মুখের জন্য কোন জেল ভালো

মুখের জন্য সবথেকে ভালো হচ্ছে এলোভেরা জেল। এটা এমন একটি উপাদান যেখানে আমরা যদি ইচ্ছে করে এই অ্যালোভেরা জেল সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করে কোন ধরনের ভেজাল ছাড়াই এটা আমাদের চেহারার উপর এবং শরীরের উপর ব্যবহার করবে তাহলে সেটা সম্ভব। আপনি চাইলে এলোভেরা পাতা সংগ্রহ করতে পারেন এবং সেখানে থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করতে পারেন এবং সেই জেল আপনার চেহারার ওপর সকাল এবং রাতে এবং যেকোনো সময় ১০ থেকে ১৫ মিনিট নিয়মিত এপ্লাই করতে পারেন তাকে উজ্জ্বলতা ত্বকের মসৃণতা এবং তাঁকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যারা নিজের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান এবং নিজের চেহারাকে শোনার মতন চকচকে চেহারায় পরিণত করতে চান তারা কখনোই এই উপাদানটির ব্যবহারের কথা ভুলে যাবেন না।

আপনি এক বছরে টানা একবার এলোভেরা জেল ব্যবহার করে দেখেন আপনার মতন সুন্দর আর কাউকেই দেখাবে না। শুধুমাত্র এই একটি সাধারণ জেলের ব্যবহারই আপনার চেহারাকে পরিবর্তন করে দিতে পারে আর সেই পরিবর্তন আপনার জীবনেও আসতে পারে। অ্যালোভেরা জেল এর সঙ্গে আরও বহু উপাদান ব্যবহার করা হয় তবে অবশ্যই চেষ্টা করতে হবে অ্যালোভেরা জেল যেন আলাদাভাবে চেহারাতে দেওয়া হয় এতে করে সেই জেলের সঠিক কার্যকারিতা আপনার ত্বক পাবে।

আসল অ্যালোভেরা জেল চেনার উপায়

আসল এলোভেরা জেল চেনার জন্য সবসময় আপনাকে তিন চারটা কোম্পানির এলোভেরা জেল কিনে কম্পেয়ার করতে হবে। সাধারণত প্যাকেটের গায়ে লেখা দেখে কখনোই এলোভেরা জেল চেনা যাবে না এর জন্য আপনাকে সেই এলোভেরা জেল বাসায় আনতে হবে এবং সেগুলো ব্যবহার করে হাতে চেক করে নিতে হবে তাহলে আপনি সঠিক অ্যালোভেরা জেল চিনতে পারবেন। আর এর জন্য অবশ্যই তিন-চারটা কোম্পানির এলোভেরা জেল আপনি বাসায় আনবেন এবং সেগুলো ভালোভাবে খেয়াল করবেন।

ভালো এলোভেরা জেল চেনার প্রথম উপায় হচ্ছে যে এলোভেরা জেল আপনি ব্যবহার করছেন সেখানে কোন ধরনের ফ্লেভার থাকবে না বা সেন্ট থাকবে না। অ্যালোভেরা জেল সরাসরি মুখে ব্যবহার করা যায় কিনা আলাদাভাবে কোন সেন্ট বা ফ্লেভার ব্যবহার করার প্রয়োজন নেই। অ্যালোভেরা জেল সাধারণত একেবারেই পানির মতন পরিষ্কার হয় সেক্ষেত্রে এখানে কোন ধরনের যদি কালার মিশ্রণ থাকে বা দেখতে যদি রঙিন মনে হয় সেই ক্ষেত্রে সেটা ভেজাল।

আর এলোভেরা জেল অতিরিক্ত আঠাল হবে না আবার একেবারেই আটা মুক্ত হবে না এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা হবে অত্যন্ত ঠান্ডা একটি জেল। এই বিষয়গুলো আপনি যখন বুঝতে পারবেন তখন অবশ্যই আপনি বুঝবেন কোন জেল অপেক্ষাকৃত ভালো এবং সেটাই আপনি ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেল মুখে ব্যবহার করার নিয়ম

আপনি যদি এলোভেরা জেল মুখে ব্যবহার করতে চান তাহলে সেটা করতে পারেন এবং সরাসরি মুখে ব্যবহারের ক্ষেত্রে এমন সময় এটা ব্যবহার করতে হবে যাতে করে এর সঠিক কাজটা ভালোভাবে হয়। ঘুম থেকে ওঠার পরে সরাসরি এলোভেরা জেল মুখের উপর আপনি লাগাতে পারেন এবং মাসাজ করতে পারেন এবং পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন।

রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই কাজটি করতে পারেন। আমার মনে হয় ফেস ওয়াশের বিকল্প হিসেবে যদি কেউ এই জেলটা ব্যবহার করে তাহলে অনেক উপকার পাবে তবে ফেসওয়াশ ব্যবহার করা ‌ একেবারেও ছেড়ে দেওয়া যাবে না সেটা ব্যবহার করা চালিয়ে যেতে হবে। এছাড়াও মুখের উপর এলোভেরা জেল এর সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান যেমন লেবুর রস মধু কমলালেবুর খোসা ডিমের সাদা অংশ আরও বিভিন্ন উপাদান মিশ্রণ করে চেহারাতে এপ্লাই করা যেতে পারে। আস্তে আস্তে ই এটা আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে আনবে এবং আপনাকে সুন্দর করবে।

 

 

Leave a Comment