প্রায় প্রতিটি প্রাণীই বিশ্রাম নিয়ে থাকে। কিছু কিছু প্রাণী রয়েছে যারা নিশাচর তারা দিনে বিশ্রাম নেয় এবং যে সকল প্রাণীরা রাত্রিতে বের হয় না খাবারের সন্ধানে তারা রাত্রিতে ঘুমায়। এছাড়া কোন কোন প্রাণী রয়েছে যারা বেশিরভাগ সময় ঘুমোতে ভালোবাসে বা বিশ্রাম নিতে ভালোবাসে। তবে মোটামুটি ভাবে দেখা যায় যে অধিকাংশ প্রাণী দিনের বেলায় যারা খাবার বা অন্যান্য কাজ করার উদ্দেশ্যে সারাদিন পরিশ্রম করে তারা রাত্রিতে বিশ্রাম নিয়ে থাকে এবং যে প্রাণীগুলো আছে দিনের
আলোতে বের হতে পারে না তারা রাত্রির আলোয় বেশি সচ্ছন্দ বোধ করেন অর্থাৎ অন্ধকারের সময় তাদের সুবিধা হয় তারা অবশ্যই দিনের বেলা তাদের আশ্রয়স্থলে বিশ্রাম নিয়ে থাকে। মানুষ বর্তমান সময়ে অনেক ব্যতিক্রম হয়েছে কারণ দিনের এবং রাতের সব সময় যখন সুযোগ পায় তখনই তারা পরিশ্রম করে থাকে এবং দিনে এবং রাত্রিতে যখন সুযোগ পায় তখনই বিশ্রাম নিয়ে থাকে।
মানুষ যেহেতু এই বিশ্বব্রহ্মাণ্ড কে প্রায় নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে তাই তাদের কথা বাদ দিয়ে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আসা যাক। বেশিরভাগ প্রাণী দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে 10, 12, 14 ঘন্টা ঘুমিয়ে বা বিশ্রাম নিয়ে পার করে দেয়। বাকি সময়টা এ সকল প্রাণী খাদ্যের খোঁজে অথবা নিজেদের বিনোদন অথবা অন্যান্য ঘুরাঘুরির জন্য তারা চলাফেরা করে
থাকে। তবে এমন কোন প্রাণী আছে যাকে আলাদাভাবে বিশ্রাম নিতে হয় না বা ঘুমোতে হয় না যেমন আপনারা মাছের কথা জানেন। আবার কোন কোন প্রাণী রয়েছে দাঁড়িয়ে থেকে বিশ্রাম নেয় বা ঘুমায় যেমন ঘোরার কথা বলতে পারেন। তাই বিচিত্র পৃথিবীতে বিচিত্র সব প্রাণী। বিড়ালকে দেখেছেন বেশিরভাগ সময় তারা শুয়ে-বসে আরাম-আসে সময় কাটিয়ে থাকে। আবার দেখেছেন বিভিন্ন ধরনের পাখি তারা সব সময় কর্মব্যস্ত খাবারের খোঁজে।
এখন আমরা সেই কর্মব্যস্ত বিভিন্ন সব প্রাণীর মধ্যে থেকে খুঁজবো যে কোন প্রাণী আসলে বেশি ঘুমাতে পারে। আপনারা জানেন এই বিচিত্র পৃথিবীতে কোন কোন প্রাণী বছরে ছয় মাস নিদ্রায় থাকে। সেই সময় তাদের শরীরের জমান ো চর্বি খাদ্য হিসেবে হয়ে যায় তাই ৬ মাস তাদের খেতে হয় বাকি 6 মাস না খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। তাই যদি আমরা দেখি যে পৃথিবীর কোন প্রাণী সবচাইতে ঘুমায় তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো আরো বিচিত্র সকল প্রাণী যে প্রাণী ৩৭ হাজার
বছর পর্যন্ত ঘুমিয়ে রয়েছে এমন প্রাণীর সন্ধান ও বিজ্ঞানীরা বর্তমান সময়ে পেয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্র থেকে পাওয়া যায়।তারপরেও আমরা এখন বর্তমান তথ্যসূত্র বিচার বিশ্লেষণ করে বিজ্ঞানীরা যে তথ্যসূত্র একেবারে লেটেস্ট ভাবে প্রকাশ করেছেন সেই তথ্যসূত্র থেকেই আমরা দেখাতে পারব যে পৃথিবীতে কোন প্রাণী সবচাইতে বেশি ঘুমিয়ে থাকে। আর এই প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের পোস্টের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে পড়ে যেতে হবে।
তাহলে অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে পৃথিবীতে যত সকল প্রাণী রয়েছে সে সকল প্রাণীর মধ্যে কোন প্রাণী বেশি ঘুমিয়ে কাটিয়ে দেয়। তাহলে চলুন আমরা আর দেরি না করে এখন সেই কথাটি অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করার চেষ্টা করব। তাই আমরা দেখেছি যে শুধু একটি প্রাণীর কথা বললে আসলে ভুল হবে। পৃথিবীতে অনেকগুলো প্রাণী রয়েছে যাদেরকে ২৪ ঘন্টার বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতে হয়। যেমন ধরুন বাদুড় নিশাচর প্রাণী বলে বাদুরকে তো সারাদিন ঘুমিয়ে কাটাতে হয়। আবার রাতেও তারা সম্পূর্ণ রাত জেগে থাকে না।
তাই দেখা যায় যে বাদুড় ঘরে ১৯ ঘন্টা ঘুমায়। আবার অজগর সাপেরও বিরাট শরীর নিয়ে দিনের বা রাত্রির পুরোটা সময় ধরে চলাফেরা করতে পারেনা। তাদের খাদ্যের চাহিদা পূরণ হলেই তারা ঘুমিয়ে পড়ে। এজন্য 24 ঘন্টায় প্রায় 18 ঘণ্টায় ঘুমিয়ে থাকে অজগর সাপ। এছাড়াও আরো বেশি ঘুমানোর তালিকায় রয়েছে বাঘ, কাঠবিড়ালি, সিংহ, ইদুর, বিড়াল, খরগোশ ইত্যাদি প্রাণীর সব নাম।