মানুষের শরীর ও মন মিলে তৈরি হয় জীবন। আমাদের শরীরে যেমন খাদ্য প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় মনের খাবারেরও প্রয়োজন হয়। মনকে সবচেয়ে স্বাস্থ্যকর ও প্রিয় খাবার দিলেও মন ভালো থাকে না। আমরা অনেকেই আছি যারা গান শুনতে এবং গাইতে অনেক পছন্দ করি। বাংলা গানের বিভিন্ন ক্যাপশন আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুজে থাকি। যারা গান প্রিয় মানুষ তারা সব সময় গান শুনে এবং গেয়ে থাকে।
এই ডিজিটাল যুগে এসে বাংলা গান অনেক এগিয়ে গেছে, আমরা এখন চাইলে যে কোন গানের নাম লিখে গুগলে সার্চ করলেই আমরা সেই গানের বাংলা ক্যাপশন গুলো পেয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা গানের কিছু ক্যাপশন আপনাদের মাঝে শেয়ার করব।
আপনি যদি বাংলা গানের ক্যাপশন ফেসবুকের জন্য খুঁজে থাকেন। তাহলে আমাদের দেওয়া এই পুরো আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি আমাদের পুরো আর্টিকেলটি পড়লে বাংলা গানের সকল ক্যাপশন গুলো পেয়ে যাবেন। আশা করি আমাদের দেওয়া সব ক্যাপশনগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের আর্টিকেলে বাংলা গানের ক্যাপশন গুলো শেয়ার করেছি সেই ক্যাপশন গুলো বিভিন্ন গান থেকে, জনপ্রিয় গান থেকে আমরা সংগ্রহ করেছি আপনাদের সুবিধার জন্য।
বাঙ্গালীদের সংস্কৃতিতে, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে গান। বাংলা গান আমরা প্রায় ফেসবুক ডিসপ্লেতে দেখতে পাই। যেখানে অনেক বাংলা ক্যাপশন সহ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় বাংলা ক্যাপশন গুলো প্রকাশ করা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের আবেগ গুলো সব সময় পোষ্ট দিয়ে থাকি।
রবীন্দ্রনাথের গানের ক্যাপশন
প্রিয় পাঠক বন্ধুগণ এ মুহূর্তে আমরা আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উক্তি এবং ক্যাপশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ছেলের একজন বিখ্যাত কবি, তিনি অনেক সুন্দর কবিতা এবং গল্প গান লিখে গিয়েছেন। যে সকল পাঠক বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি এবং ক্যাপশন গুলো খুজে থাকেন তাদের সুবিচার জন্য আমরা এই মুহূর্তে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানের ক্যাপশন গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। রবীন্দ্রনাথের গানের প্রতি অনেক প্রেম ভালোবাসা ছিল, তিনি গান কবিতা এবং গল্প লিখতে অনেক পছন্দ করতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ২৫ শে বৈশাখ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, বাহার নদী কাব্যগ্রন্থ ৩৮ টি নাটক ও ১৩ টি উপন্যাস সহ ৩৬ টি প্রবন্ধ তিনি লিখেছেন। ৯৫ টি ছোটগল্প, সেই সাথে ১৯১৫ টি গান প্রকাশিত হয়েছে তার।
বাংলা ব্যান্ড গানের ক্যাপশন
বাংলাদেশের বেশ কিছু ব্যান্ড রয়েছে যারা অনেক জনপ্রিয়, বর্তমানে শিরোনামহীন, জুনায়েদ আহমেদের ব্যান্ড, আর্টসেল ব্যান্ড, অর্থহীন ব্যান্ড, এলআরবি ব্যান্ড সহ বাংলাদেশের বেশ কিছু ব্যান্ড শিল্পী রয়েছে যারা অনেক জনপ্রিয়। তার মধ্যে রয়েছে জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ,সোহাগ আরো অনেকে এই শিল্পীদের ব্যান্ড সংগীতের গানগুলো বাংলাদেশের মানুষের অনেক প্রিয়। তারা প্রায় সময় এ গান গুলোর ক্যাপশন সোশ্যাল মিডিয়ায় খুঁজে থাকে। সেই সাথে এগুলো তারা তাদের ব্যক্তিগত কাজ সহ নিজের সোশ্যাল একাউন্টে প্রকাশ করে। তাদের সুবিধার জন্য আমরা এই মুহূর্তে বাংলা ব্যান্ড গানের কিছু ক্যাপশন নিচে তুলে ধরলাম।
বাংলা রোমান্টিক গানের ক্যাপশন
এ মুহূর্তে আমরা কথা বলবো বাংলা রোমান্টিক গানের ক্যাপশন নিয়ে। প্রেম করে না এমন মানুষ এখন আর খুঁজে পাওয়া যাবে না। আদিম যুগ থেকেই প্রেম, ভালবাসা, মায়া,মমতা চলে আসছে যুগের সাথে তাল মিলিয়ে প্রেম ভালোবাসার মাধ্যম চেঞ্জ হয়েছে। আগের যুগে মানুষ চিঠির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করত।
মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।
সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেল।
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না।
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।
এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস।
অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয়।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম,
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম।
আরো একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছে গুলি এক।
চেনা মুখ অচেনা হৃদয়
মুখোশের আড়ালে সে গল্প।
পারবোনা আমি ছাড়তে তোকে,
পারবোনা আমি ভুলতে তোকে,
পারবোনা ছেড়ে বাঁচতে তোকে,
হোয়ে যা না রাজি একবার ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন,
তাকে আদরে তুলে রাখলাম।
আমার একলা আকাশ
থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে।
ঠোঁট, লুকিয়েছে চোট
যে রাস্তা যায় তোমার মনে,
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে।
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী।
না না কাঁদছি না..
তোমায় ভাবছি না..
মনে পড়ছে না তোমাকেই..
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
সেই ক্ষতিতেই।
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলোনা।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
জানি জানি বাঁধনে বাঁধিবো জানি!
আঁখিতে বাঁধিবো।
সুখেরই চাদরে, রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে,
ও চাঁদেরই আলোকে, রুপোলি পালক
রাখা আছে নীল খামে।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
তুলনাহীনা, ঠোঁট ফাটে না
রাতবিরেতে নীল মলাটে জমায় দিনগোনা,
তুলনাহীনা, পথ জানে না
ধুলো পাহাড়ে উড়োজাহাজে ঝাপসা বেদনা।
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়,
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই ।
ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই।
আমি যে চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়।
আমার পরান যাহা চায়,
তুমি তাই, তুমি তাই গো !
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না না না…
ও যে মানে না মানা।
আমার মতে তোর মতন কেউ নেই।
আসলে জীবন বলে
সত্যি কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়।
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ…
তুমি আর আমি
যাই ক্রমে সরে সরে।
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলো তো ?
মনে পড়লেও আজকে
তোমায় মনে করা বারণ।
আমি কার জন্য পথ চেয়ে রব।
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো।
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার।
ঘুমিয়ে কেউ তোরই সাথে
হাতের পাশে হাত রাখে,
না পাওয়া কিছু ছবিগুলো আজও
পাওনা করি নিজে নিজে, ভুলতে বসে।
হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।
এইতো তো কোনদিন আগেও ছিলে
তুমি অচেনা।
আজকে চোখের আড়াল হলে
ভালো লাগে না…!
যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় মন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে…
যুগের পরিক্রমায় এখন তা চেঞ্জ হয়েছে। সবার হাতে হাতে ফোন ইন্টারনেটের যুগ আসার কারণে এখন প্রেম আদান-প্রদান হয় হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সবাই এখন messenger facebook instagram এর মাধ্যমে তাদের প্রিয় মানুষকে প্রেম নিবেদন করে থাকে। আমরা এই মুহূর্তে আপনাদের জন্য বেশ কিছু বাংলা রোমান্টিক গানের ক্যাপশন নিচে প্রকাশ করলাম।