বাজ পাখির ছবি ডাউনলোড 

আমরা সবাই জানি বাজপাখি শিকারি পাখি না। এই পাখিটি সাধারণ আকৃতির পাখি হয়ে থাকে। বাজপাখি ক্ষিপ্ত পাখি হিসেবে অনেক পরিচিত কারণ এই পাখি অনেক প্রখর ভাবে স্বীকার করতে পারে। এই বাজপাখি আকাশে উড়তে উড়তে সমুদ্র বা নদী থেকে মাছ শিকার করে ফেলতে পারে তার গতিপ্রকৃতি এতই পুকুর যে সে কখনোই এই কাজে ব্যর্থ হয় না।

বাজ পাখির মত গতি সম্পন্ন প্রাণী পৃথিবীতে খুব কম রয়েছে। এ কারণে বাজপাখিকে তীব্রতার প্রতি সম্পর্কে বা তীব্রতার প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। এই বাজপাখি বাংলাদেশের প্রায় কম বেশি সব অঞ্চলে দেখা যায়। খাদ্য কোন পাখি বেশি খায় সেই দিক থেকে তাকালে বাজপাখি অনেক বেশি খাদ্য সংগ্রহ করতে পারে এবং খাই। তবে সময়ের পরিক্রমায় এখন সকল ধরনের পশুপাখি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। দেশের আবহাওয়া আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তার কারণে এই অবস্থা হয়েছে।

বাজপাখি এতই প্রখর একটি প্রাণী যে সবাই এই পাখিকে নিয়ে আলোচনা করে। তার এই কর্মকান্ডের জন্য পৃথিবীতে তার এত গুরুত্ব এবং বেঁচে থাকার তাগিদে বাজপাখি এ ধরনের শিকার করে থাকে। আমরা আমাদের আর্টিকেলে আপনাদের এর আগে বলেছি বাজ পাখির মূলত মাঝারি আকৃতির একটি পাখি। আপনারা আরো জেনে অবাক হবেন যে ছেলে বাস পাখির চেয়ে মেয়ে বাজপাখি আকৃতিতে অনেক বড় হয়ে থাকে। আপনারা যদি কখনো বাজপাখি দেখে থাকেন তাহলে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে বড় পাখিগুলো মেয়ে পাখি আর ছোট পাখিগুলো ছেলে পাখি।

বাজপাখি বেশকিছু কারণে মানুষের জীবনের সাথে মিশে আছে। কারণ এই বাজপাখি সাধারণত ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে ৩০ থেকে ৪০ বছর বয়স হলে এদের ভেতর এক ধরনের পরিবর্তন আসে। তখন এই পাখির শরীরের নখ বড় হয়ে যায় অন্যান্য পতঙ্গ দুর্বল হতে শুরু করে। তবে একটি গল্প প্রচলিত আছে যে এই বাজপাখি যখন দুর্বল হতে থাকে বা তাদের নখ বড় হতে থাকে তখন তারা বড় পাহাড়ে গিয়ে তাদের নখগুলো ভেঙে ফেলে আসে।

নতুন করে আবার নখ গজালে তারা আবার আগের মতো করে চলাফেরা শুরু করতে পারে। অর্থাৎ এ সময় বাজপাখি তার জীবনকে খুব কষ্টে কাটিয়ে দেয় কিন্তু সে যদি তার নখ আবার বড় করতে পারে তাহলে সে আবার আগের রূপে ফিরে আসতে পারে। যদি তার নখ বড় না হয় তাহলে এই জীবনে সাথে তাকে মানিয়ে নিতে বেশ কিছু কষ্ট করতে হয়।

আমরা এই মুহূর্তে আপনাদের বিরল প্রজাতের কিছু ছবি দেখাবো যে ছবিগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। বাজ পাখির বেশ কিছু ছবি আপনাদের মাঝে প্রকাশ করব তার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এই ছবিগুলো। এই ছবিগুলো আমরা এখন আপনাদের মাঝে প্রকাশ করব নিচে সেগুলো তুলে ধরা হলো।

বাজ পাখির ছবি ডাউনলোড

বিজ্ঞানের ভাষায় বাজপাখি ঘন্টায় ২০০ কিলোমিটার মাইল বেগে উঠতে পারে। এত গতি সম্পন্ন পাখি আর একটাও নেই এই পৃথিবীতে। কারণ বিজ্ঞানীরা এই সময়ে বাজ পাখির মতো করেই বিভিন্ন জিনিস বানিয়ে ফেলছে যা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই বর্তমান যুগে এসে। বিভিন্ন দেশে বাস পাখি নিয়ে খেলা করা হয় অনেকে বলে থাকেন মানব সভ্যতার বিকাশের পর এই বাস খেলা চলে এসেছে আবার কেউবা বলেন বাস খেলার ইতিহাস ১০ হাজার বছর আগের। বিভিন্ন সূত্রে জানা যায় মধ্যপ্রাচ্য সাম্রাজ্যের ঐতিহাসিক বাঁশ খেলা খুব জনপ্রিয় ছিল ওই সময় এগুলো দিয়েই বিনোদন এবং খেলাধুলার আয়োজন করা হতো।


আরব দেশের অসংখ্য কবি ,সাহিত্যিক রা এই বাস পাখির খেলার অনেক প্রশংসা করে গেছেন তারা এই বাজ পাখিকে নিয়ে অনেক কবিতা এবং সাহিত্য রচনা করেছেন। তবে মরুভূমির যেই বেদুইন টা ছিল তারা পাখি শিকারের কাজে এই বাজপাখি ব্যবহার করত না তারা বাজপাখি দিয়ে প্রতিযোগিতা খেলা খেলতো বলে সবারই জানা আছে। আরো বেশ কিছু তথ্য রয়েছে যে মরু বাসীদের জীবন বাঁচানোর উপায় ছিল এই বাস পাখি।

 

 

Leave a Comment