কোন বান্দা যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে জিকির করতে চাই তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে সবচেয়ে প্রিয় জিকির গুলো আলোচনা করা হবে। প্রকৃত পক্ষে আল্লাহ পাকের স্মরণ আমরা যদি প্রতিনিয়ত করি তাহলে এই জিকিরগুলো করার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা যাবে। তাই আল্লাহপাক যেহেতু আমাদের সকল ধরনের নিয়ামত ও রহমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন সেহেতু আল্লাহ পাকের স্মরণের জন্য আমরা বিভিন্ন ধরনের জিকির করতে পারি। আপনি যদি জিকির করতে চান তাহলে অনেক রকমের জিকির রয়েছে এবং এখান থেকে আপনারা সর্বোচ্চ যে সকল জিকির গুলো আল্লাহপাকের পছন্দ সেগুলো আলোচনা করব।
জীবনের কঠিন ও চরম বাস্তবতার মুখে রয়েছে এবং এমন ক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাহলে আপনারা যে সকল জিকির করবেন সেগুলো এখানে আলোচনা করছি। অর্থাৎ এমন কিছু বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধারের কোন সম্ভাবনা নেই অথবা এখান থেকে আপনি আর হয়তো কোন ভাবে বেঁচে ফিরতে পারবেন না তাহলে অবশ্যই আপনারা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। আর এই ক্ষেত্রে সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই ইস্তেগফার অনবরত আমল করতে থাকেন এবং আপনার মুখ যদি ব্যথা হয়ে যায় তাহলে দেখবেন যে একটা সময় আপনার এই ইস্তেগফার পাঠ করার ফলে মুখের রস অন্তরে গিয়ে অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন।
দুনিয়ার জীবনে আপনি যদি একেবারেই পেরেশানিতে থাকেন এবং মনে করে থাকেন এ সকল পেরেশানি আল্লাহপাক ভালো করে দিবেন তাহলে আরও একটি আমল আপনারা করতে পারেন।অর্থাৎ আপনি যদি সব সময় চিন্তামুক্ত থাকতে চান এবং চিন্তামুক্ত থাকার পরেও যদি চিন্তা আসে এবং সেটা থেকে বের হওয়ার জন্য আল্লাহপাকের সাহায্য কামনা করতে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে দরুদ শরীফ আমল করতে বলব। আপনি যদি দরুদ শরীফ আমল করতে পারেন তাহলে দেখা যাবে যে প্রত্যেক বার দুরুদ শরীফ আমলের ফলে আপনার প্রতি ১০ বার করে রহমত নাযিল হবে।
আর এই ক্ষেত্রে আপনার যদি দরুদে ইব্রাহিম আমল করতে পারেন তাহলে সবচাইতে যেমন ভাল হবে এবং যদি সবচেয়ে ছোট দরুদ আমল করতে চান তাহলে সেটাও ভালো হবে। এক্ষেত্রে আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে পারেন। তাই দুনিয়ার জীবনে আপনারা যখনই বসে থাকবেন অথবা যখনই আপনাদের হাতে কোন কাজ থাকবে না তখন বাথরুম ব্যবহার ব্যতীত অন্যান্য সকল সময় এগুলো যদি জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।
মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা অসম্ভব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা দরুদ শরীফ এবং ইস্তেখার জীবনের একমাত্র সঙ্গী বানিয়ে নিন। আপনি যদি রাস্তায় ভ্রমণরত অবস্থায় থাকেন এবং এগুলো যদি আমল করেন তাহলে দেখবেন যে সেটার মাধ্যমে আপনার অনেক দোয়া কবুল হয়ে গিয়েছে। আর আপনারা যদি আল্লাহ পাকের প্রিয় জিকির সম্পর্কে জানতে চান তাহলে এখানে চারটি জিকিরের নাম আপনাদের উল্লেখ করব।
এই জিকির গুলো হল সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় জিকির গুলোর মধ্যে এই চারটি অন্যতম এবং আপনারা এই জিকিরগুলো যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহপাক খুশি হবেন। তাই উপরের উল্লেখিত ইস্তেগফার এবং দুরুদ শরীফ আমল করার পাশাপাশি আপনারা এই সকল দিকে নিয়মিত ভাবে করুন এবং আল্লাহ পাকের স্মরণ থেকে নিজেকে কখনোই দূরে রাখবেন না।
অর্থাৎ আপনার এই সকল জিকির হয়তো আপনাকে আসার পথ দেখাবে অথবা আপনার জীবনের সমস্যাগুলোর জন্য সমাধান দেখাবে। একজন মানুষ হিসেবে আপনার অবশ্যই দৈনন্দিন জীবনে সকল জিকির করতে থাকুন এবং জীবনের যেকোনো মুহূর্তে সকল জিকির করার মধ্য দিয়ে আল্লাহ পাকের আনুগত্য গ্রহণ করার পাশাপাশি সকল সমস্যার সমাধান করে নিন। মহান আল্লাহপাকের পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য প্রকাশ করার জন্য এবং ইবাদত করার জন্য। তাই প্রত্যেকটি ফরজ ইবাদত না করার পাশাপাশি আমাদের কে অবশ্যই এ সকল জিকিরে নিজেদের জীবনকে অতিবাহিত করতে হবে।