ ফোঁস করছে এমন দেখা যায় – ধন প্রাপ্তির পূর্ব সংকেত পাওয়া যায়।

৬। স্বপ্নতে যদি সাপ আর বেজির লড়াই দেখা যায় – তা হলে বুঝতে হবে যে, পরিবারে গৃহের দেবতা রুষ্ট আাছেন।

৭। স্বপ্নে যদি কোনও জন্ম কোষ্ঠী দেখা যায়- তা হলে কোষ্ঠীতে কালসর্প যোগ আসার পূর্ব সংকেত পাওয়া যায়।

আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য অনুযায়ী জানতে পেরেছি স্বপ্নে সাপ দেখলে উপরের এই বিষয়গুলো একটি মানুষের সাথে হতে পারে তবে এগুলো আসলে নিচের ধারণা। কোন কিছু জানতে হলে অবশ্যই আমাদের ইসলাম অনুযায়ী কাজ করতে হবে।

 

Leave a Comment