আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কবিতা

ছোটদের কবিতা সংগ্রহ করার জন্য আপনারা অনেকেই বইমেলা থেকে বই কিনে থাকেন। এখন থেকে ছোটদের কবিতা সংগ্রহ করার জন্য বই কেনার কোন প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই যে কোন কবিতা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের ওয়েবসাইটে চোখ রাখছেন তারা নিশ্চয়ই জানেন আমরা কবিতা ও গল্প নিয়ে অনেক পোস্ট দিয়ে থাকি।

কবিতা ও গল্প নিয়ে লেখা এসব পোষ্টের মধ্যে যেমন কবিতা তুলে ধরা হয় তেমনি তার পাশাপাশি মন ভালো করার মতো কিছু কথা শেয়ার করা হয়। আমাদের আজকের আর্টিকেলটি শুধুমাত্র লেখা হয়েছে ছোটদের কথা ভেবে। ছোটদের কবিতাগুলো কোথায় খুঁজে পাবেন এবং এই কবিতাগুলো কিভাবে আপনার সোনামণিকে পড়াবেন গুরুত্বপূর্ণ এইসব বিষয়ে আলোচনা করব আজ।

খুব ছোটবেলায় আমরা যেসব কবিতা পড়ে বড় হয়েছি এখনকার সময়ে আস্তে আস্তে সেই কবিতাগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার ছোট বাচ্চারা জন্মের পর পরই মোবাইল ফোন হাতে পাচ্ছে এবং গেম খেলা শুরু করছে। নিজের সোনামণিকে মোবাইল ফোন ও গেম খেলা থেকে বিরত রাখার জন্য এমন কিছু করতে হবে যা তার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই নিজের সন্তানকে যদি কবিতা আবৃত্তি করাতে থাকেন তাহলে সে কবিতা ভালবাসতে শুরু করবে।

কবিতার প্রতি ভালবাসা জন্মালে অন্য কোন কিছু তাকে আসক্ত করতে পারবে না। আপনারা যদি পুরনো দিনের কবিতা গুলো কোথাও খুঁজে না পান তাহলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এমন কিছু পুরনো দিনের কবিতা আপনাদের সাথে শেয়ার করব যা এখন অন্য কোথাও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

নিজের সন্তানের ছোটবেলা আরো রঙিন করে তোলার জন্য ছন্দময় কবিতা গুলোর কোন বিকল্প নেই। আপনার সন্তান যদি কবিতা শুনতে ভালোবাসে অথবা গল্প শুনতে ভালোবাসে তাহলে তাকে বেশি বেশি কবিতা শোনান। কবিতা শুনলে তার মধ্যে যেমন সাহিত্যের রসবোধ তৈরি হবে ঠিক তেমনি পড়াশোনার প্রতি বেশ আগ্রহ তৈরি হবে। একজন ভালো বক্তা তৈরি হওয়ার জন্য কবিতা আবৃত্তি যে কোন মানুষকে বেশ সাহায্য করে।

নিজের সন্তানকে যদি খুব ভালো বক্তা হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই কবিতা আবৃত্তির মধ্যে রাখার চেষ্টা করুন। কবিতা আবৃত্তি ছাড়াও সুন্দর সুন্দর গল্পগুলো তাকে শোনান যেগুলো শুনে সে সাহিত্যের প্রতি আকৃষ্ট হবে। বাংলা সাহিত্যে এমন কিছু গল্প আছে যেগুলো ছোটদের জন্য বেশ উপযোগী। ছোটবেলা থেকেই একজন মানুষ যদি সুন্দর বক্তা হয়ে উঠতে পারে তাহলে বড় হবার পর প্রতিটি ধাপে সে সকলের প্রিয় পাত্র হয়ে উঠবে।

আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কবিতাটি আপনার নিশ্চয়ই শুনেছেন। ছোটবেলায় এই কবিতাটি আমরা অসংখ্যবার শুনে শুনে বড় হয়েছি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কবিতার মত আরও অনেক কবিতা আছে যেগুলো এখন খুব একটা শোনা যায় না।। এই কবিতাগুলো যদি আমরা নিজেদের সন্তানের সাথে শেয়ার করি এবং তাদের আবৃত্তি করানোর চেষ্টা করি তাহলে এই কবিতাগুলো দীর্ঘদিন আমাদের মাঝে টিকে থাকবে। প্রযুক্তির উন্নয়নের এই যুগে শিশুরা এখন স্মার্টফোন ও কম্পিউটারের দিকে খুব ঝুঁকে পড়ছে।

আপনার সন্তান যদি এ ধরনের কোন কিছুতো ঝুঁকে না পড়ে তা নিশ্চিত করার জন্য তাকে অনেক বেশি বই পড়ানোর চেষ্টা করুন। ছবিযুক্ত এমন কিছু বই আছে যা দেখলে শিশুরা বেশ আগ্রহ নিয়ে পড়া শুরু করে। এছাড়াও নিজের অবসর সময়ে সন্তানকে নিয়ে বসুন এবং তার সাথে তালে তালে কবিতা পড়ুন। এ বিষয়গুলো আপনার সন্তানকে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করবে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কবিতা ছাড়াও আরো অনেক ছোটদের কবিতা পেয়ে যাবেন আমাদের পোস্টগুলোতে। এই ধরনের কবিতাগুলো সংগ্রহ করার জন্য সব সময় চোখ রাখতে হবে এই ওয়েবসাইটেই।

Leave a Comment