বিকেল নিয়ে ক্যাপশন

পড়ন্ত বিকেলে আপনারা যদি কোন ধরনের ছবি তুলে থাকেন এবং সেই ছবি যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করবেন তখন সেখানে বিকেল নিয়ে একটা ক্যাপশন শেয়ার করলে ভালো হয়। বিকেল নিয়ে এখানে বেশ কিছু ক্যাপশন আপনাদের উদ্দেশ্যে আমরা শেয়ার করলাম যেটা আপনারা খুব সহজভাবে গ্রহণ করতে পারবেন। বিকেল নিয়ে আপনাদের উদ্দেশ্যে এখানে যে ক্যাপশনগুলো আমরা শেয়ার করেছি সেগুলো যদি আপনারা পড়েন তাহলে হয়তো আধ্যাত্মিক অথবা দার্শনিক কথাবার্তা যেমন জানতে পারবেন তেমনি ভাবে এগুলো আপনাদের জীবনের সঙ্গে অনেকাংশে মিলে যাবে।

সাধারণত আমরা যখন দিন শুরু করি তখন নতুন একটা উদ্যম থাকে এবং যখন বিকেল হতে শুরু করে তখন দেখা যায় যে একটু হলেও কাজের ভেতরে অবসর নেওয়া আমাদের জন্য জরুরী হয়ে পড়ে। তাছাড়া পড়ন্ত বিকেলে ছোটবেলায় আমরা যেভাবে ছুটে বেরিয়েছি অথবা খেলে বেরিয়েছে ঠিক সেভাবে কিন্তু এখনকার মত আর হয়ে ওঠে না। তবে যাই হোক আপনি যদি পড়ন্ত বিকেলে একটু সময় কাটাতে পারেন অথবা আপনি যদি বিকেল বেলা খুব সুন্দর ভাবে পরিবেশটা উপভোগ করতে পারেন তাহলে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন।

বিশেষ করে নদীর পাশে বসে আছেন এবং সেই ক্ষেত্রে নদীর অপরপ্রান্তে সূর্য অস্ত যাচ্ছে এমন লাল আভা বা লালিমা দেখতে আমাদের চমৎকার লাগে। সুতরাং এমন দৃশ্য আমাদের জীবনে হয়তো আর দেখা হয়ে ওঠেনা অথবা ব্যস্ততার এই জীবনে এই দৃশ্যগুলো আমরা খুব একটা উপভোগ করতে পারিনা।তবে আপনারা যেহেতু এই প্রশ্নের মাধ্যমে ভিজিট করেছেন অথবা ক্যাপশন সংগ্রহ করতে এসেছেন সেহেতু বিকেল নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে বিকেল নিয়ে খুব সুন্দর সুন্দর ক্যাপশন পেয়ে যাচ্ছেন এবং এই ক্যাপশন গুলো পড়ে দেখার পাশাপাশি বিভিন্ন পোস্টের সঙ্গে সংযুক্ত করতে পারেন।

বিকেল নিয়ে রোমান্টিক ক্যাপশন

শহরের দিকে হোক অথবা অনেক জায়গাতে হোক বিকেল হলেই দেখা যায় যে কিছু রোমান্টিক কাপল ঘুরতে বের হয়ে থাকে। আর পড়ন্ত বিকালে এই বিষয়গুলো যখন আমরা লক্ষ্য করি অথবা রোমান্টিক যখন হয়ে ওঠে তখন আমাদের মনের ভেতরের রোমান্টিকতার জায়গা থেকে বিভিন্ন ধরনের রোমান্টিক ক্যাপশন খুঁজে থাকি। তাই আপনারা এখান থেকে বিকেল নিয়ে বিভিন্ন ধরনের রোমান্টিক ক্যাপশন পেয়ে যাচ্ছেন যে ক্যাপশনগুলো রোমান্টিক পোস্টের ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রে ব্যবহার করলে চমৎকার মানাবে।

বিকেল নিয়ে কবিদের উক্তি

বিকেল নিয়ে আসলে যারা কবিতা লিখেন তারা কি বলে গিয়েছেন সে বিষয়গুলো আমরা যদি একটু মন থেকে বোঝার চেষ্টা করি তাহলে আসল বিষয়গুলো ফুটে ওঠে। তাই কবিদের বা ভাষা যারা বুঝে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা এখানে বিভিন্ন ধরনের কবিদের উক্তি প্রদান করছি যেগুলো বিকেল সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়েছে। আপনারা এখান থেকে বিকেল নিয়ে কবিদের উক্তিগুলো পড়তে পারছেন এবং বিকেল নিয়ে এখানে বিভিন্ন ধরনের উক্তি প্রদান করা আছে বলে আপনারা অবশ্যই সেগুলো ভালো মতো দেখতে পারছেন।

বিকেল নিয়ে প্রেমের কবিতা

যারা কবিতা পড়তে পছন্দ করেন তাদের কাছে বিভিন্ন টপিকের ওপরে কবিতা পড়তে খুবই ভালো লাগে। তাই বিকেল নিয়ে প্রেমের কবিতা থেকে শুরু করে আপনারা যদি কোন ধরনের দার্শনিক কবিতা অথবা আধ্যাত্মিক ধরনের কবিতা পড়তে চান তাহলে সেটা জানালে অবশ্যই সরবরাহ করতে পারবো। তবে এখানে আপনাদের জন্য বিকেল নিয়ে বিভিন্ন ধরনের প্রেমের কবিতা জানিয়ে দেওয়া হলো যেগুলো বিকেল নিয়ে লেখা হয়েছে অথবা বিকেল বিষয়বস্তু কেন্দ্র করে অন্য অর্থ প্রকাশ করা হয়েছে।

বিকেল নিয়ে পোস্ট

    • আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
      রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
      আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
    • ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
      এই টুকুই সম্বল
      আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
    • বিকালবেলায় মেয়েরা জল ভরে নিয়ে যায় ঘটে,
      তেমনি করে ভরে নিচ্ছি প্রাণের এই কাকলি
      আকাশ থেকে
      মনটাকে ডুবিয়ে দিয়ে।
    • আমাকে শুনতে দাও,
      আমি কান পেতে আছি।
      পড়ে আসছে বেলা;
      পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে
      কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান।
    • আজকে রাতের চাঁদটা  না হয় তোমার সাথেই থাক,
      আজকে ভোরের পাখিরা গান
      তোমার সুরেই গাক
      আজ দুপুরে পলাশ বাতাস
      তোমায় নিয়েই ভাসুক
      আজ বিকেলের সূর্যটা ও
      তোমার ভালোবাসুক      
    • জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী
      যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি !
      দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি
      কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি |
      অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে
      তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমে
    • বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
      আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
    • বিকেলের শেষ আলো একটু থাকো,
      গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো.
      রাত জেনো ছুটি নেই তোমার আলো,
      তাই বাসি ভালো, সোনার আলো…….
    • আজ বিকালে কোকিল ডাকে,
      শুনে মনে লাগে
      বাংলাদেশে ছিলেম যেন
      তিনশো বছর আগে।
      সে দিনের সে স্নিগ্ধ গভীর
      গ্রামপথের মায়া
      আমার চোখে ফেলেছে আজ
      অশ্রুজলের ছায়া।
    • আমার একলা বিকেল
      সন্ধ্যা ছায়া
      নীরবতায় হিমেল
      হাওয়া ….
    • বিকেলের পড়ন্ত রোদ্দুরে
      বাড়ি ফেরা পথ ধরে
      কেউ একজন আসবে ভেবেই
      জানালায় বসে কেটেছে প্রহর
      এলো না সে ।
    • মন-কেড়ে-নেওয়া মায়াবী বিকেল বিছিয়েছে জাল
      নিপুণ নেশায়। গেল গেল সব, ভেঙে গেল সন, উল্লাসে ঢালা
      এই অরণ্য আবার, আবার; শেষবার বুঝি
      ভালবেসে নেবে। শিরীষে শিমূলে কথা চলে, আর
      ডালে-ডালে নামে লজ্জার লাল, 
      লাগে থরোথরো শিহরন, তার
      কপালে তীব্র সিঁদুরের জ্বালা
      জ্বলে ওঠে।
    • শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
      তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।
    • এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ-
      পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো
      কবিতায় জেগে থাকে গভীর অসুখ ।

Ezoic

    • তোর গ্রীস্মের বিকেলে এক টুকরো কালবৈশাখী হওয়ার ইচ্ছাটা আর পূরণ করতে দিবি ?
    • বিকেল মানেই  মজা,
      বিকেল মানেই আনন্দ
      তাই প্রতিটি বিকেলই
      নতুন নতুন মনে হয়
    • বিকেল তুমি সাজানো ছায়ার খেলা, বেলাশেষের নিশ্চুপ কলতান
      বিকেল তুমি হলদে খামের চিঠি, কোন হতাশ পথিকের ফিরে আসার গান
  • বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়
    বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর  সবুজ মাঠের চিৎকার
  • শেষ বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি
    টুকরো টুকরো মন খারাপের কোলাজ জলছ

ছোটবেলার দুরন্তপনা কিন্তু আমাদের বর্তমান সময়ে আর টানে না এবং জীবনের ব্যস্ততায় আমরা হয়তো সেগুলো ভুলে গিয়েছি। তাই মাঝেমধ্যে যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে বিকেল নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে পারেন অথবা বিকেলটা উপভোগ করার চেষ্টা করতে পারেন। জীবনের ব্যস্ততার মাঝে আমরা যদি এই বিষয়গুলো উপলব্ধি করতে না পারি অথবা এই উপভোগ যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগে। তাই আপনারা বিকেল নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট এখান থেকে দেখতে পারেন অথবা বিকেল নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে তথ্য গুলো ব্যবহার করতে পারেন।

Leave a Comment