জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সহ জন্মের তারিখ এবং জন্মের খন দেখে রাশি নির্ণয় করা হয়। পূর্ণিমা তে অথবা জোসনাতে জন্মগ্রহণ করার ওপর ও কিন্তু রাশির অবস্থান নির্ধারণ করে। তারপর কোন মাসে জন্মগ্রহণ করেছে, কততম সপ্তাহের, কিভাবে এবং জন্ম তারিখ অনুসারে একটি মানব শিশুর রাশি নির্ধারণ করা হয়। জন্ম তারিখ অনুযায়ী বিভিন্ন জনের রাশি বিভিন্ন হয়ে থাকে। অনেক সময় একই রাশির অনেকগুলো মানুষ একসঙ্গে বসবাস করে। বিভিন্ন রাশির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার ইচ্ছা প্রকাশ করি। এজন্য আজকের আর্টিকেলে আমরা কুম্ভ রাশি সম্পর্কে অনেক তথ্য আলোচনা করব। আপনাদের আশেপাশে অথবা আপনাদের কোন বন্ধু-বান্ধবের আসে যদি কুম্ভ হয়ে থাকে তাহলে তার কিছু আচরণগত বৈশিষ্ট্য দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে কুম্ভ রাশির অন্তর্গত।
কুম্ভ রাশি কি সত্যিই ভালো না খারাপ?
কোন রাশি ভালো কোন রাশি খারাপ এরকম প্রশ্ন আমাদের সবারই মনে থেকে থাকে। সাধারণত সব রাশিটি ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে। এক রাশির সবকিছু ভালো আর এক রাশি সবকিছু খারাপ এমনটা কিন্তু নয়। যেমন ভালো এবং খারাপ মিলে একটি মানব জীবন নির্ধারিত তেমনি রাশির বৈশিষ্ট্য ভালো এবং খারাপ উভয় মিশ্রণে তৈরি।
কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব এবং ব্যবহার সকল কিছু জানা জানতে ইচ্ছুক তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা।কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করে শনি গ্রহ। আর শনির প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকারা বেশ স্বাধীনচেতা হয় এবং এরা স্বাধীন ভাবে জীবন কাটাতে ভালোবাসে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রযুক্তিগত দিকে খুবই দক্ষ হয় এবং নানা রকম আবিষ্কার এদের হাত দিয়েই হয়ে থাকে।
এই রাশিতে জন্ম নেওয়া মানুষগুলোর সব সময় সমাজ ও মানুষের জন্য কিছু একটা করার তাগিদ থাকে। এর ফলে এরা অন্য মানুষের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে ফেলে।এবার আরো কিছু বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে যার দ্বারা কুম্ভ রাশির মানুষদের আমরা চিহ্নিত করতে পারব।
এই রাশির জাতক-জাতিকারা সাধারণত লম্বা হয়। এদের মুখ বড় হয় এবং ঘাড়, পিঠ, পেট, কোমর, পা বেশ লম্বা হয়।
কুম্ভ রাশির জাতক-জাতিকারা বেশির ভাগ ক্ষেত্রেই বেশ আত্মকেন্দ্রিক হয়ে থাকে। ফলে এরা কথাবার্তা বা আলাপচারিতা শুরু করতে একটু লজ্জাই পায়। তবে এদের মানসিক শক্তি এবং মনের ইচ্ছে খুবই মজবুত হয়।
কুম্ভ রাশির জাতক-জাতিকারা বেড়াতে যেতে বেশ ভালবাসে। এ ছাড়াও ফোটোগ্রাফি করা, গল্পের বই পড়া, বিভিন্ন আকার ও মাপের পাথর সংগ্রহ করা, ইলেকট্রনিক গ্যাজেট সংগ্রহে রাখা এবং ছুটি কাটানো- এ সবই এদের অবসরযাপনের অঙ্গ।
কুম্ভ রাশির জাতক-জাতিকারা শুধুমাত্র এক জনের উপর মনোনিবেশ করতে পারে না। আর খুব সহজেই বোর হয়ে যায়, ফলে এরা বারবার সঙ্গী বদলাতে থাকে।এরা বেশ বুদ্ধিমান হয়। ফলে গবেষণা এবং বিজ্ঞানের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক-জাতিকারা দক্ষ হয়। এ ছাড়া, জ্যোতিষশাস্ত্র, দর্শন, মেডিসিন, কম্পিউটার প্রভৃতি বিষয়েও এরা দারুণ সাফল্য লাভ করতে পারে।
জাতিকারা সাধারণত কল্পনার জগতে বাস করে। আর সেটা নিয়েই উচ্ছ্বসিত থাকে। তবে এরা মন খুলে ভালবাসতে জানে এবং নিজেদের সঙ্গীর থেকেও সেটাই আশা করে।কুম্ভ রাশির জাতক-জাতিকারা আশা করেন যে, তাদের সঙ্গীরা জীবনের সমস্ত নিয়মকানুন মেনে চলুক। এরা সঠিক পথে চলে, ফলে জীবনসঙ্গী হিসেবে এরা দারুণ।বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর রাশির জাতক-জাতিকাদের সঙ্গে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। তবে মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের থেকে এদের দূরে থাকাই শ্রেয়
কুম্ভ রাশির মানুষ ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের কুম্ভর আগ্রহ রয়েছে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে এরা নতুন কিছু করতে চায়। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকে। এরা ধার দেওয়া এবং ধার নেওয়া পছন্দ করেনা। তবে কুম্ভ রাশির মানুর জন্য মানসিকতা কিন্তু সহজ সরল প্রকৃতির হয় না।এই ছিল কুম্ভ রাশি সম্পর্কে যাবতীয় তথ্য। যে কোন রাশির ফল জানতে চাইলে মনে রাখবেন সব রাশিরই ভালো এবং খারাপ উভয় দিকে রয়েছে।