Active থেকে Passive করার নিয়ম

আজকে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় voice নিয়ে বিস্তারিত আলোচনায় চলে এসেছি। ভয়েস চেঞ্জ একটি সহজ English grammatical rule. ইংরেজি গ্রামার শেখার পূর্ব শর্ত হলো tense. tense ভালোভাবে শিখলে ইংরেজি গ্রামারের যে কোন টপিক সহজে আয়ত্ত করা যায়। তাই ছাত্র ছাত্রী বন্ধুরা যারা ইংরেজি সাবজেক্ট কে ভয় পাও তারা সর্বপ্রথম ভালো করে টেন্স পড়ে নেবে। টেন্স যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জ জলের মতো সহজ মনে হবে। ভয়েস প্রধানত দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ইংরেজি গ্রামারের যতগুলো টপিক রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ টপিক হলো এই ভয়েস চেঞ্জ।

Voice Change সম্পর্কে যদি কোন ছাত্র ছাত্রীর প্রবলেম থাকে তাহলে আজ আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কিত সকল সমস্যা দূর করে দেব। একদম সহজ ভাষায় আলোচনা করব কিভাবে একটিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসের রূপান্তরিত করা হয়। সেন্টেন্স এর সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে পারলে ভয়েস চেঞ্জ করা অনেক সহজ হয়ে যাবে। ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট কে অবজেক্ট রূপান্তরিত করতে হয়।

এরকম কিছু বেশি রোল গুলো ফলো করলেই ভয়েস চেঞ্জ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমরা উদাহরণ স্বরূপ active voice কে passive voice এ রূপান্তরিত করার সহজ নিয়ম গুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভয়েস সম্পর্কিত যাবতীয় সমস্যা এর সমাধান আপনি পেয়ে যাবেন এই আর্টিকেলটির মাধ্যমে।

Voice হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় যে কোন বাক্যের subject কাজটি করছে/করেছে/করবে নাকি কাজটি subject দ্বারা করা হচ্ছে/হয়েছে/হবে।

Types of Voice? Voice দুই প্রকার
Active voice এবং Passive voice

Active voice,
যে sentence-এ ‍ subject নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেই sentence-এ verb-এর active voice হয়।

Sentence Structure:
Subject + Verb + Object

Example:
I write articles.

Passive voice:
যে sentence-এ ‍ subject নিজে সক্রিয়ভাবে কাজটি করে না বরং object-এর কাজটি তার দ্বারা করা হয় সেই sentence-এ verb-এর passive voice হয়।

Sentence Structure:
Object + be verb+ verb’s past participle + by+ subject

Example:
Articles are written by me.

Voice-কে active থেকে passive করার নিয়মগুলো নিচে বর্ণিত হল:

Rule 1:

a. Active voice-এর subject passive voice-এর object-এ রূপান্তরিত হয়।

b. Active voice-এর object passive voice-এর subject-এ রূপান্তরিত হয়।

 

c. মূল verb-এর past participle ব্যবহৃত হয় এবং auxiliary verb/ be verb নির্বাচন করা হয় subject এবং tense অনুযায়ী ।

Example:

I write poems. (Active)

Poems are written by me. (Passive)

Rule 2:

Indefinite tense-এর ক্ষেত্রে passive voice-এর structure:

a. Present- Object’s subject+ am/is/are+ Verb’s past participle+ by+ subject’s object

Example:

She praises me. (Active)

I am praised by her. (Passive)

I praise her. (Active)

She is praised by me. (Passive)

b. Past- Object’s subject+ was/were+ Verb’s past participle+ by+ subject’s object

Example:

She praised me. (Active)

I was praised by her. (Passive)

She praised them. (Active)

They were praised by her. (Passive)

c. Future- Object’s subject+ shall be/will be+ Verb’s past participle+ by+ subject’s object

Example:

She will praise me. (Active)
I shall be praised by her. (Passive)

She will praise him. (Active)
He will be praised by her. (Passive)

বিশেষ করে class 6 এর ছাত্র-ছাত্রীদের ইংরেজি গ্রামার এর মধ্যে ভয়েস চেঞ্জ এই বিষয়টি বেশি ভালো করে শেখানো হয়। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী খুব সহজেই ভয়েস চেঞ্জ শিখে নিতে পারবে। ভয়েস চেঞ্জ খুব সহজ একটা ইংরেজী grammatical rule. যেটা একবার ভালোভাবে বুঝে নিলে সারা জীবন আর কোনদিনও ভুল হয় না। ভয়েস চেঞ্জ হল এমন একটা টপিক যেটা একবার বুঝতে পারলে , পরবর্তীতে ভয়েস চেঞ্জ করতে অনেক মজা লাগে।

Leave a Comment